ইকুরিয়ার এবং ওম্যান অ্যান্ড ই-কমার্স (উই) ফোরামের মধ্যে চুক্তি স্বাক্ষর

ডিজিটাল কুরিয়ার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইকুরিয়ার এবং বাংলাদেশের মহিলা উদ্যোক্তাদের নিয়ে তৈরি জনপ্রিয় দেশীয় পণ্যের অনলাইন সেলিং গ্রুপ ওম্যান অ্যান্ড ই-কমার্সের (উই) মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উই এর অফিসে অনুষ্ঠিত এই চুক্তির ফলে এখন থেকে আগামী ২ বছর বাংলাদেশের প্রতিটি প্রান্তে গ্রাহকের হাতে উই গ্রুপের সব উদ্যোক্তাদের দেশীয় নানা ধরনের পণ্য পৌঁছে দেবে ইকুরিয়ার।

অনুষ্ঠানে ইকুরিয়ারের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব জি রাহুল, ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মো. জাহিদুল ইসলাম ও সিনিয়র এক্সিকিউটিভ (বিজনেস ডেভেলপমেন্ট) উর্মি আক্তার এবং উই এর পক্ষে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, সদস্য জাহানূর কবির সাকিব এবং ঈমানা হক জ্যোতি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইকুরিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব জি রাহুল বলেন, ‘আমরা শুধু একটি প্রডাক্টকেই গ্রাহকের হাতে পৌঁছে দেই না, আমরা বিশ^াস করি, আমরা গ্রাহক ও প্রেরকের সঙ্গে মিশে থাকা অনুভূতিকে পৌঁছে দেই স্বযতেœ। আর তাই, প্রডাক্টের সুরক্ষার দায়িত্বটা আমাদেরই। এখন থেকে আমরা উই এর সব পণ্য পৌঁছে দেব দেশের যে কোন প্রান্তে।’ সংবাদ বিজ্ঞপ্তি।

শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ , ২৭ কার্তিক ১৪২৮ ৬ রবিউস সানি ১৪৪৩

ইকুরিয়ার এবং ওম্যান অ্যান্ড ই-কমার্স (উই) ফোরামের মধ্যে চুক্তি স্বাক্ষর

image

ডিজিটাল কুরিয়ার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইকুরিয়ার এবং বাংলাদেশের মহিলা উদ্যোক্তাদের নিয়ে তৈরি জনপ্রিয় দেশীয় পণ্যের অনলাইন সেলিং গ্রুপ ওম্যান অ্যান্ড ই-কমার্সের (উই) মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উই এর অফিসে অনুষ্ঠিত এই চুক্তির ফলে এখন থেকে আগামী ২ বছর বাংলাদেশের প্রতিটি প্রান্তে গ্রাহকের হাতে উই গ্রুপের সব উদ্যোক্তাদের দেশীয় নানা ধরনের পণ্য পৌঁছে দেবে ইকুরিয়ার।

অনুষ্ঠানে ইকুরিয়ারের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব জি রাহুল, ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মো. জাহিদুল ইসলাম ও সিনিয়র এক্সিকিউটিভ (বিজনেস ডেভেলপমেন্ট) উর্মি আক্তার এবং উই এর পক্ষে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, সদস্য জাহানূর কবির সাকিব এবং ঈমানা হক জ্যোতি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইকুরিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব জি রাহুল বলেন, ‘আমরা শুধু একটি প্রডাক্টকেই গ্রাহকের হাতে পৌঁছে দেই না, আমরা বিশ^াস করি, আমরা গ্রাহক ও প্রেরকের সঙ্গে মিশে থাকা অনুভূতিকে পৌঁছে দেই স্বযতেœ। আর তাই, প্রডাক্টের সুরক্ষার দায়িত্বটা আমাদেরই। এখন থেকে আমরা উই এর সব পণ্য পৌঁছে দেব দেশের যে কোন প্রান্তে।’ সংবাদ বিজ্ঞপ্তি।