টিকার সিরিয়াল বাণিজ্য প্রতিবাদ করায় মারধর

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা প্রদানে সিরিয়াল আগে দিতে টাকা নেন দালালরা। বিষয়টির প্রতিবাদ করায় একজনকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। অন্য টিকা প্রত্যাশীরা প্রতিবাদ করলে তাদের গালমন্দ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা ইট পাটকেল ছুড়লে হাসপাতালের একটি গ্লাস ভেঙে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের অপরাধ ঢাকতে সেবা গ্রহীতাদের দুষ্কৃতকারী আখ্যা দিয়ে গত বৃহস্পতিবার মানববন্ধন করেছেন। এর আগে গত বুধবার সেবা গ্রহীতাদের নির্যাতনের ঘটনা ঘটে।

করোনার টিকা নিতে যাওয়া মানুষজন অভিযোগ করে জানান, হাসপাতালের দালালরা প্রতিদিন ১শ’ থেকে ৩শ’ টাকা ঘুষ নিয়ে সারির পেছনের লোকদের আগে টিকা দিতে সহায়তা করছেন। গত বুধবার বিকেলে এমন ঘটনার প্রতিবাদ করায় হাসপাতাল কর্তৃপক্ষ ও দালালরা টিকা নিতে আসা একজনকে ধরে নিয়ে একটি কক্ষে আটকে রেখে মারধর করেন। টিকা নিতে আসা নারী-পুরুষ এর প্রতিবাদ করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের গালমন্দ করেন। এসময় ক্ষুব্ধ হয়ে ইটপাটকেল নিক্ষেপ করলে একটি কক্ষের জানালার গ্লাস ভেঙে যায়।

এদিকে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার টিকা নিতে আসা সাধারণ জনগণকে দুষ্কৃতকারী আখ্যা দিয়ে দুপুরে হাসপাতালের বাইরে বিভিন্ন বেসরকারী ক্লিনিকের দালালদের নিয়ে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন তারা।

সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, শত শত মানুষ টিকা নিতে লাইনে দাঁড়ানো নিয়ে কিছুটা বিশৃঙ্খলা হতেই পারে। আমাদের হাসপাতালের লোকজনসহ আমি নিজে লাইন সোজা করতে গেলে একজন যুবক ঘুষি মেরে আমার চশমা ভেঙে ফেলে। এ সময় আমার সাথে থাকা লোকজন ওই যুবককে আটক করে একটি কক্ষে আটকে রাখে। কিন্তু তাকে নির্যাতন করা হয়নি। আটকে রেখে আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, জেলা পুলিশ সুপার ও আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। পরে তাদের কথা মতো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, হাসপাতালের পশ্চিম পাশের একটি জানালার কাচ ইট দিয়ে ঢিল মেরে উত্তেজিত জনতা ভেঙে ফেলেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

শনিবার, ১৩ নভেম্বর ২০২১ , ২৮ কার্তিক ১৪২৮ ৭ রবিউস সানি ১৪৪৩

টিকার সিরিয়াল বাণিজ্য প্রতিবাদ করায় মারধর

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা প্রদানে সিরিয়াল আগে দিতে টাকা নেন দালালরা। বিষয়টির প্রতিবাদ করায় একজনকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। অন্য টিকা প্রত্যাশীরা প্রতিবাদ করলে তাদের গালমন্দ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা ইট পাটকেল ছুড়লে হাসপাতালের একটি গ্লাস ভেঙে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের অপরাধ ঢাকতে সেবা গ্রহীতাদের দুষ্কৃতকারী আখ্যা দিয়ে গত বৃহস্পতিবার মানববন্ধন করেছেন। এর আগে গত বুধবার সেবা গ্রহীতাদের নির্যাতনের ঘটনা ঘটে।

করোনার টিকা নিতে যাওয়া মানুষজন অভিযোগ করে জানান, হাসপাতালের দালালরা প্রতিদিন ১শ’ থেকে ৩শ’ টাকা ঘুষ নিয়ে সারির পেছনের লোকদের আগে টিকা দিতে সহায়তা করছেন। গত বুধবার বিকেলে এমন ঘটনার প্রতিবাদ করায় হাসপাতাল কর্তৃপক্ষ ও দালালরা টিকা নিতে আসা একজনকে ধরে নিয়ে একটি কক্ষে আটকে রেখে মারধর করেন। টিকা নিতে আসা নারী-পুরুষ এর প্রতিবাদ করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের গালমন্দ করেন। এসময় ক্ষুব্ধ হয়ে ইটপাটকেল নিক্ষেপ করলে একটি কক্ষের জানালার গ্লাস ভেঙে যায়।

এদিকে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার টিকা নিতে আসা সাধারণ জনগণকে দুষ্কৃতকারী আখ্যা দিয়ে দুপুরে হাসপাতালের বাইরে বিভিন্ন বেসরকারী ক্লিনিকের দালালদের নিয়ে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন তারা।

সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, শত শত মানুষ টিকা নিতে লাইনে দাঁড়ানো নিয়ে কিছুটা বিশৃঙ্খলা হতেই পারে। আমাদের হাসপাতালের লোকজনসহ আমি নিজে লাইন সোজা করতে গেলে একজন যুবক ঘুষি মেরে আমার চশমা ভেঙে ফেলে। এ সময় আমার সাথে থাকা লোকজন ওই যুবককে আটক করে একটি কক্ষে আটকে রাখে। কিন্তু তাকে নির্যাতন করা হয়নি। আটকে রেখে আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, জেলা পুলিশ সুপার ও আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। পরে তাদের কথা মতো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, হাসপাতালের পশ্চিম পাশের একটি জানালার কাচ ইট দিয়ে ঢিল মেরে উত্তেজিত জনতা ভেঙে ফেলেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।