রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে জনতা ব্যাংকের সিনিয়র অফিসারসহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- জনতা ব্যাংকের সিনিয়র অফিসার এমদাদুল হক খোকন, সোহেল রানা ও ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী এ বি জাহিদ। গতকাল দুপুরে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি জানান, ডিএমপির ডিবি তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শাহদাত হোসেন সোমা। তিনি বলেন, গত বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়। আরও দু’জন আমাদের হেফাজতে রয়েছে। তারা এ মামলার প্রধান সাক্ষী।
এদিকে সরকারি পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ায় রাষ্ট্রায়ত্ত জনতা ও রূপালী ব্যাংকের চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গতকাল ব্যাংক দু’টির সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য জানান। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হ?লেন, রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার জানে আলম মিলন, জনতা ব্যাংকের গুলশান শাখার কর্মকর্তা শামসুল হক শ্যামল, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার এমদাদুল হক খোকন ও সোহেল রানা।
মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও জোনাল টিমের অভিযানে প্রথমে গ্রেপ্তার হন জনতা ব্যাংকের গুলশান শাখার কর্মকর্তা শামসুল হক শ্যামল এবং রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার জানে আলম মিলন। এরপর জনতা ব্যাংকের সিনিয়র অফিসার সোহেল রানা ও এমদাদুল হক খোকনকে গ্রেপ্তার করে গোয়েন্দা টিম।
জনতা ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তারকৃত তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তবে, বরখাস্ত করার বিষ?য়ে কিছু নিয়ম-নীতি রয়েছে। সংশ্লিষ্ট বিভাগ এ নি?য়ে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। রূপালী ব্যাংকের সং?শ্লিষ্ট কর্মকর্তা জানান, কেউ যদি এ ধর?নের অপরাধ করেন, তবে নিয়ম অনুযায়ী তিনি স?ঙ্গে সঙ্গে বরখাস্ত হ?য়ে যান।
এর আগে, গত বুধবার একই অভি?যো?গে পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. মোস্তাফিজুর রহমানকে বরখাস্ত করা হয়। পূবালী ব্যাংকের ওই কর্মকর্তা ব্যাংকের রাজধানীর ইমামগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। তা?কেও পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেপ্তার করেছে। বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে।
শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ , ২৭ কার্তিক ১৪২৮ ৬ রবিউস সানি ১৪৪৩
নিজস্ব বার্তা পরিবেশক
রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে জনতা ব্যাংকের সিনিয়র অফিসারসহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- জনতা ব্যাংকের সিনিয়র অফিসার এমদাদুল হক খোকন, সোহেল রানা ও ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী এ বি জাহিদ। গতকাল দুপুরে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি জানান, ডিএমপির ডিবি তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শাহদাত হোসেন সোমা। তিনি বলেন, গত বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়। আরও দু’জন আমাদের হেফাজতে রয়েছে। তারা এ মামলার প্রধান সাক্ষী।
এদিকে সরকারি পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ায় রাষ্ট্রায়ত্ত জনতা ও রূপালী ব্যাংকের চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গতকাল ব্যাংক দু’টির সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য জানান। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হ?লেন, রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার জানে আলম মিলন, জনতা ব্যাংকের গুলশান শাখার কর্মকর্তা শামসুল হক শ্যামল, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার এমদাদুল হক খোকন ও সোহেল রানা।
মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও জোনাল টিমের অভিযানে প্রথমে গ্রেপ্তার হন জনতা ব্যাংকের গুলশান শাখার কর্মকর্তা শামসুল হক শ্যামল এবং রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার জানে আলম মিলন। এরপর জনতা ব্যাংকের সিনিয়র অফিসার সোহেল রানা ও এমদাদুল হক খোকনকে গ্রেপ্তার করে গোয়েন্দা টিম।
জনতা ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তারকৃত তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তবে, বরখাস্ত করার বিষ?য়ে কিছু নিয়ম-নীতি রয়েছে। সংশ্লিষ্ট বিভাগ এ নি?য়ে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। রূপালী ব্যাংকের সং?শ্লিষ্ট কর্মকর্তা জানান, কেউ যদি এ ধর?নের অপরাধ করেন, তবে নিয়ম অনুযায়ী তিনি স?ঙ্গে সঙ্গে বরখাস্ত হ?য়ে যান।
এর আগে, গত বুধবার একই অভি?যো?গে পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. মোস্তাফিজুর রহমানকে বরখাস্ত করা হয়। পূবালী ব্যাংকের ওই কর্মকর্তা ব্যাংকের রাজধানীর ইমামগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। তা?কেও পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেপ্তার করেছে। বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে।