এশিয়ান আরচারি শুরু

এশিয়ার ১৬ দেশের ১৮৭ জন আরচার ও কর্মকর্তাদের অংশগ্রহণে শুরু হয়েছে এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের খেলা। টুর্নামেন্টে বাংলাদেশের ১৫ জন আরচার লক্ষ্যভেদ করবে। শনিবার আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী, বিশ্ব আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক টমি রেনে জোসেফাইন দিয়েলেন, বিশ্ব আরচারি এশিয়ার সাধারণ সম্পাদক কিউ হাইউং হ্যান, বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মো. মইনুল ইসলাম (অব.) এবং সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল উপস্থিত ছিলেন। রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগে পাঁচটি করে ইভেন্টের (পুরুষ ও নারী একক ও দলগত এবং মিশ্র দলগত) খেলা অনুষ্টিত হচ্ছে। আজ নিশানা ভেদের খেলায় নামবেন তীরন্দাজরা।

রবিবার, ১৪ নভেম্বর ২০২১ , ২৯ কার্তিক ১৪২৮ ৮ রবিউস সানি ১৪৪৩

এশিয়ান আরচারি শুরু

ক্রীড়া বার্তা পরিবেশক

এশিয়ার ১৬ দেশের ১৮৭ জন আরচার ও কর্মকর্তাদের অংশগ্রহণে শুরু হয়েছে এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের খেলা। টুর্নামেন্টে বাংলাদেশের ১৫ জন আরচার লক্ষ্যভেদ করবে। শনিবার আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী, বিশ্ব আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক টমি রেনে জোসেফাইন দিয়েলেন, বিশ্ব আরচারি এশিয়ার সাধারণ সম্পাদক কিউ হাইউং হ্যান, বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মো. মইনুল ইসলাম (অব.) এবং সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল উপস্থিত ছিলেন। রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগে পাঁচটি করে ইভেন্টের (পুরুষ ও নারী একক ও দলগত এবং মিশ্র দলগত) খেলা অনুষ্টিত হচ্ছে। আজ নিশানা ভেদের খেলায় নামবেন তীরন্দাজরা।