জামাইয়ের সমালোচনা করলেন আফ্রিদি

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের ১৯তম ওভারে পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদিকে পর পর তিনটি ছক্কা মেরে দেশকে ফাইনালে তুলেছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। গোটা টুর্নামেন্ট জুড়ে শাহিন যে বল করেছেন তার প্রশংসা করলেও ওই ম্যাচে যেভাবে তিনি বল করেছেন, তার জন্য হবুু জামাইয়ের সমালোচনা করলেন সাবেক পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। বিশ্বকাপের মধ্যে শোনা গিয়েছে আফ্রিদির মেয়ের সঙ্গেই বিয়ের ঠিক হয়েছে শাহিনের।

বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পরে পাক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘আমি শাহিনের বলে খুশি নই। হাসান আলি ক্যাচ ছেড়েছে ঠিকই, তার মানে এই নয় পরের তিন বলে তুমি তিনটি ছক্কা খাবে। শাহিনের গতি রয়েছে। ওর উচিত ছিল বুদ্ধি করে বল করা। অফ স্টাম্পের বাইরে ইয়র্কার বল করতে হত। ওর মতো বোলারের কাছে এটা আশা করা যায় না। মাথাটাই খাটাল না।’

অবশ্য গোটা বিশ্বকাপ জুড়ে শাহিন যেরকম বল করেছেন তার প্রশংসা শোনা গিয়েছে হবু শ্বশুর আফ্রিদির গলায়। তিনি বলেন, ‘গোটা টুর্নামেন্ট জুড়ে শাহিন দুর্দান্ত বল করেছে। আমি শুধু ওয়াসিম আকরাম বা মোহাম্মদ আমিরকে এই ধরনের বল করতে দেখেছি। আমি আশা করি এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে শাহিন আরও ভালো বোলার হয়ে উঠবে।’

বিশ্বকাপের সেমিফাইনালে প্রথম ওভারেই অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চকে আউট করেন শাহিন। ১৯তম ওভারে তার হাতে বল তুলে দেন পাক অধিনায়ক বাবর আজম। ওভারের তৃতীয় বলে ওয়েডের ক্যাচ ছাড়েন হাসান। পরের তিনটি বলে তিনটি ছয় মারেন ওয়েড। শাহিনের গতি কাজে লাগিয়ে তিনি ছক্কাগুলো মারেন। সেই কারণেই হবু জামাইয়ের সমালোচনা করলেন আফ্রিদি।

রবিবার, ১৪ নভেম্বর ২০২১ , ২৯ কার্তিক ১৪২৮ ৮ রবিউস সানি ১৪৪৩

জামাইয়ের সমালোচনা করলেন আফ্রিদি

সংবাদ স্পোর্টস ডেস্ক

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের ১৯তম ওভারে পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদিকে পর পর তিনটি ছক্কা মেরে দেশকে ফাইনালে তুলেছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। গোটা টুর্নামেন্ট জুড়ে শাহিন যে বল করেছেন তার প্রশংসা করলেও ওই ম্যাচে যেভাবে তিনি বল করেছেন, তার জন্য হবুু জামাইয়ের সমালোচনা করলেন সাবেক পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। বিশ্বকাপের মধ্যে শোনা গিয়েছে আফ্রিদির মেয়ের সঙ্গেই বিয়ের ঠিক হয়েছে শাহিনের।

বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পরে পাক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘আমি শাহিনের বলে খুশি নই। হাসান আলি ক্যাচ ছেড়েছে ঠিকই, তার মানে এই নয় পরের তিন বলে তুমি তিনটি ছক্কা খাবে। শাহিনের গতি রয়েছে। ওর উচিত ছিল বুদ্ধি করে বল করা। অফ স্টাম্পের বাইরে ইয়র্কার বল করতে হত। ওর মতো বোলারের কাছে এটা আশা করা যায় না। মাথাটাই খাটাল না।’

অবশ্য গোটা বিশ্বকাপ জুড়ে শাহিন যেরকম বল করেছেন তার প্রশংসা শোনা গিয়েছে হবু শ্বশুর আফ্রিদির গলায়। তিনি বলেন, ‘গোটা টুর্নামেন্ট জুড়ে শাহিন দুর্দান্ত বল করেছে। আমি শুধু ওয়াসিম আকরাম বা মোহাম্মদ আমিরকে এই ধরনের বল করতে দেখেছি। আমি আশা করি এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে শাহিন আরও ভালো বোলার হয়ে উঠবে।’

বিশ্বকাপের সেমিফাইনালে প্রথম ওভারেই অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চকে আউট করেন শাহিন। ১৯তম ওভারে তার হাতে বল তুলে দেন পাক অধিনায়ক বাবর আজম। ওভারের তৃতীয় বলে ওয়েডের ক্যাচ ছাড়েন হাসান। পরের তিনটি বলে তিনটি ছয় মারেন ওয়েড। শাহিনের গতি কাজে লাগিয়ে তিনি ছক্কাগুলো মারেন। সেই কারণেই হবু জামাইয়ের সমালোচনা করলেন আফ্রিদি।