প্রয়োজনে দলের মধ্যেও দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে যুবলীগ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, দেশের অবকাঠামো ও উন্নয়নমূলক প্রকল্পগুলোতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে যুবলীগের ভূমিকা রাখা দরকার। প্রয়োজনে দলের মধ্যেও যেকোন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবে আওয়ামী যুবলীগ।

গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা, কর্মচিত্র প্রদর্শনী ও তৃতীয় ধাপে আশ্রয় প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংগঠনটির সাবেক চেয়ারম্যান আমির হোসেন আমু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সংগঠনটির আরেক সাবেক চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ‘বঙ্গবন্ধুকন্যার জনপ্রিয়তা এবং রাজনৈতিক দূরদর্শিতার কারণে ১৩ বছর ধরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে আমরা উন্নয়নশীল দেশ হিসেবেও মর্যাদা পেয়েছি। এই নতুন বাস্তবতায় আমাদের দায়িত্ব ও ভূমিকা অনেক গুণ বেড়ে গেছে। ঐতিহাসিকভাবে যুবলীগ সবসময় বিভিন্ন অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে ভূমিকা রেখেছে।’

দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যুবলীগ নেতাকর্মীদের জোর দেয়ার আহ্বান জানিয়ে শেখ পরশ বলেন, ‘আমার পিতা যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি অনেক স্বপ্ন নিয়ে এই সংগঠনটি বঙ্গবন্ধুর নির্দেশে সৃষ্টি করেছিলেন। তিনিও চেয়েছিলেন একটা ন্যায় ও সমতার ভিত্তিতে সমাজ ব্যবস্থা গঠন হোক। যেই সমাজ ব্যবস্থা গঠনে বাংলার যুবসমাজ একাধারে কারিগর হিসেবে ভূমিকা রাখবে এবং একইসঙ্গে সমাজব্যবস্থার রক্ষক হিসেবেও ভূমিকা রাখবে।’

শেখ পরশ বলেন, ‘কাউকে কোন অত্যাচার-নির্যাতন করা যাবে না। আমরা উগ্রবাদী মৌলবাদী শক্তিকে প্রতিহত করব এবং যখনই এরা মাথাচাড়া দিয়ে উঠবে তখনি তাদের ঘায়েল করতে হবে। এটা যেকোন সভ্য সমাজের সব নাগরিকের দায়িত্ব।’

সংগঠনটি ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোর ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পরে সকাল সাড়ে ৮টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা এবং সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিসহ পঁচাত্তরের ১৫ আগস্ট নিহত সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ এবং মোনাজাত হয়। এছাড়া বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

image

যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা -সংবাদ

আরও খবর

শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ , ২৭ কার্তিক ১৪২৮ ৬ রবিউস সানি ১৪৪৩

প্রয়োজনে দলের মধ্যেও দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে যুবলীগ

নিজস্ব বার্তা পরিবেশক

image

যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা -সংবাদ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, দেশের অবকাঠামো ও উন্নয়নমূলক প্রকল্পগুলোতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে যুবলীগের ভূমিকা রাখা দরকার। প্রয়োজনে দলের মধ্যেও যেকোন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবে আওয়ামী যুবলীগ।

গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা, কর্মচিত্র প্রদর্শনী ও তৃতীয় ধাপে আশ্রয় প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংগঠনটির সাবেক চেয়ারম্যান আমির হোসেন আমু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সংগঠনটির আরেক সাবেক চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ‘বঙ্গবন্ধুকন্যার জনপ্রিয়তা এবং রাজনৈতিক দূরদর্শিতার কারণে ১৩ বছর ধরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে আমরা উন্নয়নশীল দেশ হিসেবেও মর্যাদা পেয়েছি। এই নতুন বাস্তবতায় আমাদের দায়িত্ব ও ভূমিকা অনেক গুণ বেড়ে গেছে। ঐতিহাসিকভাবে যুবলীগ সবসময় বিভিন্ন অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে ভূমিকা রেখেছে।’

দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যুবলীগ নেতাকর্মীদের জোর দেয়ার আহ্বান জানিয়ে শেখ পরশ বলেন, ‘আমার পিতা যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি অনেক স্বপ্ন নিয়ে এই সংগঠনটি বঙ্গবন্ধুর নির্দেশে সৃষ্টি করেছিলেন। তিনিও চেয়েছিলেন একটা ন্যায় ও সমতার ভিত্তিতে সমাজ ব্যবস্থা গঠন হোক। যেই সমাজ ব্যবস্থা গঠনে বাংলার যুবসমাজ একাধারে কারিগর হিসেবে ভূমিকা রাখবে এবং একইসঙ্গে সমাজব্যবস্থার রক্ষক হিসেবেও ভূমিকা রাখবে।’

শেখ পরশ বলেন, ‘কাউকে কোন অত্যাচার-নির্যাতন করা যাবে না। আমরা উগ্রবাদী মৌলবাদী শক্তিকে প্রতিহত করব এবং যখনই এরা মাথাচাড়া দিয়ে উঠবে তখনি তাদের ঘায়েল করতে হবে। এটা যেকোন সভ্য সমাজের সব নাগরিকের দায়িত্ব।’

সংগঠনটি ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোর ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পরে সকাল সাড়ে ৮টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা এবং সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিসহ পঁচাত্তরের ১৫ আগস্ট নিহত সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ এবং মোনাজাত হয়। এছাড়া বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।