রাজিবপুরে জমি বিবাদে আহত ২৩ : তিন দিন ধরে উত্তেজনা

কুড়িগ্রামের রাজিবপুর-রৌমারী উপজেলার মধ্যবর্তী স্থানে দীর্ঘদিনের জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে রোপা আমন ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ২৩ জন আহত হয়েছেন। গত বুধবার বেলা ১২ ঘটিকার দিকে রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের শিবেরডাঙ্গী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে আব্দুল ওয়াহাব বাদী হয়ে রৌমারী এবং তার ভাই আব্দুস সালাম বাদী হয়ে রাজিবপুর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। চলছে থম থমে অবস্থা।

অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল ওহাব কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মৌজা-কোমরভাঙ্গী, জেএল নং-২৮ আরএস খতিয়ান-৬৮৪, এবং ৬০২৮, ৬০২৯, ৬০৩০, ৬০৩৪, ৬০৩৬ দাগে ক্রয়সূত্রে ১ একর ৮২ শতংশ জমির মালিক। দীর্ঘদিন যাবত এই জমিকে ঘিরে বিরোধ চলে আসতেছিল আব্দুল ওয়াহাব, আব্দুস সালাম ও লাল বাদশাদের মধ্যে। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার মীমাংসার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে আব্দুল ওহাব এর ভাই আব্দুস সালাম কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। যার এনএফআর প্রসিকিউসন নং ১৯/২১ তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১, ধারা ১০৭/১১৭ বিজ্ঞ আদালত কুড়িগ্রাম। বিবাদীরা বিজ্ঞ আদালতে মুচলেকা প্রদান করে জামিনপ্রাপ্ত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। মামলা চলমান। ধান কাঁটাকে কেন্দ্র করে দুই গ্রুপে অন্তত ২৩ জন আহত হয়েছে। অনেকেই গুরুতর আহত অবস্থায় জামালপুর, শেরপুর, কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

রবিবার, ১৪ নভেম্বর ২০২১ , ২৯ কার্তিক ১৪২৮ ৮ রবিউস সানি ১৪৪৩

রাজিবপুরে জমি বিবাদে আহত ২৩ : তিন দিন ধরে উত্তেজনা

প্রতিনিধি, রাজিবপুর (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের রাজিবপুর-রৌমারী উপজেলার মধ্যবর্তী স্থানে দীর্ঘদিনের জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে রোপা আমন ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ২৩ জন আহত হয়েছেন। গত বুধবার বেলা ১২ ঘটিকার দিকে রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের শিবেরডাঙ্গী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে আব্দুল ওয়াহাব বাদী হয়ে রৌমারী এবং তার ভাই আব্দুস সালাম বাদী হয়ে রাজিবপুর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। চলছে থম থমে অবস্থা।

অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল ওহাব কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মৌজা-কোমরভাঙ্গী, জেএল নং-২৮ আরএস খতিয়ান-৬৮৪, এবং ৬০২৮, ৬০২৯, ৬০৩০, ৬০৩৪, ৬০৩৬ দাগে ক্রয়সূত্রে ১ একর ৮২ শতংশ জমির মালিক। দীর্ঘদিন যাবত এই জমিকে ঘিরে বিরোধ চলে আসতেছিল আব্দুল ওয়াহাব, আব্দুস সালাম ও লাল বাদশাদের মধ্যে। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার মীমাংসার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে আব্দুল ওহাব এর ভাই আব্দুস সালাম কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। যার এনএফআর প্রসিকিউসন নং ১৯/২১ তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১, ধারা ১০৭/১১৭ বিজ্ঞ আদালত কুড়িগ্রাম। বিবাদীরা বিজ্ঞ আদালতে মুচলেকা প্রদান করে জামিনপ্রাপ্ত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। মামলা চলমান। ধান কাঁটাকে কেন্দ্র করে দুই গ্রুপে অন্তত ২৩ জন আহত হয়েছে। অনেকেই গুরুতর আহত অবস্থায় জামালপুর, শেরপুর, কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।