জ্বালানি তেল ও বাসভাড়া বৃদ্ধিতে বৃহত্তর আন্দোলনের আহ্বান

যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের মতবিনিময়

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি বাস ও লঞ্চের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, নাগরিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। গতকাল যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এই আহ্বান জানান। এই আন্দোলনে সাধারণ জনগণকে সম্পৃক্ত করার প্রতিও জোর দেন।

নগরীর ডিআইটিতে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষণ হলে বেলা পৌনে এগারোটায় শুরু হয়ে এই সভা চলে বেলা দেড়টা পর্যন্ত। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব, কবি ও সাংবাদিক হালিম আজাদ, জেলা বাসদের সমন্বয়কারী নিখিল দাস, ওয়ার্কার্স পার্টির সভাপতি হিমাংশু সাহা, সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, নাসিক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাড. আওলাদ হোসেন, সমমনার সভাপতি দুলাল সাহা, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অযৌক্তিক। বাসমালিক সিন্ডিকেটকে ভাড়া বৃদ্ধির সুযোগ করে দিয়েছে সরকার। জ্বালানি তেলের দাম ও বাসভাড়া বৃদ্ধির প্রভাব পড়েছে কাঁচাবাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসে। দেশে সুশাসন না থাকার কারণে জনগণের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা নেই। জনগণের সঙ্গে তামাশা করছে সরকার। চুরি-দুর্নীতি সামাল দিতে না পেরে মানুষের পকেট কাটা শুরু করেছে। গণতান্ত্রিক কাঠামোকে নষ্ট করে ফেলেছে এই সরকার। এর বিরুদ্ধে গণমুখী আন্দোলন প্রয়োজন। সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে জ্বালানি তেলের মূল্য, বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর বিরুদ্ধে দাঁড়াতে হবে।

সভার শুরুতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে দূরত্ব অনুযায়ী সঠিক ভাড়া নির্ধারণের বিষয়ে একটি পরিসংখ্যান দেন রফিউর রাব্বি। রফিউর রাব্বি বলেন, ডিজেলের নতুন দাম অনুযায়ীও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৪০ টাকার বেশি হওয়ার কথা নয়। অথচ ভাড়া নেয়া হচ্ছে ৪৫ টাকা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, গণশুনানি বা কোন জনসম্পৃক্ততা ছাড়াই যেভাবে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়েছে তা কোন স্বৈরতান্ত্রিক সরকারও করতে পারে না। দেশব্যাপী বাসমালিক সিন্ডিকেটকে সুবিধা দিতেই এই কাজ করা হয়েছে। এই সরকার জনগণের পক্ষে কোন ভূমিকাই প্রদর্শন করতে চায় না।

রফিউর রাব্বি বলেন, সভায় বক্তাদের মতামতের ওপর সিদ্ধান্ত নেয়া হবে। জেলা প্রশাসক, বিআরটিএ ও বিআরটিসির সঙ্গে পৃথকভাবে আলোচনা করা হবে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির এসি বাস পুনরায় চালু, নন-এসি বাসের সংখ্যা বৃদ্ধির দাবি জানানো হবে।

সভায় আরও বক্তব্য রাখেন খেলাঘরের সাধারণ সম্পাদক ফারুক মহসিন, সমগীতের সভাপতি দিনা তাজরীন, সাবেক সভাপতি অমল আকাশ, ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি সুলতানা আক্তার, ছাত্র ফেডারেশনের সভাপতি ইলিয়াস জামান।

আরও খবর
সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে বিশ্ব সম্প্রদায়ের সামনে ৪ প্রস্তাব
‘উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড’ পেলেন শেখ হাসিনা
অশান্তির আগুন জ্বলছে বিএনপির ঘরে ওবায়দুল কাদের
কলকাতা বইমেলা : এবারের আয়োজন সেন্ট্রাল পার্কে উদ্বোধন ৩১ জানুয়ারি
ফের হাসপাতালে খালেদা জিয়া
কুমিল্লার ঘটনায় পুলিশের অবহেলা আছে কিনা তদন্ত করা হচ্ছে ডিএমপি কমিশনার
হামলায় ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু
কাদের মির্জার হাতে ৪ ব্যবসায়ী লাঞ্ছিত
দক্ষিণখানে নারীর লাশ উদ্ধার
নূহাশ পল্লীতে জ্বললো ১০০১টি মোমবাতি
পীরগাছায় কান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচনে শুন্য ভোট পেয়েছেন দুই মেম্বার প্রার্থী
গুলশানে শিশু খিলগাঁওয়ে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

রবিবার, ১৪ নভেম্বর ২০২১ , ২৯ কার্তিক ১৪২৮ ৮ রবিউস সানি ১৪৪৩

জ্বালানি তেল ও বাসভাড়া বৃদ্ধিতে বৃহত্তর আন্দোলনের আহ্বান

যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের মতবিনিময়

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি বাস ও লঞ্চের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, নাগরিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। গতকাল যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এই আহ্বান জানান। এই আন্দোলনে সাধারণ জনগণকে সম্পৃক্ত করার প্রতিও জোর দেন।

নগরীর ডিআইটিতে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষণ হলে বেলা পৌনে এগারোটায় শুরু হয়ে এই সভা চলে বেলা দেড়টা পর্যন্ত। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব, কবি ও সাংবাদিক হালিম আজাদ, জেলা বাসদের সমন্বয়কারী নিখিল দাস, ওয়ার্কার্স পার্টির সভাপতি হিমাংশু সাহা, সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, নাসিক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাড. আওলাদ হোসেন, সমমনার সভাপতি দুলাল সাহা, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অযৌক্তিক। বাসমালিক সিন্ডিকেটকে ভাড়া বৃদ্ধির সুযোগ করে দিয়েছে সরকার। জ্বালানি তেলের দাম ও বাসভাড়া বৃদ্ধির প্রভাব পড়েছে কাঁচাবাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসে। দেশে সুশাসন না থাকার কারণে জনগণের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা নেই। জনগণের সঙ্গে তামাশা করছে সরকার। চুরি-দুর্নীতি সামাল দিতে না পেরে মানুষের পকেট কাটা শুরু করেছে। গণতান্ত্রিক কাঠামোকে নষ্ট করে ফেলেছে এই সরকার। এর বিরুদ্ধে গণমুখী আন্দোলন প্রয়োজন। সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে জ্বালানি তেলের মূল্য, বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর বিরুদ্ধে দাঁড়াতে হবে।

সভার শুরুতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে দূরত্ব অনুযায়ী সঠিক ভাড়া নির্ধারণের বিষয়ে একটি পরিসংখ্যান দেন রফিউর রাব্বি। রফিউর রাব্বি বলেন, ডিজেলের নতুন দাম অনুযায়ীও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৪০ টাকার বেশি হওয়ার কথা নয়। অথচ ভাড়া নেয়া হচ্ছে ৪৫ টাকা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, গণশুনানি বা কোন জনসম্পৃক্ততা ছাড়াই যেভাবে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়েছে তা কোন স্বৈরতান্ত্রিক সরকারও করতে পারে না। দেশব্যাপী বাসমালিক সিন্ডিকেটকে সুবিধা দিতেই এই কাজ করা হয়েছে। এই সরকার জনগণের পক্ষে কোন ভূমিকাই প্রদর্শন করতে চায় না।

রফিউর রাব্বি বলেন, সভায় বক্তাদের মতামতের ওপর সিদ্ধান্ত নেয়া হবে। জেলা প্রশাসক, বিআরটিএ ও বিআরটিসির সঙ্গে পৃথকভাবে আলোচনা করা হবে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির এসি বাস পুনরায় চালু, নন-এসি বাসের সংখ্যা বৃদ্ধির দাবি জানানো হবে।

সভায় আরও বক্তব্য রাখেন খেলাঘরের সাধারণ সম্পাদক ফারুক মহসিন, সমগীতের সভাপতি দিনা তাজরীন, সাবেক সভাপতি অমল আকাশ, ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি সুলতানা আক্তার, ছাত্র ফেডারেশনের সভাপতি ইলিয়াস জামান।