লঘুচাপ আজও বৃষ্টি হবে

রাজধানীসহ দেশের পাঁচ বিভাগে আজ রোববারও বৃষ্টি হবে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় লঘুচাপে পরিণত হয়ে ভারতের উত্তর তামিলনাড়ু চলে গেছে। এর প্রভাবেই এখন বৃষ্টি হচ্ছে।

এ বৃষ্টির পরপরই অবশ্য শীত জেঁকে বসবে না। সামনে আরও একটি নিম্নচাপ হতে পারে। সেখান থেকে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়। শীত পড়বে এরপর। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে গতকাল এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন শনিবার সাংবাদিকদের বলেন, লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে কালও থেমে থেমে বৃষ্টি হবে। আজও বৃষ্টি হবে রাজধানীতেও। রোদের মুখ দেখার জন্য সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

তিনি আরও বলেন, একটি লঘুচাপ এখন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছে। এটি সুস্পষ্ট চাপ থেকে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ২০ নভেম্বরের মধ্যে এটি হতে পারে এবং এরপরই শীত পড়বে বেশি করে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, গতকাল রাজধানীতে এক মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আকাশ মেঘে ঢাকা। তবে বৃষ্টি কম হয়েছে। দেশে শনিবার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চুয়াডাঙ্গায় ৯ মিলিমিটার।

image

শীতের শুরু, গতকাল ছিল বৃষ্টিঝরা দিন। কখনও গুঁড়ি গুঁড়ি কখনও থেমে থেমে বৃষ্টি পড়ে। রাজধানীবাসীর ছিল দুর্ভোগ -সংবাদ

আরও খবর
চট্টগ্রামে গণপরিবহনে পৃথক স্টিকার লাগিয়েছে সিএমপি ও বিআরটিএ
শেষ হলো সাত কলেজের ভর্তি পরীক্ষা
জৈবসারের দখলে সড়ক, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা
সংসদ অধিবেশন আজ থেকে

রবিবার, ১৪ নভেম্বর ২০২১ , ২৯ কার্তিক ১৪২৮ ৮ রবিউস সানি ১৪৪৩

লঘুচাপ আজও বৃষ্টি হবে

নিজস্ব বার্তা পরিবেশক

image

শীতের শুরু, গতকাল ছিল বৃষ্টিঝরা দিন। কখনও গুঁড়ি গুঁড়ি কখনও থেমে থেমে বৃষ্টি পড়ে। রাজধানীবাসীর ছিল দুর্ভোগ -সংবাদ

রাজধানীসহ দেশের পাঁচ বিভাগে আজ রোববারও বৃষ্টি হবে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় লঘুচাপে পরিণত হয়ে ভারতের উত্তর তামিলনাড়ু চলে গেছে। এর প্রভাবেই এখন বৃষ্টি হচ্ছে।

এ বৃষ্টির পরপরই অবশ্য শীত জেঁকে বসবে না। সামনে আরও একটি নিম্নচাপ হতে পারে। সেখান থেকে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়। শীত পড়বে এরপর। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে গতকাল এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন শনিবার সাংবাদিকদের বলেন, লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে কালও থেমে থেমে বৃষ্টি হবে। আজও বৃষ্টি হবে রাজধানীতেও। রোদের মুখ দেখার জন্য সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

তিনি আরও বলেন, একটি লঘুচাপ এখন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছে। এটি সুস্পষ্ট চাপ থেকে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ২০ নভেম্বরের মধ্যে এটি হতে পারে এবং এরপরই শীত পড়বে বেশি করে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, গতকাল রাজধানীতে এক মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আকাশ মেঘে ঢাকা। তবে বৃষ্টি কম হয়েছে। দেশে শনিবার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চুয়াডাঙ্গায় ৯ মিলিমিটার।