দরবেশ চরিত্রে ইলিয়াস কাঞ্চন

নাটকে দরবেশ চরিত্রে হাজির হচ্ছেন ইলিয়াস কাঞ্চন। এইচএম বরকতুল্লার পরিচালনায় বৈশাখী টিভিতে আজ ১২ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টায় প্রচার হবে ইলিয়াস কাঞ্চন অভিনীত ‘দরবেশ’ নামের এ নাটকটি।

নাটকের এ দরবেশ কুরআন নিয়ে নাটক লিখেন জান্নাতপ্রত্যাশী সাধারণ মানুষের জন্য। ক্ষিপ্ত হয়ে উঠেন গ্রাম্য মাতবর! তার সাথে ক্ষিপ্ত হয় ভ- পীরের মুরিদরা। কিন্তু প্রতিবাদী যুবক রোস্তম দরবেশের দেয়া মায়ের ভাষায় কুরআন বুঝতে শিখে এবং গ্রামগঞ্জে ঘুরে বেড়াতে থাকে কৃষকদের কুরআন বুঝাতে। দরবেশের সান্নিধ্যে এসে যখন খোদ মাতবরের ছেলেও কুরআন প্রচারে নিয়োজিত হয়, তখন মাতবর নিজের সন্তানকেও প্রহার করে। শুরু হয় সত্য-মিথ্যার দ্বন্দ্ব! দরবেশ নাটকে আরও অভিনয় করেছেনÑ আব্দুল্লাহ রানা, শফিক খান দিলু, আব্দুল আজিজ, জিল্লুর রহমান, লিটন খন্দকার, আঁখি, এজি বিদ্বান প্রমুখ। ‘দরবেশ’ নাটকটি রচনা করেছেন নাট্যকার শাহ আলম নূর।

শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ , ২৭ কার্তিক ১৪২৮ ৬ রবিউস সানি ১৪৪৩

দরবেশ চরিত্রে ইলিয়াস কাঞ্চন

বিনোদন প্রতিবেদক

image

নাটকে দরবেশ চরিত্রে হাজির হচ্ছেন ইলিয়াস কাঞ্চন। এইচএম বরকতুল্লার পরিচালনায় বৈশাখী টিভিতে আজ ১২ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টায় প্রচার হবে ইলিয়াস কাঞ্চন অভিনীত ‘দরবেশ’ নামের এ নাটকটি।

নাটকের এ দরবেশ কুরআন নিয়ে নাটক লিখেন জান্নাতপ্রত্যাশী সাধারণ মানুষের জন্য। ক্ষিপ্ত হয়ে উঠেন গ্রাম্য মাতবর! তার সাথে ক্ষিপ্ত হয় ভ- পীরের মুরিদরা। কিন্তু প্রতিবাদী যুবক রোস্তম দরবেশের দেয়া মায়ের ভাষায় কুরআন বুঝতে শিখে এবং গ্রামগঞ্জে ঘুরে বেড়াতে থাকে কৃষকদের কুরআন বুঝাতে। দরবেশের সান্নিধ্যে এসে যখন খোদ মাতবরের ছেলেও কুরআন প্রচারে নিয়োজিত হয়, তখন মাতবর নিজের সন্তানকেও প্রহার করে। শুরু হয় সত্য-মিথ্যার দ্বন্দ্ব! দরবেশ নাটকে আরও অভিনয় করেছেনÑ আব্দুল্লাহ রানা, শফিক খান দিলু, আব্দুল আজিজ, জিল্লুর রহমান, লিটন খন্দকার, আঁখি, এজি বিদ্বান প্রমুখ। ‘দরবেশ’ নাটকটি রচনা করেছেন নাট্যকার শাহ আলম নূর।