চীনের দাবি মানবে না ভারত

ভারত সীমান্ত ঘেঁষে এবং দখলকৃত ভারতীয় ভূখণ্ডে চীনের স্থাপনা নির্মাণের মতো বেআইনি কার্যক্রম মুখ বুজে মেনে নেবে না বলে সতর্ক করেছে নয়াদিল্লি। চীনের কোনো ধরনের ‘অযৌক্তিক’ দাবি মানবে না ভারত সরকার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একটি প্রতিবেদনে বলা হয়, অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন অঞ্চলে শতাধিক বসতিসহ গ্রাম গড়ে তুলছে চীন।

বিষয়টি ভারত গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী। পেন্টাগনের ওই প্রতিবেদনে বলা হয়, বেইজিং অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় বড় একটি গ্রাম তৈরি করছে।

এর জবাবে অরিন্দম বাগচী বলেন, চীন গত কয়েক বছর ধরে সীমান্ত এলাকায় নির্মাণকাজ পরিচালনা করছে। এমনকি কয়েক দশক ধরে অবৈধভাবে দখল করে রাখা ভূমিতেও চীনের নির্মাণকাজ চলেছে। ভারতের অংশে এমন বেআইনি কাজ মেনে নেয়া হবে না। ভারত সরকারের এই মুখপাত্র আরও বলেন, যেকোনো ধরনের অনৈতিক কাজে সব সময় বিরোধিতা করে ভারত। কূটনৈতিকভাবে যোগাযোগের মাধ্যমে বেইজিংকেও এ বার্তা দেয়া হয়েছে, ভবিষ্যতেও এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা এলাকা বরাবর নির্মাণকাজ করছে ভারত। নয়াদিল্লির আশা, এতে অরুণাচল প্রদেশসহ সব সীমান্ত এলাকায়

অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্থানীয়দের জীবন-জীবিকাও আরও সুন্দর হবে। স্থানীয় কাঠামো উন্নয়নের ফলে মূল ভূখ-ের সঙ্গে সীমান্তে বসবাসকারী ভারতীয়দের যোগাযোগ সুদৃঢ় হবে, যা দেশের সার্বভৌমত্বকে সুদৃঢ করবে বলে আশাবাদী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

চলতি মাসের শুরুর দিকে পেন্টাগনের আরেকটি প্রতিবেদনে বলা হয়, স্বায়ত্তশাসিত তিব্বত ও অরুণাচল প্রদেশে নিয়ন্ত্রণরেখার পূর্ব সেক্টরে ১০০টির বেশি ঘর তৈরি করছে চীন, একটি গ্রামও তৈরি করে ফেলা হয়েছে। এমনকি প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চীন সেনা মোতায়েন করেছে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

শনিবার, ১৩ নভেম্বর ২০২১ , ২৮ কার্তিক ১৪২৮ ৭ রবিউস সানি ১৪৪৩

চীনের দাবি মানবে না ভারত

image

ভারতের অরুণাচল প্রদেশে চীনের নির্মিত গ্রাম -এনডিটিভি

ভারত সীমান্ত ঘেঁষে এবং দখলকৃত ভারতীয় ভূখণ্ডে চীনের স্থাপনা নির্মাণের মতো বেআইনি কার্যক্রম মুখ বুজে মেনে নেবে না বলে সতর্ক করেছে নয়াদিল্লি। চীনের কোনো ধরনের ‘অযৌক্তিক’ দাবি মানবে না ভারত সরকার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একটি প্রতিবেদনে বলা হয়, অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন অঞ্চলে শতাধিক বসতিসহ গ্রাম গড়ে তুলছে চীন।

বিষয়টি ভারত গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী। পেন্টাগনের ওই প্রতিবেদনে বলা হয়, বেইজিং অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় বড় একটি গ্রাম তৈরি করছে।

এর জবাবে অরিন্দম বাগচী বলেন, চীন গত কয়েক বছর ধরে সীমান্ত এলাকায় নির্মাণকাজ পরিচালনা করছে। এমনকি কয়েক দশক ধরে অবৈধভাবে দখল করে রাখা ভূমিতেও চীনের নির্মাণকাজ চলেছে। ভারতের অংশে এমন বেআইনি কাজ মেনে নেয়া হবে না। ভারত সরকারের এই মুখপাত্র আরও বলেন, যেকোনো ধরনের অনৈতিক কাজে সব সময় বিরোধিতা করে ভারত। কূটনৈতিকভাবে যোগাযোগের মাধ্যমে বেইজিংকেও এ বার্তা দেয়া হয়েছে, ভবিষ্যতেও এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা এলাকা বরাবর নির্মাণকাজ করছে ভারত। নয়াদিল্লির আশা, এতে অরুণাচল প্রদেশসহ সব সীমান্ত এলাকায়

অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্থানীয়দের জীবন-জীবিকাও আরও সুন্দর হবে। স্থানীয় কাঠামো উন্নয়নের ফলে মূল ভূখ-ের সঙ্গে সীমান্তে বসবাসকারী ভারতীয়দের যোগাযোগ সুদৃঢ় হবে, যা দেশের সার্বভৌমত্বকে সুদৃঢ করবে বলে আশাবাদী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

চলতি মাসের শুরুর দিকে পেন্টাগনের আরেকটি প্রতিবেদনে বলা হয়, স্বায়ত্তশাসিত তিব্বত ও অরুণাচল প্রদেশে নিয়ন্ত্রণরেখার পূর্ব সেক্টরে ১০০টির বেশি ঘর তৈরি করছে চীন, একটি গ্রামও তৈরি করে ফেলা হয়েছে। এমনকি প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চীন সেনা মোতায়েন করেছে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।