শোয়েবের ভিডিও পোস্টে বিষন্ন পাক সমর্থকরা

গ্রুপ পর্বের সবক’টি ম্যাচ জিতে সাড়া জাগিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ-স্বপ্ন শেষ হয়ে যায় তাদের। যারা এক যুগ বাদে দেশের হাতে বিশ্বকাপ ট্রাফি দেখতে চেয়েছিল।

অস্ট্রেলিয়ার কাছে হারার পর সমর্থকদের মনের কী অবস্থা, তা একটি ভিডিও পোস্ট করেন শোয়েব আখতার। বৃহস্পতিবার ম্যাচের পর শোয়েব একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে সালেহ নামে এক খুদে সমর্থক ম্যাচের পর হাউ হাউ করে কাঁদছে। টিভিতে তখন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা একে অপরকে জড়িয়ে ধরছেন। কিন্তু ওই খুদে সমর্থককে কিছুতেই শান্ত করতে পারছে না তাঁর পরিবার।

এই ভিডিও পোস্ট করে শোয়েব লিখেছেন, ‘দল যখন ভাল খেলে তখন এটাই হয়। সমর্থকরা তখন দলের সঙ্গে নিজেদের একাত্ম করে ফেলে। এই কারণেই এ বারের বিশ্বকাপ আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ ছিল’।

খুদে সমর্থকের মতোই মন ভেঙেছে গোটা দেশেরও। কিন্তু কেউই ক্রিকেটারদের সে ভাবে দোষী সাব্যস্ত করছেন না। প্রত্যেকেই তাঁদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। শুভেচ্ছা জানিয়েছেন যাতে পরের বছরের বিশ্বকাপ পাকিস্তানের হাতেই ওঠে।

শনিবার, ১৩ নভেম্বর ২০২১ , ২৮ কার্তিক ১৪২৮ ৭ রবিউস সানি ১৪৪৩

শোয়েবের ভিডিও পোস্টে বিষন্ন পাক সমর্থকরা

সংবাদ স্পোর্টস ডেস্ক

গ্রুপ পর্বের সবক’টি ম্যাচ জিতে সাড়া জাগিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ-স্বপ্ন শেষ হয়ে যায় তাদের। যারা এক যুগ বাদে দেশের হাতে বিশ্বকাপ ট্রাফি দেখতে চেয়েছিল।

অস্ট্রেলিয়ার কাছে হারার পর সমর্থকদের মনের কী অবস্থা, তা একটি ভিডিও পোস্ট করেন শোয়েব আখতার। বৃহস্পতিবার ম্যাচের পর শোয়েব একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে সালেহ নামে এক খুদে সমর্থক ম্যাচের পর হাউ হাউ করে কাঁদছে। টিভিতে তখন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা একে অপরকে জড়িয়ে ধরছেন। কিন্তু ওই খুদে সমর্থককে কিছুতেই শান্ত করতে পারছে না তাঁর পরিবার।

এই ভিডিও পোস্ট করে শোয়েব লিখেছেন, ‘দল যখন ভাল খেলে তখন এটাই হয়। সমর্থকরা তখন দলের সঙ্গে নিজেদের একাত্ম করে ফেলে। এই কারণেই এ বারের বিশ্বকাপ আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ ছিল’।

খুদে সমর্থকের মতোই মন ভেঙেছে গোটা দেশেরও। কিন্তু কেউই ক্রিকেটারদের সে ভাবে দোষী সাব্যস্ত করছেন না। প্রত্যেকেই তাঁদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। শুভেচ্ছা জানিয়েছেন যাতে পরের বছরের বিশ্বকাপ পাকিস্তানের হাতেই ওঠে।