দল ঘোষণা মঙ্গলবার পরিবর্তনের আভাস

শুক্রবার রাতে ঢাকায় পৌঁছে গতকাল শিষ্যদের নিয়ে অনুশীলনে নেমেছেন কোচ রাসেল ডমিঙ্গো। পাকিস্তান সিরিজকে সামনে রেখে জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয়েছে শনিবার। ১২-১৩ জন ক্রিকেটারদের নিয়ে চলছে অনুশীলন। বৃষ্টির কারণে গতকাল ইনডোরেই চলছে পুরো কার্যক্রম। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সাত তরুণ ক্রিকেটারকে নিয়ে গত সপ্তাহে কাজ করেছে। ডমিঙ্গো গতকাল প্রথমবার তাদের দেখেছেন। এক/দুই জনকে নিয়ে বেশ উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনি।

অনুশীলনের পর বিসিবির কয়েকজন পরিচালক, নির্বাচক ও সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আলোচনায় বসেছিলেন কোচ। পাকিস্তান সিরিজের দল নিয়েই তাদের আলোচনা চলেছে। গত সপ্তাহের শেষ দিকে নির্বাচকরাও দল নিয়ে বৈঠকে বসেছিলেন। তখনও দল চূড়ান্ত করতে পারেনি। আকরাম খান গণমাধ্যমকে জানালেন, ১৬ নভেম্বর জাতীয় দল ঘোষণা করবে নির্বাচকরা।

বৈঠক শেষে আকরাম খান বলেন, ‘দল আজ (শনিবার) দেয়ার কথা ছিল না। পাকিস্তান দল আজ (শনিবার) এসেছে। টি-২০ বিশ্বকাপে পাকিস্তান খুবই ভালো খেলেছে। আমাদের জন্য কঠিন সিরিজ হবে তা বলার অপেক্ষা রাখে না। আমাদের খেলোয়াড়দের ফর্মটা ওরকম ভালো না। ফর্ম চলে আসবে। এটা এক সময় উপরে, এক সময় নিচে থাকে। আমরা ভালো কাজগুলো করতে পারি। পারফরম্যান্স ভালো করতে সর্বাত্মক চেষ্টা করতে পারি। আমরা ১৬ নভেম্বর চূড়ান্ত দল ঘোষণা করবো।’

টি-২০ সিরিজে পাওয়া যাবে না সাকিব ও তামিমকে। শোনা যাচ্ছিল দলে বড় পরিবর্তন আসবে। আকরাম খান অবশ্য বড় পরিবর্তনের কথা উড়িয়ে দিলেন, ‘খেলোয়াড়রা যে খারাপ খেলেছে শুধু সেটা কাউন্ট করলেই তো হবে না। পুরো দলটা পরিবর্তন করলেই ফল আসবে এমন ধারনা ভুল। কিছু খেলোয়াড়ের কাছ থেকে প্রত্যাশা ভালো ছিল, আশা ছিল। সেই রকম করতে পারেনি। কিছু খেলোয়াড় ইনজুরিতে আছে। সেখানে নতুন খেলোয়াড় দেখতে পারবেন। ২-১ জন পরিবর্তন হতে পারে।’

দেশের মাঠের উইকেট নিয়ে প্রবল সমালোচনায় বিদ্ধ বিসিবি। আকরাম খানের প্রত্যাশা এবার ভালো উইকেটেই খেলবে দুই দল। সঙ্গে মিরপুরের উইকেট বিশ্রাম পাওয়ায় ভালোমানের উইকেটও পাওয়া যাবে। তার ভাষ্য, ‘আমরা শেষ যে উইকেটে খেলেছি, ওই মাসে কিন্তু আমাদের দেশের উইকেট ওই রকমই থাকে। আবহাওয়ার কারণে। এখন কিন্তু উইকেট ভালো থাকে। এই সময়ে কিন্তু আমরা বিপিএল করে থাকি। আমরা প্রিমিয়ার লীগের ম্যাচ খেলি। বিসিএলও খেলি। আশা করছি ভালো উইকেট পাবে। আরেকটা বিষয়, উইকেট বিশ্রাম পাবে। কারণ, আমরা চট্টগ্রামেও খেলছি। আশা করছি ভালো উইকেট পাবো। উইকেটের জন্যই যে খারাপ খেলছি তা না। আমাদের টেকটিক্যাল, অ্যাটিটিউড, পারফরম্যান্স করার ছিল, সেটা কিন্তু করতে পারিনি।’

রবিবার, ১৪ নভেম্বর ২০২১ , ২৯ কার্তিক ১৪২৮ ৮ রবিউস সানি ১৪৪৩

অনুশীলন শুরু টাইগারদের

দল ঘোষণা মঙ্গলবার পরিবর্তনের আভাস

ক্রীড়া বার্তা পরিবেশক

শুক্রবার রাতে ঢাকায় পৌঁছে গতকাল শিষ্যদের নিয়ে অনুশীলনে নেমেছেন কোচ রাসেল ডমিঙ্গো। পাকিস্তান সিরিজকে সামনে রেখে জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয়েছে শনিবার। ১২-১৩ জন ক্রিকেটারদের নিয়ে চলছে অনুশীলন। বৃষ্টির কারণে গতকাল ইনডোরেই চলছে পুরো কার্যক্রম। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সাত তরুণ ক্রিকেটারকে নিয়ে গত সপ্তাহে কাজ করেছে। ডমিঙ্গো গতকাল প্রথমবার তাদের দেখেছেন। এক/দুই জনকে নিয়ে বেশ উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনি।

অনুশীলনের পর বিসিবির কয়েকজন পরিচালক, নির্বাচক ও সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আলোচনায় বসেছিলেন কোচ। পাকিস্তান সিরিজের দল নিয়েই তাদের আলোচনা চলেছে। গত সপ্তাহের শেষ দিকে নির্বাচকরাও দল নিয়ে বৈঠকে বসেছিলেন। তখনও দল চূড়ান্ত করতে পারেনি। আকরাম খান গণমাধ্যমকে জানালেন, ১৬ নভেম্বর জাতীয় দল ঘোষণা করবে নির্বাচকরা।

বৈঠক শেষে আকরাম খান বলেন, ‘দল আজ (শনিবার) দেয়ার কথা ছিল না। পাকিস্তান দল আজ (শনিবার) এসেছে। টি-২০ বিশ্বকাপে পাকিস্তান খুবই ভালো খেলেছে। আমাদের জন্য কঠিন সিরিজ হবে তা বলার অপেক্ষা রাখে না। আমাদের খেলোয়াড়দের ফর্মটা ওরকম ভালো না। ফর্ম চলে আসবে। এটা এক সময় উপরে, এক সময় নিচে থাকে। আমরা ভালো কাজগুলো করতে পারি। পারফরম্যান্স ভালো করতে সর্বাত্মক চেষ্টা করতে পারি। আমরা ১৬ নভেম্বর চূড়ান্ত দল ঘোষণা করবো।’

টি-২০ সিরিজে পাওয়া যাবে না সাকিব ও তামিমকে। শোনা যাচ্ছিল দলে বড় পরিবর্তন আসবে। আকরাম খান অবশ্য বড় পরিবর্তনের কথা উড়িয়ে দিলেন, ‘খেলোয়াড়রা যে খারাপ খেলেছে শুধু সেটা কাউন্ট করলেই তো হবে না। পুরো দলটা পরিবর্তন করলেই ফল আসবে এমন ধারনা ভুল। কিছু খেলোয়াড়ের কাছ থেকে প্রত্যাশা ভালো ছিল, আশা ছিল। সেই রকম করতে পারেনি। কিছু খেলোয়াড় ইনজুরিতে আছে। সেখানে নতুন খেলোয়াড় দেখতে পারবেন। ২-১ জন পরিবর্তন হতে পারে।’

দেশের মাঠের উইকেট নিয়ে প্রবল সমালোচনায় বিদ্ধ বিসিবি। আকরাম খানের প্রত্যাশা এবার ভালো উইকেটেই খেলবে দুই দল। সঙ্গে মিরপুরের উইকেট বিশ্রাম পাওয়ায় ভালোমানের উইকেটও পাওয়া যাবে। তার ভাষ্য, ‘আমরা শেষ যে উইকেটে খেলেছি, ওই মাসে কিন্তু আমাদের দেশের উইকেট ওই রকমই থাকে। আবহাওয়ার কারণে। এখন কিন্তু উইকেট ভালো থাকে। এই সময়ে কিন্তু আমরা বিপিএল করে থাকি। আমরা প্রিমিয়ার লীগের ম্যাচ খেলি। বিসিএলও খেলি। আশা করছি ভালো উইকেট পাবে। আরেকটা বিষয়, উইকেট বিশ্রাম পাবে। কারণ, আমরা চট্টগ্রামেও খেলছি। আশা করছি ভালো উইকেট পাবো। উইকেটের জন্যই যে খারাপ খেলছি তা না। আমাদের টেকটিক্যাল, অ্যাটিটিউড, পারফরম্যান্স করার ছিল, সেটা কিন্তু করতে পারিনি।’