সোনারগাঁয়ে জমি বিবাদে ঘরে আগুন : আহত ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জের ধরে বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে একই পরিবারের মহিলাসহ চারজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গত মঙ্গলবার রাতে পাকুন্দা গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জামপুর ইউপির পাকুন্দা গ্রামের হাসেম মিয়ার সঙ্গে আব্দুর রহিমের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ নিয়ে শত্রুতা চলছিল। তারই জের ধরে গত মঙ্গলবার রাতে তাদের মধ্যে বাগবিত-া হয়। এক পর্যায়ে আব্দুর রহিমের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষ হাসেম মিয়া ও তার লোকজন। হামলায় আব্দুর রহিম, তার বোন সানজিদা আক্তার, মাইমুনা আক্তার ও ছেলেকে পিটিয়ে কুপিয়ে আহত করে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে আহতরা হাসপাতালে ভর্তি হলে প্রতিপক্ষরা সেই সুযোগে রাতের আধারে আব্দুর রহিমের বাড়িঘরে লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করে। আগুনে বসত ঘরটি ভষ্মিভূত হয়ে যায়। এই ঘটনায় আহত আব্দুর রহিমের মা রাবেয়া আক্তার বাদী হয়ে গত বুধবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে প্রতিপক্ষের হাসেম মিয়া জানান, জমি নিয়ে তাদের সঙ্গে বিরোধ থাকলেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তার লোকজন জড়িত নন। সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, এই বিষয়ে লিখিত অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর
আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
মোংলায় জেলি পুশ ১শ’ মণ চিংড়িসহ ৭ ব্যবসায়ী ধৃত
ডিলার স্বল্পতা ও বরাদ্দ সংকটে টিসিবি’র সুবিধাবঞ্চিত মানুষ
কেশবপুরে জলাবদ্ধতা নিরসনে ১৪ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন
রাজশাহীতে নকল পণ্য দুই ব্যবসায়ী গ্রেপ্তার
শীত বরণে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা
নবাবগঞ্জে বৈদ্যুতিক খুঁটির চাপায় দুই শ্রমিকের মৃত্যু
চরাঞ্চলে রোগ-বন্যা সহনশীল মহিষ পালন দিন দিন বাড়ছে
গাজীপুরে একশ টাকায় পুলিশ কনস্টেবল নিয়োগ পেল ৭১ জন
মাঠেই কৃষিঋণের তথ্য পাবেন কৃষক
সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার টন ফল-শাক-সবজি
খাল দখলে নিষ্কাশন বন্ধ : দুর্ভোগ
বোয়ালখালীতে করোনার গণটিকা

শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ , ২৭ কার্তিক ১৪২৮ ৬ রবিউস সানি ১৪৪৩

সোনারগাঁয়ে জমি বিবাদে ঘরে আগুন : আহত ৪

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জের ধরে বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে একই পরিবারের মহিলাসহ চারজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গত মঙ্গলবার রাতে পাকুন্দা গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জামপুর ইউপির পাকুন্দা গ্রামের হাসেম মিয়ার সঙ্গে আব্দুর রহিমের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ নিয়ে শত্রুতা চলছিল। তারই জের ধরে গত মঙ্গলবার রাতে তাদের মধ্যে বাগবিত-া হয়। এক পর্যায়ে আব্দুর রহিমের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষ হাসেম মিয়া ও তার লোকজন। হামলায় আব্দুর রহিম, তার বোন সানজিদা আক্তার, মাইমুনা আক্তার ও ছেলেকে পিটিয়ে কুপিয়ে আহত করে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে আহতরা হাসপাতালে ভর্তি হলে প্রতিপক্ষরা সেই সুযোগে রাতের আধারে আব্দুর রহিমের বাড়িঘরে লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করে। আগুনে বসত ঘরটি ভষ্মিভূত হয়ে যায়। এই ঘটনায় আহত আব্দুর রহিমের মা রাবেয়া আক্তার বাদী হয়ে গত বুধবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে প্রতিপক্ষের হাসেম মিয়া জানান, জমি নিয়ে তাদের সঙ্গে বিরোধ থাকলেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তার লোকজন জড়িত নন। সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, এই বিষয়ে লিখিত অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।