এসএসসি ও সমমানের পরীক্ষা আজ শুরু

প্রশ্নফাঁস ঠেকাতে কড়া নজরদারি

পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন, এ বছর বেড়েছে ৮ দশমিক ৭৬ শতাংশ

আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস ও অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে নজরদারি থাকবে ‘মোবাইল ব্যাংকিং’ কার্যক্রমের ওপর। গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগের মাধ্যমেও তীক্ষè নজর থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর।

এসএসসি ও সমমান পরীক্ষায় এবার বসছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী। গত বছর এই পরীক্ষায় অংশ নিয়েছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। সে হিসেবে এক লাখ ৭৯ হাজার ৩৩৪ জন পরীক্ষার্থী বেড়েছে। এক বছরে পরীক্ষার্থী বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬ শতাংশ।

সকাল-বিকেল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষ হবে আগামী ২৩ নভেম্বর। পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা আগেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

করোনা সংক্রমণের কারণে পরীক্ষার নম্বর ও সময় কমিয়ে আনা হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্যবিধি ঠিক রাখতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের একই সময়ে পরীক্ষা না নিয়ে ভিন্ন ভিন্ন সময়ে পরীক্ষা নেয়া হচ্ছে। পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে আনা হয়েছে। সাধারণ বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা হবে ২৩ নভেম্বর পর্যন্ত। আর মাদ্রাসা ও ভোকেশনালের পরীক্ষা শেষ হবে ২১ নভেম্বর।

এবার মোট পরীক্ষার্থীর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে ১৮ লাখ ৯৯৮ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে তিন লাখ এক হাজার ৮৮৭ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে (ভোকেশনাল) এক লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী রয়েছে। বাংলাদেশ ছাড়াও আটটি দেশে ৪২৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগ থেকে কোচিং সেন্টার বন্ধ থাকার কথা থাকলেও অনেক কোচিং সেন্টারে নানাভাবে কার্যক্রম চালাচ্ছে বলে সংশ্লিষ্ট অভিভাবকরা জানিয়েছেন।

আন্তঃশিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরু ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি যৌক্তিক কারণে কারও দেরি হয় সেক্ষেত্রে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্ব হওয়ার কারণ রেজিস্টার খাতায় লিখে প্রবেশ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিবন্ধী শিক্ষার্থীরা শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষা দিতে পারবে। তাদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি

এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি উপলক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে গত ২৭ অক্টোবর জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভার কার্যবিবরণী গত ১ নভেম্বর প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

কার্যবিবরণীতে বলা হয়, যদি কোন মোবাইল নম্বরে একাধিকবার একই অঙ্কের টাকার সন্দেহজনক লেনদেন হয় তাহলে সংশ্লিষ্ট এজেন্ট/ভেন্ডার নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করবে। একইসঙ্গে মোবাইল ব্যাংকিং পরিচালনাকারী প্রতিষ্ঠানসমূহ কেন্দ্রীয়ভাবে সন্দেহজনক লেনদেন নির্ণয় করে নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা জারি করতে হবে।’

সামাজিক যোগাযোগের মাধ্যমে কার্যবিবরণীতে বলা হয়েছে, ‘পাবলিক পরীক্ষা নিয়ে ফেইসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউবসহ অন্যান্য সব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব সৃষ্টিকারীদের পেইজ দ্রুত বন্ধের জন্য পূর্ব থেকেই ফেইসবুকসহ অন্যান্য কর্তৃপক্ষকে অবহিত করে বিটিআরসিকে পত্র প্রেরণ করবে।’

মোট পরীক্ষা কেন্দ্র

সারাদেশে মোট তিন হাজার ৬৭৯টি কেন্দ্রে ২৯ হাজার ৩৫টি প্রতিষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মাদ্রাসার দাখিলের জন্য ৭১০টি ও ভোকেশনালের জন্য ৭৬০টি কেন্দ্র রয়েছে।

এবার নয়টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে ঢাকা বোর্ডে বিজ্ঞান বিভাগে এক লাখ ৩৪ হাজার ৪৩১ জন, মানবিকে দুই লাখ ৯৫৭ জন এবং ব্যবসা শিক্ষায় এক লাখ ৪০ হাজার ৭১২ জন মিলে মোট চার লাখ ৭৬ হাজার ১০০ জন পরীক্ষার্থী রয়েছে।

এছাড়া রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে দুই লাখ সাত হাজার ৫৬৮ জন, কুমিল্লা বোর্ডে দুই লাখ ২৪ হাজার ৮৭৪ জন, যশোরে এক লাখ ৮১ হাজার ২৮১ জন, চট্টগ্রামে এক লাখ ৬০ হাজার ৯২৫ জন, বরিশালে এক লাখ চার হাজার ৯৯০ জন, সিলেটে এক লাখ ২১ হাজার ১১১ জন, দিনাজপুরে এক লাখ ৯৩ হাজার ৪৪৬ জন এবং ময়মনসিংহে এক লাখ ৩০ হাজার ৭০২ জন পরীক্ষার্থী রয়েছে।

পরীক্ষার সূচি

প্রতিটি পরীক্ষার সময় এক ঘণ্টা ৩০ মিনিট। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন ১৪ নভেম্বর সকালে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ নভেম্বর সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং বিকেলে হিসাববিজ্ঞান পরীক্ষা নেয়া হবে।

১৬ নভেম্বর সকালে রসায়ন (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ নভেম্বর সকালে শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) অনুষ্ঠিত হবে। ২১ নভেম্বর সকালে ভূগোল ও পরিবেশ এবং বিকেলে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর ২২ নভেম্বর সকালে উচ্চতর গণিত ও জীববিজ্ঞান পরীক্ষা নেয়া হবে। ২৩ নভেম্বর সকালে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরীক্ষা এবং বিকেলে ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্য পরীক্ষার মধ্যে ১৪ নভেম্বর দাখিলে কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের, ১৮ নভেম্বর হাদিস শরিফ বিষয়ের এবং ২১ নভেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন, তাজভিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজভিদ (হিফজুল গ্রুপ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রবিবার, ১৪ নভেম্বর ২০২১ , ২৯ কার্তিক ১৪২৮ ৮ রবিউস সানি ১৪৪৩

এসএসসি ও সমমানের পরীক্ষা আজ শুরু

প্রশ্নফাঁস ঠেকাতে কড়া নজরদারি

পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন, এ বছর বেড়েছে ৮ দশমিক ৭৬ শতাংশ

নিজস্ব বার্তা পরিবেশক

image

আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস ও অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে নজরদারি থাকবে ‘মোবাইল ব্যাংকিং’ কার্যক্রমের ওপর। গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগের মাধ্যমেও তীক্ষè নজর থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর।

এসএসসি ও সমমান পরীক্ষায় এবার বসছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী। গত বছর এই পরীক্ষায় অংশ নিয়েছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। সে হিসেবে এক লাখ ৭৯ হাজার ৩৩৪ জন পরীক্ষার্থী বেড়েছে। এক বছরে পরীক্ষার্থী বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬ শতাংশ।

সকাল-বিকেল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষ হবে আগামী ২৩ নভেম্বর। পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা আগেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

করোনা সংক্রমণের কারণে পরীক্ষার নম্বর ও সময় কমিয়ে আনা হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্যবিধি ঠিক রাখতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের একই সময়ে পরীক্ষা না নিয়ে ভিন্ন ভিন্ন সময়ে পরীক্ষা নেয়া হচ্ছে। পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে আনা হয়েছে। সাধারণ বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা হবে ২৩ নভেম্বর পর্যন্ত। আর মাদ্রাসা ও ভোকেশনালের পরীক্ষা শেষ হবে ২১ নভেম্বর।

এবার মোট পরীক্ষার্থীর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে ১৮ লাখ ৯৯৮ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে তিন লাখ এক হাজার ৮৮৭ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে (ভোকেশনাল) এক লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী রয়েছে। বাংলাদেশ ছাড়াও আটটি দেশে ৪২৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগ থেকে কোচিং সেন্টার বন্ধ থাকার কথা থাকলেও অনেক কোচিং সেন্টারে নানাভাবে কার্যক্রম চালাচ্ছে বলে সংশ্লিষ্ট অভিভাবকরা জানিয়েছেন।

আন্তঃশিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরু ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি যৌক্তিক কারণে কারও দেরি হয় সেক্ষেত্রে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্ব হওয়ার কারণ রেজিস্টার খাতায় লিখে প্রবেশ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিবন্ধী শিক্ষার্থীরা শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষা দিতে পারবে। তাদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি

এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি উপলক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে গত ২৭ অক্টোবর জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভার কার্যবিবরণী গত ১ নভেম্বর প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

কার্যবিবরণীতে বলা হয়, যদি কোন মোবাইল নম্বরে একাধিকবার একই অঙ্কের টাকার সন্দেহজনক লেনদেন হয় তাহলে সংশ্লিষ্ট এজেন্ট/ভেন্ডার নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করবে। একইসঙ্গে মোবাইল ব্যাংকিং পরিচালনাকারী প্রতিষ্ঠানসমূহ কেন্দ্রীয়ভাবে সন্দেহজনক লেনদেন নির্ণয় করে নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা জারি করতে হবে।’

সামাজিক যোগাযোগের মাধ্যমে কার্যবিবরণীতে বলা হয়েছে, ‘পাবলিক পরীক্ষা নিয়ে ফেইসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউবসহ অন্যান্য সব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব সৃষ্টিকারীদের পেইজ দ্রুত বন্ধের জন্য পূর্ব থেকেই ফেইসবুকসহ অন্যান্য কর্তৃপক্ষকে অবহিত করে বিটিআরসিকে পত্র প্রেরণ করবে।’

মোট পরীক্ষা কেন্দ্র

সারাদেশে মোট তিন হাজার ৬৭৯টি কেন্দ্রে ২৯ হাজার ৩৫টি প্রতিষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মাদ্রাসার দাখিলের জন্য ৭১০টি ও ভোকেশনালের জন্য ৭৬০টি কেন্দ্র রয়েছে।

এবার নয়টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে ঢাকা বোর্ডে বিজ্ঞান বিভাগে এক লাখ ৩৪ হাজার ৪৩১ জন, মানবিকে দুই লাখ ৯৫৭ জন এবং ব্যবসা শিক্ষায় এক লাখ ৪০ হাজার ৭১২ জন মিলে মোট চার লাখ ৭৬ হাজার ১০০ জন পরীক্ষার্থী রয়েছে।

এছাড়া রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে দুই লাখ সাত হাজার ৫৬৮ জন, কুমিল্লা বোর্ডে দুই লাখ ২৪ হাজার ৮৭৪ জন, যশোরে এক লাখ ৮১ হাজার ২৮১ জন, চট্টগ্রামে এক লাখ ৬০ হাজার ৯২৫ জন, বরিশালে এক লাখ চার হাজার ৯৯০ জন, সিলেটে এক লাখ ২১ হাজার ১১১ জন, দিনাজপুরে এক লাখ ৯৩ হাজার ৪৪৬ জন এবং ময়মনসিংহে এক লাখ ৩০ হাজার ৭০২ জন পরীক্ষার্থী রয়েছে।

পরীক্ষার সূচি

প্রতিটি পরীক্ষার সময় এক ঘণ্টা ৩০ মিনিট। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন ১৪ নভেম্বর সকালে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ নভেম্বর সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং বিকেলে হিসাববিজ্ঞান পরীক্ষা নেয়া হবে।

১৬ নভেম্বর সকালে রসায়ন (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ নভেম্বর সকালে শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) অনুষ্ঠিত হবে। ২১ নভেম্বর সকালে ভূগোল ও পরিবেশ এবং বিকেলে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর ২২ নভেম্বর সকালে উচ্চতর গণিত ও জীববিজ্ঞান পরীক্ষা নেয়া হবে। ২৩ নভেম্বর সকালে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরীক্ষা এবং বিকেলে ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্য পরীক্ষার মধ্যে ১৪ নভেম্বর দাখিলে কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের, ১৮ নভেম্বর হাদিস শরিফ বিষয়ের এবং ২১ নভেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন, তাজভিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজভিদ (হিফজুল গ্রুপ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।