এমন হার মেনে নেয়া কঠিন : মরগান

সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে শিরোপা জয়ে অন্যতম ফেবারিট ইংল্যান্ড। প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের ১৬৬/৪ রানের জবাবে ইনিংসের ১৭ থেকে ১৯তম ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে দুর্দান্ত জয়ে ফাইনালে পা রাখে নিউজিল্যান্ড। এজন্য নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ও জেমস নিমামকে কৃতিত্ব দিয়েছেন ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়া অধিনায়ক ইয়োইন মরগান। ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ইংল্যান্ডের হয়ে অধিনায়কত্ব চালিয়ে যাবেন মরগান। তিনি জানান, দলে এখন তিনি অবদান রাখতে পারছেন। ইংল্যান্ডের অধিনায়ক হতে পেরে নিজেকে গর্বিতও মনে করছেন।

নিউজিল্যান্ডের কাছে হারের পরও অধিনায়কত্ব করবেন কি না, এমন প্রশ্নের জবাবে মরগান বলেন, ‘দলে এখনও যথেষ্ট অবদান রাখছি আমি। ইংল্যান্ডের ড্রেসিং রুমে থাকতে, এই দলের হয়ে খেলাটা আমি এখনও উপভোগ করছি। ছেলেরা সবটুকু উজাড় করে দিয়েছে। মাঠের ভেতরে-বাইরে বদলের পেছনে তাদের অবদান বেশি। গর্ব করার মতো অনেক কিছুই আছে আমাদের। এই দলের নেতা হিসেবে আমি অবিশ্বাস্য রকম গর্বিত।’

সেমির ম্যাচ হেরে হতাশা মরগান। উইকেট পক্ষে না থাকলেও, ভালো লড়াই করেছেন বলে জানান ইংল্যান্ড অধিনায়ক, ‘আমরা বিধ্বস্ত। কঠিন লড়াইয়ের পরও এক ম্যাচে হার, মেনে নেয়া কঠিন। এমন এক উইকেটে আমরা আজকে দারুণ লড়েছি, যা আমাদের ব্যাটিংয়ের সঙ্গে মানানসই নয়। তারপরও আমরা ভালো স্কোর গড়ি, বল হাতেও দুর্দান্ত ছিলাম।’

১৬তম ওভারে উইকেটে এসে ১১ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন নিউজিল্যান্ডের নিশাম। এটিই ম্যাচের গতিপথ গড়ে দেয় বলে জানান মরগান। তিনি বলেন, ‘নিশাম উইকেটে আসার আগ পর্যন্ত সম্ভবত আমরাই এগিয়ে ছিলাম। পুরো ম্যাচ জুড়ে দুই দলের খেলোয়াড়রা বল সীমানা ছাড়া করতে বেগ পেয়েছে। কারণ পিচই ওমনই ছিল। সেখানে নিশাম অসাধারণ খেলেছে। আজ খুব একটা নিজেদের ভুল দেখি না আমি। লড়াইয়ের কমতি ছিল না।’

শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ , ২৭ কার্তিক ১৪২৮ ৬ রবিউস সানি ১৪৪৩

এমন হার মেনে নেয়া কঠিন : মরগান

সংবাদ স্পোর্টস ডেস্ক

সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে শিরোপা জয়ে অন্যতম ফেবারিট ইংল্যান্ড। প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের ১৬৬/৪ রানের জবাবে ইনিংসের ১৭ থেকে ১৯তম ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে দুর্দান্ত জয়ে ফাইনালে পা রাখে নিউজিল্যান্ড। এজন্য নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ও জেমস নিমামকে কৃতিত্ব দিয়েছেন ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়া অধিনায়ক ইয়োইন মরগান। ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ইংল্যান্ডের হয়ে অধিনায়কত্ব চালিয়ে যাবেন মরগান। তিনি জানান, দলে এখন তিনি অবদান রাখতে পারছেন। ইংল্যান্ডের অধিনায়ক হতে পেরে নিজেকে গর্বিতও মনে করছেন।

নিউজিল্যান্ডের কাছে হারের পরও অধিনায়কত্ব করবেন কি না, এমন প্রশ্নের জবাবে মরগান বলেন, ‘দলে এখনও যথেষ্ট অবদান রাখছি আমি। ইংল্যান্ডের ড্রেসিং রুমে থাকতে, এই দলের হয়ে খেলাটা আমি এখনও উপভোগ করছি। ছেলেরা সবটুকু উজাড় করে দিয়েছে। মাঠের ভেতরে-বাইরে বদলের পেছনে তাদের অবদান বেশি। গর্ব করার মতো অনেক কিছুই আছে আমাদের। এই দলের নেতা হিসেবে আমি অবিশ্বাস্য রকম গর্বিত।’

সেমির ম্যাচ হেরে হতাশা মরগান। উইকেট পক্ষে না থাকলেও, ভালো লড়াই করেছেন বলে জানান ইংল্যান্ড অধিনায়ক, ‘আমরা বিধ্বস্ত। কঠিন লড়াইয়ের পরও এক ম্যাচে হার, মেনে নেয়া কঠিন। এমন এক উইকেটে আমরা আজকে দারুণ লড়েছি, যা আমাদের ব্যাটিংয়ের সঙ্গে মানানসই নয়। তারপরও আমরা ভালো স্কোর গড়ি, বল হাতেও দুর্দান্ত ছিলাম।’

১৬তম ওভারে উইকেটে এসে ১১ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন নিউজিল্যান্ডের নিশাম। এটিই ম্যাচের গতিপথ গড়ে দেয় বলে জানান মরগান। তিনি বলেন, ‘নিশাম উইকেটে আসার আগ পর্যন্ত সম্ভবত আমরাই এগিয়ে ছিলাম। পুরো ম্যাচ জুড়ে দুই দলের খেলোয়াড়রা বল সীমানা ছাড়া করতে বেগ পেয়েছে। কারণ পিচই ওমনই ছিল। সেখানে নিশাম অসাধারণ খেলেছে। আজ খুব একটা নিজেদের ভুল দেখি না আমি। লড়াইয়ের কমতি ছিল না।’