অশান্তির আগুন জ্বলছে বিএনপির ঘরে ওবায়দুল কাদের

‘বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে, আছে রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় ও অস্থিরতায় আছে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

‘দেশে অশান্তির আগুন জ্বলছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘অশান্তির আগুন দেশে নয়, অশান্তির আগুন জ্বলছে এখন বিএনপির আপন ঘরে।’

গতকাল তার বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা দেশের কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না, দেশের সর্বত্র নাকি অশান্তির আগুন দেখতে পাচ্ছেন। ‘আসলে এ আগুন আন্দোলন-নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জীভূত হতাশার আগুন’ মন্তব্য করে তিনি বলেন, ‘দেশের মানুষের চোখের ও মনের ভাষা যারা বোঝে না, যারা ভোগের এবং বিলাসিতাকে বাহন মনে করে তাদের বুকেই জ্বলছে অশান্তির দহন।’

বিএনপি নেতাদের রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন এলে বাঘা বাঘা নেতাদের নিয়ে ঐক্য দেশবাসী দেখেছে, এসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ। নেতায় নেতায় ঐক্য দিয়ে কী লাভ? আওয়ামী লীগ এসবকে ভয় পায় না, ভয় দেখিয়ে লাভ নাই।

সেতুমন্ত্রী আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণ শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতিকেই বেছে নেবে ইনশাআল্লাহ।

আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জন্মলগ্ন থেকে এ দেশে প্রতিহিংসার রাজনীতি বিএনপিই চর্চা করে আসছে। প্রতিহিংসা, ষড়যন্ত্র আর সন্ত্রাসের ওপর বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। বিএনপি এখন টিকে আছে ভার্চুয়াল জগতে এমন দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ হিংসা নয়, আওয়ামী লীগ সহিষ্ণুতার রাজনীতিতে বিশ্বাসী।

ওবায়দুল কাদের আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ অন্যদিকে সাম্প্রদায়িক অপশক্তি আর ধর্মের ওপর ভর করে ক্ষমতায় যেতে চায় বিএনপি।

আরও খবর
সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে বিশ্ব সম্প্রদায়ের সামনে ৪ প্রস্তাব
‘উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড’ পেলেন শেখ হাসিনা
জ্বালানি তেল ও বাসভাড়া বৃদ্ধিতে বৃহত্তর আন্দোলনের আহ্বান
কলকাতা বইমেলা : এবারের আয়োজন সেন্ট্রাল পার্কে উদ্বোধন ৩১ জানুয়ারি
ফের হাসপাতালে খালেদা জিয়া
কুমিল্লার ঘটনায় পুলিশের অবহেলা আছে কিনা তদন্ত করা হচ্ছে ডিএমপি কমিশনার
হামলায় ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু
কাদের মির্জার হাতে ৪ ব্যবসায়ী লাঞ্ছিত
দক্ষিণখানে নারীর লাশ উদ্ধার
নূহাশ পল্লীতে জ্বললো ১০০১টি মোমবাতি
পীরগাছায় কান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচনে শুন্য ভোট পেয়েছেন দুই মেম্বার প্রার্থী
গুলশানে শিশু খিলগাঁওয়ে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

রবিবার, ১৪ নভেম্বর ২০২১ , ২৯ কার্তিক ১৪২৮ ৮ রবিউস সানি ১৪৪৩

অশান্তির আগুন জ্বলছে বিএনপির ঘরে ওবায়দুল কাদের

নিজস্ব বার্তা পরিবেশক

‘বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে, আছে রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় ও অস্থিরতায় আছে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

‘দেশে অশান্তির আগুন জ্বলছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘অশান্তির আগুন দেশে নয়, অশান্তির আগুন জ্বলছে এখন বিএনপির আপন ঘরে।’

গতকাল তার বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা দেশের কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না, দেশের সর্বত্র নাকি অশান্তির আগুন দেখতে পাচ্ছেন। ‘আসলে এ আগুন আন্দোলন-নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জীভূত হতাশার আগুন’ মন্তব্য করে তিনি বলেন, ‘দেশের মানুষের চোখের ও মনের ভাষা যারা বোঝে না, যারা ভোগের এবং বিলাসিতাকে বাহন মনে করে তাদের বুকেই জ্বলছে অশান্তির দহন।’

বিএনপি নেতাদের রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন এলে বাঘা বাঘা নেতাদের নিয়ে ঐক্য দেশবাসী দেখেছে, এসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ। নেতায় নেতায় ঐক্য দিয়ে কী লাভ? আওয়ামী লীগ এসবকে ভয় পায় না, ভয় দেখিয়ে লাভ নাই।

সেতুমন্ত্রী আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণ শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতিকেই বেছে নেবে ইনশাআল্লাহ।

আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জন্মলগ্ন থেকে এ দেশে প্রতিহিংসার রাজনীতি বিএনপিই চর্চা করে আসছে। প্রতিহিংসা, ষড়যন্ত্র আর সন্ত্রাসের ওপর বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। বিএনপি এখন টিকে আছে ভার্চুয়াল জগতে এমন দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ হিংসা নয়, আওয়ামী লীগ সহিষ্ণুতার রাজনীতিতে বিশ্বাসী।

ওবায়দুল কাদের আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ অন্যদিকে সাম্প্রদায়িক অপশক্তি আর ধর্মের ওপর ভর করে ক্ষমতায় যেতে চায় বিএনপি।