ইউপি নির্বাচন-উত্তর সহিংসতা থামছে না

আদিতমারী ও বেগমগঞ্জে আহত ৭৬

সদ্য সমাপ্ত ইউপি নির্বাচন-উত্তর লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৮ ইউনিয়ন ও বেগমগঞ্জের কুতুব ইউনিয়নে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অদিতমারীতে ৭০ ও বেগমগঞ্জে ৬ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহিংসতার ঘটনায় আহতদের চিকিৎসায় নতুন ওয়ার্ড চালু করা হয়েছে। নির্বাচনের সহিংসতা দমনে সেখানে থানা পুলিশের পাশাপাশি ৫টি টিম সক্রিয় রয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাটের আদিতমারি উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৭০ জন আহত হয়েছে। আহতদের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোগীর চাপের কারণে চালু করা হয়েছে নতুন ওয়ার্ড। গতকাল এ তথ্য নিশ্চিত করেন আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ।

জানা গেছে, বৃহস্পতিবার আদিতমারী উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে উপজেলার বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটে। নির্বাচন পরবর্তী প্রার্থীর সমর্থকদের মধ্যে জয়-পরাজয় ও ভোট দেয়া, না দেয়া নিয়েও বেশ কিছু স্থানে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে অন্তত ৭০ জন আহত হয়েছেন। আহতদের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পার্শ্ববর্তী সদর হাসপাতালসহ কয়েকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ৫০ শয্যা বিশিষ্ট আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বেড়ে যাওয়ায় নতুন ওয়ার্ড চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেও রাখা হচ্ছে নির্বাচনী সহিংসতায় আহত রোগীদের। রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসকরাও বেশ ব্যস্ত রয়েছেন। অনেক রোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নির্বাচনী সহিংসতায় আহত হয়ে এ হাসপাতালে ৭০ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে লালমনিরহাট সদর হাসপাতাল ও ৯ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ জানান, নির্বাচনী সহিংসতায় আহত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় নতুন ওয়ার্ড চালু করা হয়েছে। রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধপত্রসহ চিকিৎসক রয়েছেন।

এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতা দমানোর জন্য থানা পুলিশের নিয়মিত টহলের সঙ্গে যুক্ত রয়েছে পাঁচটি মোবাইল টিম। তবুও দমানো যাচ্ছে না নির্বাচন পরবর্তী সহিংসতা। হামলার শিকার লোকজন বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগও দায়ের করছেন।

ওসি মোক্তারুল ইসলাম বলেন, সহিংসতার ঘটনায় ৪টি অভিযোগ দায়ের হয়েছে। সহিংসতা রোধে মাঠে কাজ করছে অতিরিক্ত পাঁচটি মোবাইল টিম। এছাড়াও থানা পুলিশের নিয়মিত টহলও অব্যাহত রয়েছে। সব ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বেগমগঞ্জ প্রতিনিধি জানান, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছে। এ সময় একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়ার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় উভয় পক্ষ একে অন্যকে দায়ী করছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পূর্ব আবদুল্যাহপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন, আজাদ (৪০), জামাল উদ্দিন (৪২), আবদুল্যাহ আল মামুন রাব্বী (১৬) ও নিজাম উদ্দিনসহ (৩৮) ৬ জন। আহতদের মধ্যে কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে উপজেলার ১৪টি ইউনিয়নের ন্যায় কুতুবপুরেও ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গত ১১ নভেম্বর সন্ধ্যায় ভোট গণনা শেষে মেম্বার পদে ফুটবল প্রতীক নিয়ে নুরুল হুদা আলমগীর বেসরকারিভাবে জয়ী হয়।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল মোরগ প্রতীকের নূর মোহাম্মদ মানিক। ফলাফল ঘোষণার পর থেকে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার জের ধরে শুক্রবার জুমার নামাজের পর পূর্ব আবদুল্যাহপুর জামে মসজিদের সামনে পুনরায় উভয় পক্ষের লোকজনের মধ্যে তর্কবির্তক, ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়। বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, হামলা, সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রবিবার, ১৪ নভেম্বর ২০২১ , ২৯ কার্তিক ১৪২৮ ৮ রবিউস সানি ১৪৪৩

ইউপি নির্বাচন-উত্তর সহিংসতা থামছে না

আদিতমারী ও বেগমগঞ্জে আহত ৭৬

সংবাদ ডেস্ক

সদ্য সমাপ্ত ইউপি নির্বাচন-উত্তর লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৮ ইউনিয়ন ও বেগমগঞ্জের কুতুব ইউনিয়নে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অদিতমারীতে ৭০ ও বেগমগঞ্জে ৬ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহিংসতার ঘটনায় আহতদের চিকিৎসায় নতুন ওয়ার্ড চালু করা হয়েছে। নির্বাচনের সহিংসতা দমনে সেখানে থানা পুলিশের পাশাপাশি ৫টি টিম সক্রিয় রয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাটের আদিতমারি উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৭০ জন আহত হয়েছে। আহতদের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোগীর চাপের কারণে চালু করা হয়েছে নতুন ওয়ার্ড। গতকাল এ তথ্য নিশ্চিত করেন আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ।

জানা গেছে, বৃহস্পতিবার আদিতমারী উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে উপজেলার বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটে। নির্বাচন পরবর্তী প্রার্থীর সমর্থকদের মধ্যে জয়-পরাজয় ও ভোট দেয়া, না দেয়া নিয়েও বেশ কিছু স্থানে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে অন্তত ৭০ জন আহত হয়েছেন। আহতদের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পার্শ্ববর্তী সদর হাসপাতালসহ কয়েকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ৫০ শয্যা বিশিষ্ট আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বেড়ে যাওয়ায় নতুন ওয়ার্ড চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেও রাখা হচ্ছে নির্বাচনী সহিংসতায় আহত রোগীদের। রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসকরাও বেশ ব্যস্ত রয়েছেন। অনেক রোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নির্বাচনী সহিংসতায় আহত হয়ে এ হাসপাতালে ৭০ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে লালমনিরহাট সদর হাসপাতাল ও ৯ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ জানান, নির্বাচনী সহিংসতায় আহত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় নতুন ওয়ার্ড চালু করা হয়েছে। রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধপত্রসহ চিকিৎসক রয়েছেন।

এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতা দমানোর জন্য থানা পুলিশের নিয়মিত টহলের সঙ্গে যুক্ত রয়েছে পাঁচটি মোবাইল টিম। তবুও দমানো যাচ্ছে না নির্বাচন পরবর্তী সহিংসতা। হামলার শিকার লোকজন বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগও দায়ের করছেন।

ওসি মোক্তারুল ইসলাম বলেন, সহিংসতার ঘটনায় ৪টি অভিযোগ দায়ের হয়েছে। সহিংসতা রোধে মাঠে কাজ করছে অতিরিক্ত পাঁচটি মোবাইল টিম। এছাড়াও থানা পুলিশের নিয়মিত টহলও অব্যাহত রয়েছে। সব ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বেগমগঞ্জ প্রতিনিধি জানান, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছে। এ সময় একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়ার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় উভয় পক্ষ একে অন্যকে দায়ী করছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পূর্ব আবদুল্যাহপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন, আজাদ (৪০), জামাল উদ্দিন (৪২), আবদুল্যাহ আল মামুন রাব্বী (১৬) ও নিজাম উদ্দিনসহ (৩৮) ৬ জন। আহতদের মধ্যে কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে উপজেলার ১৪টি ইউনিয়নের ন্যায় কুতুবপুরেও ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গত ১১ নভেম্বর সন্ধ্যায় ভোট গণনা শেষে মেম্বার পদে ফুটবল প্রতীক নিয়ে নুরুল হুদা আলমগীর বেসরকারিভাবে জয়ী হয়।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল মোরগ প্রতীকের নূর মোহাম্মদ মানিক। ফলাফল ঘোষণার পর থেকে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার জের ধরে শুক্রবার জুমার নামাজের পর পূর্ব আবদুল্যাহপুর জামে মসজিদের সামনে পুনরায় উভয় পক্ষের লোকজনের মধ্যে তর্কবির্তক, ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়। বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, হামলা, সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।