নির্লিপ্ত নিশাম বললেন কাজ শেষ হয়নি

হারের চোখ রাঙানি ছিল। সেখান থেকে এলো রোমাঞ্চকর জয়। যেখানে জিমি নিশাম নিজে গিয়েই তৈরি করে আসেন জয়ের পথ। অথচ ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয়ে ফাইনাল নিশ্চিতের পরও নির্লিপ্ত নিশাম! ড্যারেল মিচেলের শট সীমানা ছাড়াতেই দলের সবাই উল্লাসে ফেটে পড়লেও চেয়ারে চুপচাপ বসে রইলেন এই অলরাউন্ডার। কিন্তু কেন? নিশাম নিজেই ব্যাখ্যা করেছেন কারণটা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মিচেলের উইনিং শটের পর কিউইদের ডাগ আউটে চলছে আনন্দ-উৎসব। উল্লাসে লাফিয়ে উঠছেন খেলোয়াড়রা। কিন্তু এসবের মাঝে চুপচাপ গা এলিয়ে বসে আছেন নিশাম। যেন কিছুই হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই প্রশ্ন ওঠে, কেন এমন জয়ের পরও নির্লিপ্ত নিশাম? ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর টুইটের জবাবে ব্যাখ্যা দিয়েছেন নিশাম। তার টুইট, ‘কাজ কি শেষ হয়েছে? আমার মনে হয় না।’ নিশাম বোঝাতে চেয়েছেন, কেবল ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড, শিরোপা তো আর জেতা হয়নি।

অবিশ্বাস্য জয়ে ফাইনাল নিশ্চিত, এটাও কি কম প্রাপ্তি? অন্য সবার কাছে বেশি মনে হলেও নিশামের কাছে নয়। কারণ ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে উঠেও হারতে হয়েছিল ইংল্যান্ডের কাছে। ওই ফাইনালে মূল ম্যাচের পর সুপার ওভারও টাই হয়। পরবর্তীতে বেশি বাউন্ডারি মারায় চ্যাম্পিয়ন হয় ইংলিশরা। ওই দুঃখ এখনও টাটকা নিশামের মনে। তাই শিরোপা জিতেই হয়তো উল্লাস করতে চাইছেন এই অলরাউন্ডার।

শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ , ২৭ কার্তিক ১৪২৮ ৬ রবিউস সানি ১৪৪৩

নির্লিপ্ত নিশাম বললেন কাজ শেষ হয়নি

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

হারের চোখ রাঙানি ছিল। সেখান থেকে এলো রোমাঞ্চকর জয়। যেখানে জিমি নিশাম নিজে গিয়েই তৈরি করে আসেন জয়ের পথ। অথচ ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয়ে ফাইনাল নিশ্চিতের পরও নির্লিপ্ত নিশাম! ড্যারেল মিচেলের শট সীমানা ছাড়াতেই দলের সবাই উল্লাসে ফেটে পড়লেও চেয়ারে চুপচাপ বসে রইলেন এই অলরাউন্ডার। কিন্তু কেন? নিশাম নিজেই ব্যাখ্যা করেছেন কারণটা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মিচেলের উইনিং শটের পর কিউইদের ডাগ আউটে চলছে আনন্দ-উৎসব। উল্লাসে লাফিয়ে উঠছেন খেলোয়াড়রা। কিন্তু এসবের মাঝে চুপচাপ গা এলিয়ে বসে আছেন নিশাম। যেন কিছুই হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই প্রশ্ন ওঠে, কেন এমন জয়ের পরও নির্লিপ্ত নিশাম? ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর টুইটের জবাবে ব্যাখ্যা দিয়েছেন নিশাম। তার টুইট, ‘কাজ কি শেষ হয়েছে? আমার মনে হয় না।’ নিশাম বোঝাতে চেয়েছেন, কেবল ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড, শিরোপা তো আর জেতা হয়নি।

অবিশ্বাস্য জয়ে ফাইনাল নিশ্চিত, এটাও কি কম প্রাপ্তি? অন্য সবার কাছে বেশি মনে হলেও নিশামের কাছে নয়। কারণ ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে উঠেও হারতে হয়েছিল ইংল্যান্ডের কাছে। ওই ফাইনালে মূল ম্যাচের পর সুপার ওভারও টাই হয়। পরবর্তীতে বেশি বাউন্ডারি মারায় চ্যাম্পিয়ন হয় ইংলিশরা। ওই দুঃখ এখনও টাটকা নিশামের মনে। তাই শিরোপা জিতেই হয়তো উল্লাস করতে চাইছেন এই অলরাউন্ডার।