‘শ্রাবণ ট্র্যাজেডি’র ২৫তম মঞ্চায়ন

গতকাল ১৩ নভেম্বর জাতীয় নাট্যশালার মূল হলে মহাকাল নাট্য সম্প্রদায়ের ৪০তম প্রযোজনা ‘শ্রাবণ ট্র্যাজেডি’ নাটকের ২৫তম মঞ্চায়ন হয়েছে। সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে এ মঞ্চায়ন হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামান রচিত এ নাটকের পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ^াবদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্ম্যান্স স্টাডিস বিভাগের সহকারী অধ্যাপক আশিক রহমান লিয়ন। নাটকটিতে অভিনয় করেছেন কবির আহামেদ, ফারুক আহমেদ সেন্টু, মো. শাহনেওয়াজ, মনিরুল আলম কাজল, পলি বিশ^াস, সামিউল জীবন, শিবলী সরকার, শাহরিয়ার হোসেন পলিন, তারেকেশ্বর তারোক, আহাদুজ্জামান কলিন্স, সুমাইয়া তাইয়ুম নিশা, আরাফাত আশরাফ, স্বপ্নিল, কানিজ ফাতেমা লিসা, কাজী তারিফ, রেদোয়ান হোসেন, নূর আকতার মায়া, রিফাত হোসেন জুয়েল, তোফাজ্জল ফয়সাল, রিয়াদ আকাশ, জাহিদ হোসেন অনিক, নাসিম রানা, সোহেল আহমেদ, ইকবাল। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ২৫তম মঞ্চায়ন পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মঞ্চসারথি আতাউর রহমান। সম্মানিত অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ড. মো. জাকেরুল আবেদীন, সায়লা ফারজানা ও আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেছেন মীর জাহিদ হাসান, সভাপতি, মহাকাল নাট্য সম্প্রদায়।

রবিবার, ১৪ নভেম্বর ২০২১ , ২৯ কার্তিক ১৪২৮ ৮ রবিউস সানি ১৪৪৩

‘শ্রাবণ ট্র্যাজেডি’র ২৫তম মঞ্চায়ন

বিনোদন প্রতিবেদক

image

গতকাল ১৩ নভেম্বর জাতীয় নাট্যশালার মূল হলে মহাকাল নাট্য সম্প্রদায়ের ৪০তম প্রযোজনা ‘শ্রাবণ ট্র্যাজেডি’ নাটকের ২৫তম মঞ্চায়ন হয়েছে। সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে এ মঞ্চায়ন হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামান রচিত এ নাটকের পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ^াবদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্ম্যান্স স্টাডিস বিভাগের সহকারী অধ্যাপক আশিক রহমান লিয়ন। নাটকটিতে অভিনয় করেছেন কবির আহামেদ, ফারুক আহমেদ সেন্টু, মো. শাহনেওয়াজ, মনিরুল আলম কাজল, পলি বিশ^াস, সামিউল জীবন, শিবলী সরকার, শাহরিয়ার হোসেন পলিন, তারেকেশ্বর তারোক, আহাদুজ্জামান কলিন্স, সুমাইয়া তাইয়ুম নিশা, আরাফাত আশরাফ, স্বপ্নিল, কানিজ ফাতেমা লিসা, কাজী তারিফ, রেদোয়ান হোসেন, নূর আকতার মায়া, রিফাত হোসেন জুয়েল, তোফাজ্জল ফয়সাল, রিয়াদ আকাশ, জাহিদ হোসেন অনিক, নাসিম রানা, সোহেল আহমেদ, ইকবাল। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ২৫তম মঞ্চায়ন পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মঞ্চসারথি আতাউর রহমান। সম্মানিত অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ড. মো. জাকেরুল আবেদীন, সায়লা ফারজানা ও আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেছেন মীর জাহিদ হাসান, সভাপতি, মহাকাল নাট্য সম্প্রদায়।