গাইবান্ধায় মাদক মামলায় নারীর আমৃত্যু কারাদণ্ড

গাইবান্ধায় মাদক মামলায় মল্লিকা বেগম নামে এক নারীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। রায়ের সময় দন্ডপ্রাপ্ত আসামি মল্লিকা বেগম আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মল্লিকা বেগমের নামে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ মল্লিকা বেগম ও আইয়ুব আলী মন্ডলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে বিচারক মল্লিকা বেগমকে আমৃত্যু কারাদন্ডের আদেশ দেন। এ মামলার অপর আসামি আইয়ুব আলী খালাস পেয়ছেন।

শনিবার, ১৩ নভেম্বর ২০২১ , ২৮ কার্তিক ১৪২৮ ৭ রবিউস সানি ১৪৪৩

গাইবান্ধায় মাদক মামলায় নারীর আমৃত্যু কারাদণ্ড

প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধায় মাদক মামলায় মল্লিকা বেগম নামে এক নারীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। রায়ের সময় দন্ডপ্রাপ্ত আসামি মল্লিকা বেগম আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মল্লিকা বেগমের নামে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ মল্লিকা বেগম ও আইয়ুব আলী মন্ডলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে বিচারক মল্লিকা বেগমকে আমৃত্যু কারাদন্ডের আদেশ দেন। এ মামলার অপর আসামি আইয়ুব আলী খালাস পেয়ছেন।