স্বেচ্ছায় রক্তদান

নিঃসন্দেহে রক্তদান একটি মানবিক কাজ। একসময় আমাদের দেশে রক্তের অভাবে বহুসংখ্যক লোক মারা গেলেও এখন তা অনেকাংশে কমেছে। যাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে দেশের রক্তদাতাদের স্বেচ্ছায় রক্তদান।

স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম দিনে দিনে বেগবান হচ্ছে, রক্তদানে বিভিন্ন বয়সের-পেশার মানুষ আগ্রহী হচ্ছেন। রক্তদানের জন্য তৈরি হয়েছে বিভিন্ন রক্তদান সংগঠন। দেশে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সংখ্যা বেড়েছে বহুগুণ। রক্তের প্রয়োজনে এখন বিভিন্ন রক্তদান গ্রুপে পোস্ট করলেই মিলে ব্যাপক সাড়া। কিন্তু দুঃখজনক হলেও সত্য এসব রক্তদাতাদের প্রতি আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি না।

যে আমাদের বিপদে এগিয়ে আসে পরবর্তীতে আমরা তাকে ভুলে যাই! যা কোনভাবেই কাম্য নয়। একজন রক্তদাতা রক্তদানের পর আমাদের উচিত পরবর্তী ২৪ ঘন্টা তার খোঁজ রাখা। এছাড়াও তার যাতায়াত খরচ ও প্রয়োজনীয় খাবার কিনে দেওয়া উচিত। আসুন, নিজের ম্যল্যবোধ থেকে মানুষের প্রাণ বাঁচাতে সহায়তাকারী স্বেচ্ছায় রক্তদানকারীদের প্রতি দায়িত্ব পালন করি। নিজে স্বেচ্ছায় রক্তদান করি, অপরকেও রক্তদানে উদ্বুদ্ধ করি।

আবীর আল-নাহিয়ান

শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ , ২৭ কার্তিক ১৪২৮ ৬ রবিউস সানি ১৪৪৩

স্বেচ্ছায় রক্তদান

নিঃসন্দেহে রক্তদান একটি মানবিক কাজ। একসময় আমাদের দেশে রক্তের অভাবে বহুসংখ্যক লোক মারা গেলেও এখন তা অনেকাংশে কমেছে। যাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে দেশের রক্তদাতাদের স্বেচ্ছায় রক্তদান।

স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম দিনে দিনে বেগবান হচ্ছে, রক্তদানে বিভিন্ন বয়সের-পেশার মানুষ আগ্রহী হচ্ছেন। রক্তদানের জন্য তৈরি হয়েছে বিভিন্ন রক্তদান সংগঠন। দেশে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সংখ্যা বেড়েছে বহুগুণ। রক্তের প্রয়োজনে এখন বিভিন্ন রক্তদান গ্রুপে পোস্ট করলেই মিলে ব্যাপক সাড়া। কিন্তু দুঃখজনক হলেও সত্য এসব রক্তদাতাদের প্রতি আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি না।

যে আমাদের বিপদে এগিয়ে আসে পরবর্তীতে আমরা তাকে ভুলে যাই! যা কোনভাবেই কাম্য নয়। একজন রক্তদাতা রক্তদানের পর আমাদের উচিত পরবর্তী ২৪ ঘন্টা তার খোঁজ রাখা। এছাড়াও তার যাতায়াত খরচ ও প্রয়োজনীয় খাবার কিনে দেওয়া উচিত। আসুন, নিজের ম্যল্যবোধ থেকে মানুষের প্রাণ বাঁচাতে সহায়তাকারী স্বেচ্ছায় রক্তদানকারীদের প্রতি দায়িত্ব পালন করি। নিজে স্বেচ্ছায় রক্তদান করি, অপরকেও রক্তদানে উদ্বুদ্ধ করি।

আবীর আল-নাহিয়ান