সংঘাত-প্রাণহানিতে শেষ হলো ৮৩৫ ইউপি ভোট

নিহত ৭ : কেন্দ্র দখল, নৌকা ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘর্ষ

হানাহানি, সংঘাত ও রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যদিয়ে শেষ হলো দশম ইউপি নিার্বচনের (ইউপি) দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) প্রত্যাশিত ‘উৎসবমুখর’ নির্বাচনে কেন্দ্র দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় ৩ জন, কুমিল্লার মেঘনা উপজেলায় ২ জন, চট্টগ্রামে একজন ও কক্সবাজারে একজন নিহত হয়েছেন। নৌকা ও বিদ্রোহী প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ হামলা সংঘর্ষে অনেকেই আহত হয়েছেন।

গতকাল সকাল ৮টা থেকে দেশের ৮৩৫টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনা। ভোট চলাকালীন ভোটকেন্দ্রে ঢুকে জোর করে ব্যালট পেপারে সিল মারা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দেয়াসহ সংঘর্ষের সূত্রপাত ঘটনা ঘটে। পরে কেন্দ্র দখলের লড়াইয়ে দেশি অস্ত্র নিয়ে সংঘাত ও গুলি বিনিময়ের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।

এর আগে বুধবার উৎসবমুখর পরিবেশে ভোট হবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কেএম নূরুল হুদা। ভোটে উত্তেজনাকর পরিস্থিতি প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেছিলেন তিনি। এসময় সিইসি বলেন, ‘ঘরে ঘরে মহল্লায় মহল্লায় পুলিশ দিয়ে পাহারা দিয়ে এ জাতীয় অপ্রীতিকর ঘটনা থামানো যায় না। এর একমাত্র উপায় হলো নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সহনশীলতা। নির্বাচনসুলভ আচরণ করতে হবে।’্ ইসি সচিব বলেছেন, উৎসব মুখর ও সুন্দর ভোট হয়েছে।

ভোটের সংঘাত নিয়ে ইসির কোন প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইউপি ভোটে ‘একটু ঝগড়াঝাটি’ হয়েই থাকে। গতকাল সচিবালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশের কাজটি পুলিশ করছে। আমাদের বিশাল এলাকা নিয়ে নির্বাচন হচ্ছে। এই ইউপি নির্বাচন এটা সবসময় আপনারা দেখে আসছেন, এটা গোষ্ঠী-গোষ্ঠীর নির্বাচন, আধিপত্যের নির্বাচন, এখানে সবসময়ই একটু ঝগড়াঝাটি হয়েই থাকে। যেটা হয়েছে বেশ কয়েকটি জায়গায় হতাহতের ঘটনা আমরা দেখছি।’ তিনি বলেন, ‘পুলিশ যথার্থভাবে চিহ্নিত করেছে, দোষীদের ইতিমধ্যে গ্রেপ্তার করে ফেলেছে। যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

দ্বিতীয় ধাপে ৮ হাজার ৪৯২টি ভোটকেন্দ্রের মধ্যে নানান অনিয়মের কারণে ১৬টি কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে। তবে সার্বিক তথ্য এলে এমন কেন্দ্রের সংখ্যা বাড়তে পারে বলে ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

নরসিংদীতে ৩ জন নিহত

নরসিংদী : কেন্দ্র দখল ও আধিপত্য বিস্তার নিয়ে রায়পুরার উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ীতে প্রতিপক্ষের হামলায় ৩ জন নিহত হয়েছে। গতকাল ভোরে বাঁশগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে সংহিসংতায় হতাহত হলেও বাঁশগাড়ীতে ভোট গ্রহণ চলছে।

নিহতরা বাঁশগাড়ী গ্রামের হিকিম মিয়ার ছেলে সালাউদ্দিন মিয়া (৪৫), একই এলাকার সিরাজ মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) ও হক মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৭) । এর মধ্যে সালাউদ্দিন ও জাহাঙ্গীর বাঁশগাড়ী ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাতুল হাসান জাকির সমর্থক। নিহত দুলাল বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আশ্রাফুল হকের সমর্থক।

এদিকে বেলা ১১টার দিকে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে জেলার রায়পুরা উপজেলা আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক সংঘর্ষ মারামারির ঘটনা ঘটে। এতে সাইফুল নামে এক জনের মাথা ফেটে যায় এবং বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে রায়পুরার চসুবুদ্ধি ইউনিয়নের মহিষবের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা, ব্যালট পেপার ও ব্যালট বক্স ছিনতাইয়ের অভিযোগে কেন্দ্রটি স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।

চসুবুদ্ধি ইউনিয়নের মহিষবের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সাড়ে ১১টায় আওয়ামী লীগের বিদ্রোহী খোরশেদ আলমের লোকজন টেঁটা, বল্লম, দুই শতাধিক লোক নিয়ে ক্রেন্দ্র দখল করে। ব্যালট পেপার লটু করে নেয়। এসময় কেন্দ্রে দায়িত্বে থাকা এসআই নিয়ায়েত আহত হয়। আনসার সদস্য কাউসার আহত হয়। পরে কেন্দ্র স্থগিত করে প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম।

চসুবুদ্ধি ইউনিয়নের মহিষবের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাডিং অফিসার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, অবস্থা খুবই খারাপ। শতশত লোক টেঁটা নিয়ে কেন্দ্রে হামলা করে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনিয়ে নেয়। জানমাল নিরাপত্তার স্বার্থে ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে কথা বলে কেন্দ্রটি স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।

বাঁশগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ মিয়া বলেন, নির্বাচনী সহিংসতায় একজন নিহতের কথা জানিয়েছেন।

এদিকে নরসিংদীর সদর উপজেলার ২টি ইউনিয়নে ও রায়পুরার ১০টি ইউনিয়নে বিভিন্ন কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জেলার নরসিংদী সদর ও রায়পুরা উপজেলার মোট ১২টি ইউনিয়নে চলছে এই ভোট গ্রহণ। এর মধ্যে রায়পুরায় ১০টি ও নরসিংদী সদরে ২টি ইউনিয়ন পরিষদের মোট ১১৫টি ভোটকেন্দ্রে ৫৩২টি ভোট কক্ষে ব্যালটের মধ্যমে চলছে ভোট গ্রহণ। নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬৪ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৫২ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কুমিল্লায় নিহত ২, আহত অর্ধশত

কুমিল্লা : কুমিল্লায় কয়েকটি কেন্দ্রে বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি, টিয়ারশেল নিক্ষেপসহ সহিংসতার ঘটনা ঘটে। এতে সহিংসতায় মেঘনা উপজেলায় শাওন আহমেদ (৩০) ও সানাউল্লাহ ঢালি (৬০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। নিহত শাওন আহমেদ মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের ভল্লবেরকান্দি গ্রামের মোবারক হোসেনের ছেলে এবং সানাউল্লাহ ঢালি ভাওরখোলা ইউনিয়নের খিরারচর গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে। এছাড়া দুই উপজেলায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা উপজেলার আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আধিপত্য নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ হামলা, সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি চালায়।

চট্টগ্রামে সংঘর্ষ-হামলা নিহত-১

নিরুপম দাশগুপ্ত, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হামলা ও দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়েছেন ৩ জন। ফটিকছড়িতে ১ জন নিহত হয়েছে। সীতাকু-ে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। অন্যদিকে মিরসরাইয়ের ১২ নং খৈয়াছরা ইউনিয়নের ঘোড়া প্রতীকের সতস্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী ভোট বর্জন করেছেন।

জানা গেছে. চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় লেলাং ইউপি নির্বাচনে দুই সদস্য প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শফি (৫৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার লেলাং ইউপির ৮নং ওয়ার্ডের তোফায়েল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোরগ প্রতীকের প্রার্থী জামাল পাশা ও ফুটবল প্রতীকের প্রার্থী মুরাদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শফি নিহত হন। তবে নিহত শফি কার সমর্থক ছিলেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী বলেন, শফি উদ্দিনকে ছুরিকাঘাত করা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মত্যু হয়েছে। এছাড়া ফটিকছড়ির লেলাং ও কাঞ্চন নগর থেকে আহত অবস্থায় আরও ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে।

কক্সবাজারে নিহত ১

কক্সবাজার : কক্সবাজার সদরের খুরুশকুলের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপক্ষের সংঘর্ষে গুলাগুলি হয়। সেখানে আক্তারুজ্জামান পুতু নামের একজননের মৃত্যু হয়েছে। মৃত পুতু খুরুশকুল ১নং ওয়ার্ডের তালা মার্কার সমর্থক ছিল।

কক্সবাজার জেলা সদর হাসপাতালে একই ওয়ার্ডের আবু বক্কর ছিদ্দিকের সমর্থকরা চিকিৎসা করতে এলে সেখানেও সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চৌফলদ-িতেও বিক্ষিপ্তভাবে উত্তেজনার খবর পাওয়া গেছে।

যশোরের পুলিশের গাড়ি ভাঙচুর

বিচ্ছিন্ন সংঘর্ষে আহত ১৫

যশোর অফিস

যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নের ইউপি নির্বাচনে মাড়–য়া স্কুলকেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সঙ্গে নৌকার প্রার্থীর সমর্থকদের এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও অন্তত ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় কেন্দ্রে একঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।

আর ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা এবং দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের পৃথক সংঘর্ষে ১০ জন আহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে।

খুলনায় নারী প্রার্থীকে ছুরিকাঘাত

খুলনা : খুলনার ২৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের আফরোজা আক্তার মিতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে খর্নিয়া বাজার থেকে এক কিলোমিটার দূরত্বে এই ঘটনা ঘটে।

মিতার স্বামী রবিউল আলম বলেন, ভোট চলাকালীন কেন্দ্রে কেন্দ্রে ছুটে বেড়াচ্ছিলেন মিতা। দুপুর ২টার দিকে খর্নিয়া বাজার পার হয়ে সামনে যাচ্ছিলেন। তার বমি আসলে গাড়ি থেকে নামেন।

এ সময় হঠাৎ মোটরসাইকেলে দুইজন লোক আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা মিতাকে লাথি মেরে ফেলে দেয়। এরপর ছুরি দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়।

সাতক্ষীরায় আহত ১০

সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলায় নির্বাচনী সহিংসতায় চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার বৈকারী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরার বৈকারী ইউনিয়নের খলিলনগর কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান অসলেসহ ৭ জন আহত হয়েছেন। মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফার পোলিং এজেন্ট বের করে দেয়ার চেষ্টাকালে দুপক্ষের সংঘর্ষের সূত্রপাত হয়।

রংপুরের আ’লীগ

রংপুর : ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট চলাকালে দুপুর দেড়টার দিকে জাল ভোট দিতে এসে হাতেনাতে ধরা পড়েছে দুই আওয়ামী লীগ কর্মী। তাদের নাম মামুন ও রানা। দুজনের বাড়ি পার্শ্ববর্তী আদম গ্রামে। ওই ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ডা. মো. আলহাজ জানান, দুই যুবক জোর করে ভোটকেন্দ্রে এসে ব্যালট পেপার ছিঁড়ে সিল দিয়ে ভোট দেবার চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যরা তাকে আটক করে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বেগমগঞ্জে কেন্দ্র দখলের চেষ্টা, প্রার্থীসহ গুলিবিদ্ধ ৫

নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের ছোঁড়া রাবার বুলেটে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গুলিবিদ্ধ পাঁচজন হলেন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনিসুর রহমান, সাইফুল ইসলাম, আবদুস সবুর, মামুনুর রশিদ ও কামাল হোসেন। আটক দুজন হলেন প্রার্থী আনিসুরের ভাই আলী ও মোশাকপুর গ্রামের মিরাজ হোসেন। পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করে। তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার সময় আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমানের গায়ে ছররা গুলি লাগে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পরে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। আর আটক করা হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ভাইসহ আরও কজনকে।

শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ , ২৭ কার্তিক ১৪২৮ ৬ রবিউস সানি ১৪৪৩

সংঘাত-প্রাণহানিতে শেষ হলো ৮৩৫ ইউপি ভোট

নিহত ৭ : কেন্দ্র দখল, নৌকা ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব বার্তা পরিবেশক

হানাহানি, সংঘাত ও রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যদিয়ে শেষ হলো দশম ইউপি নিার্বচনের (ইউপি) দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) প্রত্যাশিত ‘উৎসবমুখর’ নির্বাচনে কেন্দ্র দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় ৩ জন, কুমিল্লার মেঘনা উপজেলায় ২ জন, চট্টগ্রামে একজন ও কক্সবাজারে একজন নিহত হয়েছেন। নৌকা ও বিদ্রোহী প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ হামলা সংঘর্ষে অনেকেই আহত হয়েছেন।

গতকাল সকাল ৮টা থেকে দেশের ৮৩৫টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনা। ভোট চলাকালীন ভোটকেন্দ্রে ঢুকে জোর করে ব্যালট পেপারে সিল মারা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দেয়াসহ সংঘর্ষের সূত্রপাত ঘটনা ঘটে। পরে কেন্দ্র দখলের লড়াইয়ে দেশি অস্ত্র নিয়ে সংঘাত ও গুলি বিনিময়ের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।

এর আগে বুধবার উৎসবমুখর পরিবেশে ভোট হবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কেএম নূরুল হুদা। ভোটে উত্তেজনাকর পরিস্থিতি প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেছিলেন তিনি। এসময় সিইসি বলেন, ‘ঘরে ঘরে মহল্লায় মহল্লায় পুলিশ দিয়ে পাহারা দিয়ে এ জাতীয় অপ্রীতিকর ঘটনা থামানো যায় না। এর একমাত্র উপায় হলো নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সহনশীলতা। নির্বাচনসুলভ আচরণ করতে হবে।’্ ইসি সচিব বলেছেন, উৎসব মুখর ও সুন্দর ভোট হয়েছে।

ভোটের সংঘাত নিয়ে ইসির কোন প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইউপি ভোটে ‘একটু ঝগড়াঝাটি’ হয়েই থাকে। গতকাল সচিবালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশের কাজটি পুলিশ করছে। আমাদের বিশাল এলাকা নিয়ে নির্বাচন হচ্ছে। এই ইউপি নির্বাচন এটা সবসময় আপনারা দেখে আসছেন, এটা গোষ্ঠী-গোষ্ঠীর নির্বাচন, আধিপত্যের নির্বাচন, এখানে সবসময়ই একটু ঝগড়াঝাটি হয়েই থাকে। যেটা হয়েছে বেশ কয়েকটি জায়গায় হতাহতের ঘটনা আমরা দেখছি।’ তিনি বলেন, ‘পুলিশ যথার্থভাবে চিহ্নিত করেছে, দোষীদের ইতিমধ্যে গ্রেপ্তার করে ফেলেছে। যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

দ্বিতীয় ধাপে ৮ হাজার ৪৯২টি ভোটকেন্দ্রের মধ্যে নানান অনিয়মের কারণে ১৬টি কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে। তবে সার্বিক তথ্য এলে এমন কেন্দ্রের সংখ্যা বাড়তে পারে বলে ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

নরসিংদীতে ৩ জন নিহত

নরসিংদী : কেন্দ্র দখল ও আধিপত্য বিস্তার নিয়ে রায়পুরার উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ীতে প্রতিপক্ষের হামলায় ৩ জন নিহত হয়েছে। গতকাল ভোরে বাঁশগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে সংহিসংতায় হতাহত হলেও বাঁশগাড়ীতে ভোট গ্রহণ চলছে।

নিহতরা বাঁশগাড়ী গ্রামের হিকিম মিয়ার ছেলে সালাউদ্দিন মিয়া (৪৫), একই এলাকার সিরাজ মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) ও হক মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৭) । এর মধ্যে সালাউদ্দিন ও জাহাঙ্গীর বাঁশগাড়ী ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাতুল হাসান জাকির সমর্থক। নিহত দুলাল বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আশ্রাফুল হকের সমর্থক।

এদিকে বেলা ১১টার দিকে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে জেলার রায়পুরা উপজেলা আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক সংঘর্ষ মারামারির ঘটনা ঘটে। এতে সাইফুল নামে এক জনের মাথা ফেটে যায় এবং বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে রায়পুরার চসুবুদ্ধি ইউনিয়নের মহিষবের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা, ব্যালট পেপার ও ব্যালট বক্স ছিনতাইয়ের অভিযোগে কেন্দ্রটি স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।

চসুবুদ্ধি ইউনিয়নের মহিষবের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সাড়ে ১১টায় আওয়ামী লীগের বিদ্রোহী খোরশেদ আলমের লোকজন টেঁটা, বল্লম, দুই শতাধিক লোক নিয়ে ক্রেন্দ্র দখল করে। ব্যালট পেপার লটু করে নেয়। এসময় কেন্দ্রে দায়িত্বে থাকা এসআই নিয়ায়েত আহত হয়। আনসার সদস্য কাউসার আহত হয়। পরে কেন্দ্র স্থগিত করে প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম।

চসুবুদ্ধি ইউনিয়নের মহিষবের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাডিং অফিসার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, অবস্থা খুবই খারাপ। শতশত লোক টেঁটা নিয়ে কেন্দ্রে হামলা করে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনিয়ে নেয়। জানমাল নিরাপত্তার স্বার্থে ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে কথা বলে কেন্দ্রটি স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।

বাঁশগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ মিয়া বলেন, নির্বাচনী সহিংসতায় একজন নিহতের কথা জানিয়েছেন।

এদিকে নরসিংদীর সদর উপজেলার ২টি ইউনিয়নে ও রায়পুরার ১০টি ইউনিয়নে বিভিন্ন কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জেলার নরসিংদী সদর ও রায়পুরা উপজেলার মোট ১২টি ইউনিয়নে চলছে এই ভোট গ্রহণ। এর মধ্যে রায়পুরায় ১০টি ও নরসিংদী সদরে ২টি ইউনিয়ন পরিষদের মোট ১১৫টি ভোটকেন্দ্রে ৫৩২টি ভোট কক্ষে ব্যালটের মধ্যমে চলছে ভোট গ্রহণ। নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬৪ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৫২ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কুমিল্লায় নিহত ২, আহত অর্ধশত

কুমিল্লা : কুমিল্লায় কয়েকটি কেন্দ্রে বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি, টিয়ারশেল নিক্ষেপসহ সহিংসতার ঘটনা ঘটে। এতে সহিংসতায় মেঘনা উপজেলায় শাওন আহমেদ (৩০) ও সানাউল্লাহ ঢালি (৬০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। নিহত শাওন আহমেদ মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের ভল্লবেরকান্দি গ্রামের মোবারক হোসেনের ছেলে এবং সানাউল্লাহ ঢালি ভাওরখোলা ইউনিয়নের খিরারচর গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে। এছাড়া দুই উপজেলায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা উপজেলার আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আধিপত্য নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ হামলা, সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি চালায়।

চট্টগ্রামে সংঘর্ষ-হামলা নিহত-১

নিরুপম দাশগুপ্ত, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হামলা ও দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়েছেন ৩ জন। ফটিকছড়িতে ১ জন নিহত হয়েছে। সীতাকু-ে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। অন্যদিকে মিরসরাইয়ের ১২ নং খৈয়াছরা ইউনিয়নের ঘোড়া প্রতীকের সতস্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী ভোট বর্জন করেছেন।

জানা গেছে. চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় লেলাং ইউপি নির্বাচনে দুই সদস্য প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শফি (৫৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার লেলাং ইউপির ৮নং ওয়ার্ডের তোফায়েল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোরগ প্রতীকের প্রার্থী জামাল পাশা ও ফুটবল প্রতীকের প্রার্থী মুরাদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শফি নিহত হন। তবে নিহত শফি কার সমর্থক ছিলেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী বলেন, শফি উদ্দিনকে ছুরিকাঘাত করা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মত্যু হয়েছে। এছাড়া ফটিকছড়ির লেলাং ও কাঞ্চন নগর থেকে আহত অবস্থায় আরও ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে।

কক্সবাজারে নিহত ১

কক্সবাজার : কক্সবাজার সদরের খুরুশকুলের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপক্ষের সংঘর্ষে গুলাগুলি হয়। সেখানে আক্তারুজ্জামান পুতু নামের একজননের মৃত্যু হয়েছে। মৃত পুতু খুরুশকুল ১নং ওয়ার্ডের তালা মার্কার সমর্থক ছিল।

কক্সবাজার জেলা সদর হাসপাতালে একই ওয়ার্ডের আবু বক্কর ছিদ্দিকের সমর্থকরা চিকিৎসা করতে এলে সেখানেও সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চৌফলদ-িতেও বিক্ষিপ্তভাবে উত্তেজনার খবর পাওয়া গেছে।

যশোরের পুলিশের গাড়ি ভাঙচুর

বিচ্ছিন্ন সংঘর্ষে আহত ১৫

যশোর অফিস

যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নের ইউপি নির্বাচনে মাড়–য়া স্কুলকেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সঙ্গে নৌকার প্রার্থীর সমর্থকদের এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও অন্তত ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় কেন্দ্রে একঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।

আর ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা এবং দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের পৃথক সংঘর্ষে ১০ জন আহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে।

খুলনায় নারী প্রার্থীকে ছুরিকাঘাত

খুলনা : খুলনার ২৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের আফরোজা আক্তার মিতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে খর্নিয়া বাজার থেকে এক কিলোমিটার দূরত্বে এই ঘটনা ঘটে।

মিতার স্বামী রবিউল আলম বলেন, ভোট চলাকালীন কেন্দ্রে কেন্দ্রে ছুটে বেড়াচ্ছিলেন মিতা। দুপুর ২টার দিকে খর্নিয়া বাজার পার হয়ে সামনে যাচ্ছিলেন। তার বমি আসলে গাড়ি থেকে নামেন।

এ সময় হঠাৎ মোটরসাইকেলে দুইজন লোক আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা মিতাকে লাথি মেরে ফেলে দেয়। এরপর ছুরি দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়।

সাতক্ষীরায় আহত ১০

সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলায় নির্বাচনী সহিংসতায় চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার বৈকারী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরার বৈকারী ইউনিয়নের খলিলনগর কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান অসলেসহ ৭ জন আহত হয়েছেন। মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফার পোলিং এজেন্ট বের করে দেয়ার চেষ্টাকালে দুপক্ষের সংঘর্ষের সূত্রপাত হয়।

রংপুরের আ’লীগ

রংপুর : ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট চলাকালে দুপুর দেড়টার দিকে জাল ভোট দিতে এসে হাতেনাতে ধরা পড়েছে দুই আওয়ামী লীগ কর্মী। তাদের নাম মামুন ও রানা। দুজনের বাড়ি পার্শ্ববর্তী আদম গ্রামে। ওই ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ডা. মো. আলহাজ জানান, দুই যুবক জোর করে ভোটকেন্দ্রে এসে ব্যালট পেপার ছিঁড়ে সিল দিয়ে ভোট দেবার চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যরা তাকে আটক করে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বেগমগঞ্জে কেন্দ্র দখলের চেষ্টা, প্রার্থীসহ গুলিবিদ্ধ ৫

নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের ছোঁড়া রাবার বুলেটে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গুলিবিদ্ধ পাঁচজন হলেন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনিসুর রহমান, সাইফুল ইসলাম, আবদুস সবুর, মামুনুর রশিদ ও কামাল হোসেন। আটক দুজন হলেন প্রার্থী আনিসুরের ভাই আলী ও মোশাকপুর গ্রামের মিরাজ হোসেন। পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করে। তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার সময় আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমানের গায়ে ছররা গুলি লাগে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পরে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। আর আটক করা হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ভাইসহ আরও কজনকে।