ঢাকায় পৌঁছে কোয়ারেন্টিনে পাকিস্তান ক্রিকেট দল

টি-২০ বিশ্বকাপ অভিযান শেষ করে বাবর আজমের পাকিস্তান ক্রিকেট দল শনিবার সকালে দুবাই থেকে সরাসরি ঢাকায় পা রেখেছে। বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা সকাল ৮টায় ঢাকায় পৌঁছেলে কড়া নিরাপত্তায় তাদের নিয়ে যাওয়া হয়েছে হোটেল সোনারগাঁওয়ে। সেখানে দুদিন রুম কোয়ারেন্টিনের পর মাঠে নামার অনুমতি পাবেন অতিথিরা। দলের সঙ্গে আসেননি অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ শোয়েব মালিক। মঙ্গলবার তাদের আসার কথা রয়েছে।

তিন টি-২০ ও দুই টেস্ট খেলতে ২০১৫ সালের পর আবার বাংলাদেশে এসেছে পাকিস্তান। ২০১৬ সালে এসেছিল এশিয়া কাপ খেলতে। আপাতত টি-২০ দলই বাংলাদেশে এসেছে।

বাংলাদেশ সফরের জন্য গত সোমবার ১৮ সদস্যের টি-২০ স্কোয়াড ঘোষণা করে পিসিবি। মোহাম্মদ হাফিজ বাদে বিশ্বকাপ স্কোয়াডের ১৪ জনই আছেন দলে। যুক্ত হচ্ছেন ইফতিখার আহমেদ, হায়দার আলী, খুশদিল শাহ, শাহনাওয়াজ দাহানি। টেস্ট স্কোয়াড পরে ঘোষণা করতে পারে পিসিবি। ১৯, ২০ ও ২২ নভেম্বর দুই দল তিনটি টি-২০ ম্যাচ খেলবে মিরপুরে। এরপর ২৬ নভেম্বর থেকে প্রথম টেস্ট চট্টগ্রামে, ৪ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট মিরপুরে। দুই দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হবে এই সিরিজ দিয়ে।

পাকিস্তান স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, আসিফ আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ইফতিখার আহমেদ, শোয়েব মালিক, হায়দার আলি, উসমান কাদির ও শাহনাওয়াজ দাহানি।

রবিবার, ১৪ নভেম্বর ২০২১ , ২৯ কার্তিক ১৪২৮ ৮ রবিউস সানি ১৪৪৩

ঢাকায় পৌঁছে কোয়ারেন্টিনে পাকিস্তান ক্রিকেট দল

ক্রীড়া বার্তা পরিবেশক

image

টি-২০ বিশ্বকাপ অভিযান শেষ করে বাবর আজমের পাকিস্তান ক্রিকেট দল শনিবার সকালে দুবাই থেকে সরাসরি ঢাকায় পা রেখেছে। বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা সকাল ৮টায় ঢাকায় পৌঁছেলে কড়া নিরাপত্তায় তাদের নিয়ে যাওয়া হয়েছে হোটেল সোনারগাঁওয়ে। সেখানে দুদিন রুম কোয়ারেন্টিনের পর মাঠে নামার অনুমতি পাবেন অতিথিরা। দলের সঙ্গে আসেননি অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ শোয়েব মালিক। মঙ্গলবার তাদের আসার কথা রয়েছে।

তিন টি-২০ ও দুই টেস্ট খেলতে ২০১৫ সালের পর আবার বাংলাদেশে এসেছে পাকিস্তান। ২০১৬ সালে এসেছিল এশিয়া কাপ খেলতে। আপাতত টি-২০ দলই বাংলাদেশে এসেছে।

বাংলাদেশ সফরের জন্য গত সোমবার ১৮ সদস্যের টি-২০ স্কোয়াড ঘোষণা করে পিসিবি। মোহাম্মদ হাফিজ বাদে বিশ্বকাপ স্কোয়াডের ১৪ জনই আছেন দলে। যুক্ত হচ্ছেন ইফতিখার আহমেদ, হায়দার আলী, খুশদিল শাহ, শাহনাওয়াজ দাহানি। টেস্ট স্কোয়াড পরে ঘোষণা করতে পারে পিসিবি। ১৯, ২০ ও ২২ নভেম্বর দুই দল তিনটি টি-২০ ম্যাচ খেলবে মিরপুরে। এরপর ২৬ নভেম্বর থেকে প্রথম টেস্ট চট্টগ্রামে, ৪ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট মিরপুরে। দুই দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হবে এই সিরিজ দিয়ে।

পাকিস্তান স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, আসিফ আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ইফতিখার আহমেদ, শোয়েব মালিক, হায়দার আলি, উসমান কাদির ও শাহনাওয়াজ দাহানি।