ফাইনালে আম্পায়ার হিসেবে যারা থাকছেন

সব ধরনের নাটকিয়তা ও উত্তেজনার বেশিরভাগই প্রায় শেষ। এখন খানিকটা বাকি রয়েছে ২০২১ টি-২০ বিশ্বকাপের ফাইনালের জন্য।

আইসিসি শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের ফাইনালে কারা আম্পায়ারের দায়িত্ব পালন করবেন, তাদের নাম জানিয়েছে। যেখানে ম্যাচ রেফারি ছাড়া বাকি চারজনই হচ্ছেন দুই সেমিফাইনালের দায়িত্ব পালন করা আম্পায়ার।

ফাইনালে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রঞ্জন মাধুগালে। অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মারাইস এরাসমাস এবং রিচার্ড কেটেলবোরো। টিভি আম্পায়ার হিসেবে থাকছেন নিতিন মেনন ও চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন কুমার ধর্মসেনা।

রবিবার, ১৪ নভেম্বর ২০২১ , ২৯ কার্তিক ১৪২৮ ৮ রবিউস সানি ১৪৪৩

ফাইনালে আম্পায়ার হিসেবে যারা থাকছেন

সংবাদ স্পোর্টস ডেস্ক

সব ধরনের নাটকিয়তা ও উত্তেজনার বেশিরভাগই প্রায় শেষ। এখন খানিকটা বাকি রয়েছে ২০২১ টি-২০ বিশ্বকাপের ফাইনালের জন্য।

আইসিসি শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের ফাইনালে কারা আম্পায়ারের দায়িত্ব পালন করবেন, তাদের নাম জানিয়েছে। যেখানে ম্যাচ রেফারি ছাড়া বাকি চারজনই হচ্ছেন দুই সেমিফাইনালের দায়িত্ব পালন করা আম্পায়ার।

ফাইনালে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রঞ্জন মাধুগালে। অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মারাইস এরাসমাস এবং রিচার্ড কেটেলবোরো। টিভি আম্পায়ার হিসেবে থাকছেন নিতিন মেনন ও চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন কুমার ধর্মসেনা।