ডি মারিয়ার গোলে কাতারের পথে আর্জেন্টিনা

আর্জেন্টিনা তারকা খেলোয়াড় লিওনেল মেসিকে ছাড়া ম্যাচের বেশীরভাগ সময় খেলে উরুগুয়েকে ১-০ গোলে পরাজিত করে কাতার বিশ^কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করার পথে আরও বেশ খানিকটা অগ্রসর হয়েছে। ইনজুরির কারণে লিওনেল মেসি এ ম্যাচের শুরুর একাদশে ছিলেন না। তিনি ম্যাচের শেষ দিকে খেলতে নেমে বিশেষ কিছু করতে পারেননি। তার আগেই ম্যাচের সাত মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে অ্যাঞ্জেল ডি মারিয়া দুরন্ত এক শটে উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্ডো মুসলেরাকে পরাজিত করে এগিয়ে দিয়েছিলেন আর্জেন্টিনাকে। শেষ পর্যন্ত ঐ গোলটিই আর্জেন্টিনাকে পাইয়ে দেয় তিন পয়েন্ট।

এ জয়ের ফলে ১২ ম্যাচ থেকে আর্জেন্টিনার সংগ্রহ বেড়ে দাড়িয়েছে ২৮ পয়েন্ট। ব্রাজিলের চেয়ে তারা ছয় পয়েন্টে পিছিয়ে থাকলেও সেরা চার-এ জায়গা পাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে গেছে তাদের। ল্যাতিন আমেরিকা অঞ্চল থেকে শীর্ষস্থানীয় চারটি দল সরাসরি বিশ^কাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। ৫ম স্থান দখলকারী দেশ সুযোগ পাবে প্লে অফ খেলার।

ম্যাচ শেষে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বলেন, ‘আজকের ম্যাচে জয়ী হওয়াটা ছিল আমাদের জন্য সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় একটি পদক্ষেপ। এখানে খেলা খুবই কঠিন। তবে আর্জেন্টিনার বর্তমান দলটির দৃঢ়তা অসাধারণ। আমরা ভাল খেলতে না পারলেও প্রয়োজনের সময়ে ঠিকই জয় ছিনিয়ে নিতে পারি।’

হাটুর আঘাতের কারণে ক্লাবের হয়ে খেলতে না পারা মেসি এ ম্যাচের দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে মাঠে নামেন। তবে খেলায় তিনি কোন প্রভাব ফেলতে পারেননি। ইনজুরির  কারণে এ ম্যাচে খেলতে পারেননি লেনার্দো প্যারেডেজ।

উরুগুয়ের লুইস সুয়ারেজের একটি শট আর্জেন্টিনার পোস্টে লেগে প্রতিহত হয়। তাছাড়া দ্বিতীয়ার্ধের বেশীরভাগ সময়ই আর্জেন্টিনাকে চাপের মধ্যে রাখতে সক্ষম হয় স্বাগতিকরা। কিন্তু তারা কোন গোল করতে পারেনি। ইনজুরির কারণে উরুগুয়ে এ ম্যাচে তাদের নিয়মিত একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে পায়নি।

বাছাই পর্বের এ সপ্তাহর খেলা শেষে ব্রাজিল ৩৪ পয়েন্ট নিয়ে কাতারে খেলা নিশ্চিত করে ফেলেছে। ইকুয়েডর ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং চিলি, কলম্বিয়া এবং উরুগুয়ে ১৬ পয়েন্ট করে সংগ্রহ করেছে। পেরু ১৪, প্যারাগুয়ে ও বলিভিয়া ১২ পয়েন্ট করে এবং ভেনিজুয়েলা ৭ পয়েন্ট সংগ্রহ করেছে।

মঙ্গলবার আর্জেন্টিনা নিজেদের মাঠে মুখোমুখি হবে ব্রাজিলের। দুই দলের মধ্যেকার প্রথম লেগের খেলা সাত মিনিট পর স্থগিত হয়েছিল। আর্জেন্টিনার চার খেলোয়াড় কোভিড-১৯ নিয়ম লংঘন করায় ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ খেলাটি বন্ধ করে দেয়। ফিফা ম্যাচটির ভাগ্য সম্পর্কে সিদ্ধান্ত দিবে।

রবিবার, ১৪ নভেম্বর ২০২১ , ২৯ কার্তিক ১৪২৮ ৮ রবিউস সানি ১৪৪৩

মঙ্গলবার আর্জেন্টিনা- ব্রাজিল ম্যাচ

ডি মারিয়ার গোলে কাতারের পথে আর্জেন্টিনা

সংবাদ স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনা তারকা খেলোয়াড় লিওনেল মেসিকে ছাড়া ম্যাচের বেশীরভাগ সময় খেলে উরুগুয়েকে ১-০ গোলে পরাজিত করে কাতার বিশ^কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করার পথে আরও বেশ খানিকটা অগ্রসর হয়েছে। ইনজুরির কারণে লিওনেল মেসি এ ম্যাচের শুরুর একাদশে ছিলেন না। তিনি ম্যাচের শেষ দিকে খেলতে নেমে বিশেষ কিছু করতে পারেননি। তার আগেই ম্যাচের সাত মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে অ্যাঞ্জেল ডি মারিয়া দুরন্ত এক শটে উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্ডো মুসলেরাকে পরাজিত করে এগিয়ে দিয়েছিলেন আর্জেন্টিনাকে। শেষ পর্যন্ত ঐ গোলটিই আর্জেন্টিনাকে পাইয়ে দেয় তিন পয়েন্ট।

এ জয়ের ফলে ১২ ম্যাচ থেকে আর্জেন্টিনার সংগ্রহ বেড়ে দাড়িয়েছে ২৮ পয়েন্ট। ব্রাজিলের চেয়ে তারা ছয় পয়েন্টে পিছিয়ে থাকলেও সেরা চার-এ জায়গা পাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে গেছে তাদের। ল্যাতিন আমেরিকা অঞ্চল থেকে শীর্ষস্থানীয় চারটি দল সরাসরি বিশ^কাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। ৫ম স্থান দখলকারী দেশ সুযোগ পাবে প্লে অফ খেলার।

ম্যাচ শেষে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বলেন, ‘আজকের ম্যাচে জয়ী হওয়াটা ছিল আমাদের জন্য সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় একটি পদক্ষেপ। এখানে খেলা খুবই কঠিন। তবে আর্জেন্টিনার বর্তমান দলটির দৃঢ়তা অসাধারণ। আমরা ভাল খেলতে না পারলেও প্রয়োজনের সময়ে ঠিকই জয় ছিনিয়ে নিতে পারি।’

হাটুর আঘাতের কারণে ক্লাবের হয়ে খেলতে না পারা মেসি এ ম্যাচের দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে মাঠে নামেন। তবে খেলায় তিনি কোন প্রভাব ফেলতে পারেননি। ইনজুরির  কারণে এ ম্যাচে খেলতে পারেননি লেনার্দো প্যারেডেজ।

উরুগুয়ের লুইস সুয়ারেজের একটি শট আর্জেন্টিনার পোস্টে লেগে প্রতিহত হয়। তাছাড়া দ্বিতীয়ার্ধের বেশীরভাগ সময়ই আর্জেন্টিনাকে চাপের মধ্যে রাখতে সক্ষম হয় স্বাগতিকরা। কিন্তু তারা কোন গোল করতে পারেনি। ইনজুরির কারণে উরুগুয়ে এ ম্যাচে তাদের নিয়মিত একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে পায়নি।

বাছাই পর্বের এ সপ্তাহর খেলা শেষে ব্রাজিল ৩৪ পয়েন্ট নিয়ে কাতারে খেলা নিশ্চিত করে ফেলেছে। ইকুয়েডর ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং চিলি, কলম্বিয়া এবং উরুগুয়ে ১৬ পয়েন্ট করে সংগ্রহ করেছে। পেরু ১৪, প্যারাগুয়ে ও বলিভিয়া ১২ পয়েন্ট করে এবং ভেনিজুয়েলা ৭ পয়েন্ট সংগ্রহ করেছে।

মঙ্গলবার আর্জেন্টিনা নিজেদের মাঠে মুখোমুখি হবে ব্রাজিলের। দুই দলের মধ্যেকার প্রথম লেগের খেলা সাত মিনিট পর স্থগিত হয়েছিল। আর্জেন্টিনার চার খেলোয়াড় কোভিড-১৯ নিয়ম লংঘন করায় ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ খেলাটি বন্ধ করে দেয়। ফিফা ম্যাচটির ভাগ্য সম্পর্কে সিদ্ধান্ত দিবে।