আসামে পূজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। নিহতরা সবাই অটোরিকশায় আরোহী ছিলেন। ধর্মীয় উৎসব ছট পূজা শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় তারা নিহত হয়। আসাম-ত্রিপুরা সীমান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশে সূত্রে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমগুলো বলছে, ছটপূজা সেরে ফেরার পথে আসামের করিমগঞ্জের পাথরখা-িতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই নিহত হন ৯ জন। পরে হাসপাতালে মারা যান আরও ১ জন। ঘটনাস্থলে নিহতদের মধ্যে ৩ জন শিশু। তবে এনডিটিভি বলছে, নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, ৫ জন নারী এবং ২ জন শিশু।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য সেগুলো হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ , ২৭ কার্তিক ১৪২৮ ৬ রবিউস সানি ১৪৪৩

আসামে পূজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। নিহতরা সবাই অটোরিকশায় আরোহী ছিলেন। ধর্মীয় উৎসব ছট পূজা শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় তারা নিহত হয়। আসাম-ত্রিপুরা সীমান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশে সূত্রে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমগুলো বলছে, ছটপূজা সেরে ফেরার পথে আসামের করিমগঞ্জের পাথরখা-িতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই নিহত হন ৯ জন। পরে হাসপাতালে মারা যান আরও ১ জন। ঘটনাস্থলে নিহতদের মধ্যে ৩ জন শিশু। তবে এনডিটিভি বলছে, নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, ৫ জন নারী এবং ২ জন শিশু।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য সেগুলো হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।