বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ব্রাজিল

কলম্বিয়াকে ১-০ গোলে পরাজিত করে ব্রাজিল ছয় ম্যাচ হাতে রেখেই কাতার বিশ্বকাপ ফুটবলের চূড়ান্তপর্বে খেলা নিশ্চিত করে ফেলেছে। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলের পক্ষে একমাত্র গোলটি করেন লুকাস পাকেটা। খেলার ৭২ মিনিটে তিনি নেইমারের পাস থেকে গোলটি করেন। এ জয়ের ফলে ব্রাজিল ১২ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে আর্জেন্টিনা সংগ্রহ করেছে ২৫ পয়েন্ট। ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে চারটি দল সরাসরি বিশ^কাপের চূড়ান্তপর্বে খেলবে।

 ব্রাজিলের বর্তমান সংগৃহীত পয়েন্টের সঙ্গে আর কোন পয়েন্ট যোগ না হলেও তাদেরকে শীর্ষস্থানীয় চার দলের একটি থেকে সরিয়ে দেয়া যাবে না। অর্থাৎ চতুর্থ স্থানীয় দল তাদের বাকি সবক’টি ম্যাচ জিতলে এবং ব্রাজিল তাদের বাকি ছয়টি ম্যাচ হারলেও চতুর্থ স্থানীয় দলের পক্ষে ব্রাজিলকে টপকে যাওয়া সম্ভব হবে না। ব্রাজিল এবং আর্জেন্টিনা ছাড়া বাকি সবক’টি দেশই একটি করে ম্যাচ বেশি খেলেছে। দুই দলের মধ্যেকার প্রথম লেগের ম্যাচ কোভিড সংক্রান্ত জটিলতার কারণে শুরুর সাত মিনিট পর বন্ধ হয়ে যায়। ফিফা সে ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে। এখন পর্যন্ত তারা এ বিষয়ে কোন সিদ্ধান্ত দেয়নি।

বাছাইপর্বে ধারাবাহিকভাবে ভালো খেলেছে ব্রাজিল। এ ম্যাচেও তার ব্যতিক্রম ছিল না। তারা শুরু থেকেই প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। তবে কলম্বিয়ার খেলোয়াড়রা ব্রাজিলের আক্রমণ প্রতিহত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালায়। প্রয়োজনে তারা ফাউল করতেও দ্বিধা করেনি। এর প্রতিক্রিয়ায় ফাউল করে ব্রাজিলের খেলোয়াড়রাও। সব মিলিয়ে উত্তেজনাপূর্ণভাবেই ম্যাচটি শেষ হয়। তবে এর মধ্যেই ৭২ মিনিটে গোল করে পাকেটা দলকে এনে দেন পূর্ণ তিন পয়েন্ট এবং ব্রাজিল পৌঁছে যায় বিশ^কাপের চূড়ান্তপর্বে।

শনিবার, ১৩ নভেম্বর ২০২১ , ২৮ কার্তিক ১৪২৮ ৭ রবিউস সানি ১৪৪৩

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ব্রাজিল

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

কলম্বিয়াকে ১-০ গোলে পরাজিত করে ব্রাজিল ছয় ম্যাচ হাতে রেখেই কাতার বিশ্বকাপ ফুটবলের চূড়ান্তপর্বে খেলা নিশ্চিত করে ফেলেছে। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলের পক্ষে একমাত্র গোলটি করেন লুকাস পাকেটা। খেলার ৭২ মিনিটে তিনি নেইমারের পাস থেকে গোলটি করেন। এ জয়ের ফলে ব্রাজিল ১২ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে আর্জেন্টিনা সংগ্রহ করেছে ২৫ পয়েন্ট। ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে চারটি দল সরাসরি বিশ^কাপের চূড়ান্তপর্বে খেলবে।

 ব্রাজিলের বর্তমান সংগৃহীত পয়েন্টের সঙ্গে আর কোন পয়েন্ট যোগ না হলেও তাদেরকে শীর্ষস্থানীয় চার দলের একটি থেকে সরিয়ে দেয়া যাবে না। অর্থাৎ চতুর্থ স্থানীয় দল তাদের বাকি সবক’টি ম্যাচ জিতলে এবং ব্রাজিল তাদের বাকি ছয়টি ম্যাচ হারলেও চতুর্থ স্থানীয় দলের পক্ষে ব্রাজিলকে টপকে যাওয়া সম্ভব হবে না। ব্রাজিল এবং আর্জেন্টিনা ছাড়া বাকি সবক’টি দেশই একটি করে ম্যাচ বেশি খেলেছে। দুই দলের মধ্যেকার প্রথম লেগের ম্যাচ কোভিড সংক্রান্ত জটিলতার কারণে শুরুর সাত মিনিট পর বন্ধ হয়ে যায়। ফিফা সে ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে। এখন পর্যন্ত তারা এ বিষয়ে কোন সিদ্ধান্ত দেয়নি।

বাছাইপর্বে ধারাবাহিকভাবে ভালো খেলেছে ব্রাজিল। এ ম্যাচেও তার ব্যতিক্রম ছিল না। তারা শুরু থেকেই প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। তবে কলম্বিয়ার খেলোয়াড়রা ব্রাজিলের আক্রমণ প্রতিহত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালায়। প্রয়োজনে তারা ফাউল করতেও দ্বিধা করেনি। এর প্রতিক্রিয়ায় ফাউল করে ব্রাজিলের খেলোয়াড়রাও। সব মিলিয়ে উত্তেজনাপূর্ণভাবেই ম্যাচটি শেষ হয়। তবে এর মধ্যেই ৭২ মিনিটে গোল করে পাকেটা দলকে এনে দেন পূর্ণ তিন পয়েন্ট এবং ব্রাজিল পৌঁছে যায় বিশ^কাপের চূড়ান্তপর্বে।