অ্যাপসায় বাজিমাত ‘রেহানা মরিয়ম নূর’ ও বাঁধন

‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে কান মাতিয়ে আসার পর এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) বাজিমাত করেছে বাংলাদেশের ‘রেহানা’। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির ঠিক এক দিন আগে এ সুখবর এলো।

গতকাল অস্ট্রেলিয়ার ব্রিসবেন সিটি কাউন্সিলের এই পুরস্কার পাওয়ার ঘোষণা আয়োজকদের ফেইসবুক পাতায় জানানো হয়। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে অ্যাপসার উৎসবের ১৪তম আয়োজনে সিনেমাটি যৌথভাবে দ্বিতীয় শ্রেষ্ঠ পুরস্কার গ্র্যান্ড জুরি প্রাইজ জিতেছে সিনেমাটির নির্মাতা আবদুল্লাহ মোহম্মদ সাদ। এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্র্যান্ড জুরি। এ শাখায় এশিয়ার বাঘা বাঘা নির্মাতার সিনেমা প্রতিযোগিতা করে। একই সঙ্গে সিনেমাটির অভিনেত্রী আজমেরী হক বাঁধন জয় করেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

এবার সেরা অভিনেত্রী শাখায় মনোনয়ন পান ইসরায়েল, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াসহ পাঁচ দেশের অভিনেত্রী। এ প্রতিযোগিতায় এবার সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেছেন ‘রেহানা’ চরিত্রের অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

কুইন্সল্যান্ডের একটি হোটেলে এক অনুষ্ঠানে এই পুরস্কারের চতুর্দশ আসরে বিজয়ীদের নাম ঘোষণা দেয়া হয়।

ভ্যারাইটি সূত্রে জানা যায়, বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা সাদ রেহানা মরিয়ম নূরের জন্য জুরি গ্র্যান্ড প্রাইজ পেয়েছেন। তার যৌথভাবে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ‘দ্য ড্রোভারস ওয়াইফ দ্য লেজেন্ড অব মলি জনসন’-এর নির্মাতা লেহ পারসেল।

রেহানা মরিয়ম নূরের মূল চরিত্রে অভিনয়ের জন্য এবারের আসরের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বাঁধন।

এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কারটি পেয়েছে জাপানি চলচ্চিত্র ‘ড্রাইভ মাই কার’। এটির নির্মাতা হামাগুচি রিউসুকে।

ইরানের অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা আসগর ফরহাদি ‘অ্যাচিভমেন্ট ইন ডিরেকটিং’ পুরস্কার পেয়েছেন ‘আ হিরো’র জন্য।

এশিয়ার ২৫টি দেশ এ আয়োজনে অংশ নেয়। এ বছর চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল ৩৮টি সিনেমা। এ বছর ১১টি দেশের ১০টি সিনেমাকে পুরস্কার দেয়া হয়।

image
আরও খবর
তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে সজাগ থাকতে হবে : রাষ্ট্রপতি
বাংলাদেশ-ফ্রান্স তিন চুক্তি সই
প্রতিশ্রুত তহবিলের খসড়ায় পথরেখা না থাকায় টিআইবির উদ্বেগ
বকশিশ লোভী সেই হাসপাতাল কর্মচারী আসাদুল ঢাকায় গ্রেপ্তার
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত রাজনৈতিক, বললেন সচিব
জামায়াত নেতা খালেকসহ দু’জনের রায় যে কোনদিন
জড়িত আরও ৩ জন গ্রেপ্তার, জনতা ও রূপালী ব্যাংকের ৪ কর্মকর্তা বরখাস্ত
ঢাকায় স্কুলে ভর্তি শুরু ২৫ নভেম্বর
এবারও বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ যোগী আদিত্যনাথ, কংগ্রেসের প্রিয়াঙ্কা
বিষেভরা ‘বিষমুক্ত’ সবজি
নষ্ট রাজনীতির হোতা বিএনপি : সেতুমন্ত্রী
বিএনপির পঞ্চাশোর্ধ্ব বেশিরভাগ নেতা বীর মুক্তিযোদ্ধা : ফখরুল

শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ , ২৭ কার্তিক ১৪২৮ ৬ রবিউস সানি ১৪৪৩

অ্যাপসায় বাজিমাত ‘রেহানা মরিয়ম নূর’ ও বাঁধন

বিনোদন ডেস্ক

image

‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে কান মাতিয়ে আসার পর এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) বাজিমাত করেছে বাংলাদেশের ‘রেহানা’। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির ঠিক এক দিন আগে এ সুখবর এলো।

গতকাল অস্ট্রেলিয়ার ব্রিসবেন সিটি কাউন্সিলের এই পুরস্কার পাওয়ার ঘোষণা আয়োজকদের ফেইসবুক পাতায় জানানো হয়। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে অ্যাপসার উৎসবের ১৪তম আয়োজনে সিনেমাটি যৌথভাবে দ্বিতীয় শ্রেষ্ঠ পুরস্কার গ্র্যান্ড জুরি প্রাইজ জিতেছে সিনেমাটির নির্মাতা আবদুল্লাহ মোহম্মদ সাদ। এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্র্যান্ড জুরি। এ শাখায় এশিয়ার বাঘা বাঘা নির্মাতার সিনেমা প্রতিযোগিতা করে। একই সঙ্গে সিনেমাটির অভিনেত্রী আজমেরী হক বাঁধন জয় করেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

এবার সেরা অভিনেত্রী শাখায় মনোনয়ন পান ইসরায়েল, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াসহ পাঁচ দেশের অভিনেত্রী। এ প্রতিযোগিতায় এবার সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেছেন ‘রেহানা’ চরিত্রের অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

কুইন্সল্যান্ডের একটি হোটেলে এক অনুষ্ঠানে এই পুরস্কারের চতুর্দশ আসরে বিজয়ীদের নাম ঘোষণা দেয়া হয়।

ভ্যারাইটি সূত্রে জানা যায়, বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা সাদ রেহানা মরিয়ম নূরের জন্য জুরি গ্র্যান্ড প্রাইজ পেয়েছেন। তার যৌথভাবে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ‘দ্য ড্রোভারস ওয়াইফ দ্য লেজেন্ড অব মলি জনসন’-এর নির্মাতা লেহ পারসেল।

রেহানা মরিয়ম নূরের মূল চরিত্রে অভিনয়ের জন্য এবারের আসরের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বাঁধন।

এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কারটি পেয়েছে জাপানি চলচ্চিত্র ‘ড্রাইভ মাই কার’। এটির নির্মাতা হামাগুচি রিউসুকে।

ইরানের অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা আসগর ফরহাদি ‘অ্যাচিভমেন্ট ইন ডিরেকটিং’ পুরস্কার পেয়েছেন ‘আ হিরো’র জন্য।

এশিয়ার ২৫টি দেশ এ আয়োজনে অংশ নেয়। এ বছর চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল ৩৮টি সিনেমা। এ বছর ১১টি দেশের ১০টি সিনেমাকে পুরস্কার দেয়া হয়।