রাজবাড়ীতে আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

রাজবাড়ী সদর উপজেলার আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক চেয়ারম্যান আবদুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির ৩শ’ গজ দূরে এ ঘটনা ঘটে।

জানা যায়, আবদুল লতিফ মিয়া রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাড়ি থেকে দলীয় কার্যক্রম শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত সোয়া ১২টার দিকে নিজ বাড়ির ৩শ’ গজ দূরে আগ থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়িভাবে গুলি করে। এ সময় তার চিৎকারে ও গুলির শব্দে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে মারা যান আবদুল লতিফ মিয়া।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার না হলেও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন।

আবদুল লতিফ মিয়ার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভক্সপপ- নিহতের ছোট ভাই আবদুর রশি মিয়া, বানিবহ ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চু ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন।

আরও খবর
‘রাষ্ট্রধর্ম ইসলাম করে জাতির মূলনীতি অসাম্প্রদায়িকতায় পেরেক ঠুকেছে’
পররাষ্ট্রমন্ত্রীকে ১২ মার্কিন সিনেটরের চিঠি
ডেঙ্গুতে আক্রান্ত আরও ১০৩ জন হাসপাতালে
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আজ
‘আমি এই বাংলার পাড়া-গাঁয়ে বাঁধিয়াছি ঘর’
কিছু রাজনৈতিক ও সরকারি কর্মকর্তা কা-জ্ঞানহীন বক্তব্য দিচ্ছেন : ওবায়দুল কাদের
নির্যাতনের মামলা করায় ফের সংবাদ সম্মেলন থেকে তুলে নিল ডিবি
প্রচারণার শুরুতেই স্বতন্ত্র মেয়র প্রার্থীর ওপর হামলা টুকু পুত্রের সমর্থকদের
বিএনপি-জামায়াত প্রার্থী জয়ী, নেপথ্যে নানা কারণ
রেইনট্রি ধর্ষণ মামলার রায়ে নারী জাতিকে অপমান করা হয়েছে -মির্জা ফখরুল
হেমন্তের নতুন ধানের গন্ধ মাঠজুড়ে

শনিবার, ১৩ নভেম্বর ২০২১ , ২৮ কার্তিক ১৪২৮ ৭ রবিউস সানি ১৪৪৩

রাজবাড়ীতে আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ী সদর উপজেলার আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক চেয়ারম্যান আবদুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির ৩শ’ গজ দূরে এ ঘটনা ঘটে।

জানা যায়, আবদুল লতিফ মিয়া রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাড়ি থেকে দলীয় কার্যক্রম শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত সোয়া ১২টার দিকে নিজ বাড়ির ৩শ’ গজ দূরে আগ থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়িভাবে গুলি করে। এ সময় তার চিৎকারে ও গুলির শব্দে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে মারা যান আবদুল লতিফ মিয়া।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার না হলেও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন।

আবদুল লতিফ মিয়ার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভক্সপপ- নিহতের ছোট ভাই আবদুর রশি মিয়া, বানিবহ ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চু ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন।