বাগেরহাটে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

বাগেরহাটের শরণখোলা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আনসার আলী আকন (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে গতকাল দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে। শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে শুক্রবার বিকেলে ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। মামলার এজাহারের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের রহমান হাওলাদারের বাড়ির পিছনে নির্জন ফাঁকা জায়গায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে একা পেয়ে দক্ষিণ রাজাপুর গ্রামের আ. সাত্তার আকনের ছেলে আনসার আলী আকন (৬০) জাপটে ধরে ধর্ষণেরচেষ্টা চালায় । এ সময় কিশোরীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট আনসার আলী দৌড়ে পালিয়ে যায়। পরে কিশোরীর পিতা শহিদুল হাওলাদার শুক্রবার সন্ধ্যায় আনসার আলীকে আসামী করে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে দক্ষিণ রাজাপুর গ্রাম থেকে আসামি আনসার আলীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, কিশোরীর পিতার অভিযোগের ভিত্তিতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রেকর্ড করা হয়। গ্রেপ্তারকৃত আসামিসহ ভিকটিমকে শনিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে এলাকায় এ ধরনের আরো অভিযোগ রয়েছে বলে থানার ওসি জানান।

রবিবার, ১৪ নভেম্বর ২০২১ , ২৯ কার্তিক ১৪২৮ ৮ রবিউস সানি ১৪৪৩

বাগেরহাটে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

প্রতিনিধি, বাগেরহা

বাগেরহাটের শরণখোলা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আনসার আলী আকন (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে গতকাল দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে। শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে শুক্রবার বিকেলে ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। মামলার এজাহারের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের রহমান হাওলাদারের বাড়ির পিছনে নির্জন ফাঁকা জায়গায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে একা পেয়ে দক্ষিণ রাজাপুর গ্রামের আ. সাত্তার আকনের ছেলে আনসার আলী আকন (৬০) জাপটে ধরে ধর্ষণেরচেষ্টা চালায় । এ সময় কিশোরীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট আনসার আলী দৌড়ে পালিয়ে যায়। পরে কিশোরীর পিতা শহিদুল হাওলাদার শুক্রবার সন্ধ্যায় আনসার আলীকে আসামী করে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে দক্ষিণ রাজাপুর গ্রাম থেকে আসামি আনসার আলীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, কিশোরীর পিতার অভিযোগের ভিত্তিতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রেকর্ড করা হয়। গ্রেপ্তারকৃত আসামিসহ ভিকটিমকে শনিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে এলাকায় এ ধরনের আরো অভিযোগ রয়েছে বলে থানার ওসি জানান।