অসহায়ের পাশে সহায় যুব উন্নয়ন সমিতি

অসুস্থ কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ওরা ৫০

গোবিন্দগঞ্জে অর্থ সঙ্কট থাকায় অস্বচ্ছল ও অভাবী পরিবারের এক বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিলেন গ্রামের যুবকরা। তাদের মহতি এই উদ্যোগকে স্বাগত জনিয়েছেন এলাকাবাসী।

উপজেলা সদর থেকে প্রায় ২৫ কি.মি. দূরে ছাতিয়ান ছড়া গ্রাম। এই গ্রামের ৫০ জন যুবক মিলে দেড় বছর আগে গড়ে তোলেন ছাতিয়ান যুব উন্নয়ন সমবায় সমিতি। এই সমিতির মূল আদর্শ স্বেচ্ছাসেবী কার্যক্রম। গ্রামের দুস্থ মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থা করা, কন্যাদায়গ্রস্ত পিতা-মাতাকে আর্থিক সহায়তা দিয়ে মেয়ের বিয়ের ব্যবস্থাসহ নানা ধরনের জনকল্যাণমূলক কাজ করা।

কামদিয়া ইউনিয়নের ছাতিয়ান চুড়া গ্রামের অসুস্থ অস্বচ্ছল আব্দুল হাকিম মিয়ার প্রায় ১ বিঘা জমির ধান পরিপক্ক হলেও অর্থ অভাবে কাটতে পারছিল না। বিষয়টি সংগঠনের সদস্যরা জানতে পেরে শুক্রবার জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয়। কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী এই ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন।

অসুস্থ হাকিম বলেন, অর্থাভাবে নিজের চিকিৎসা করতে পারছি না। একমাত্র জমির ধান টুকু পেলে তবু খেয়ে বেঁচে থাকতে পারব। কিন্তু অর্থ সঙ্কটের কারণে সে ধান কাটতে পারছিলাম আজ তারা ধান কেটে দিয়ে বাড়িতে তুলে দিয়ে আমার মুখে অন্ন তুলে দেয়ার মতো একটি কাজ করেছে। আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, তারা যেন বিপদগ্রস্ত আরও মানুষের উপকার করতে পারে।

ছাতিয়ান চুড়া যুব উন্নয়ন সমবায় সমিতির সভাপতি নিজাম উদ্দীন বলেন নিজেদের দায়িত্ববোধ থেকে সংগঠনের সদস্যরা এ ধরনের জনহিতকর কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত আমরা গ্রামের ৫-৬ মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা দিয়েছি। আগামীতে আরও সেবামূলক কাজ করতে নানা ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।

image

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : অসচ্ছল কৃষকের এক বিঘা জমির ধান কেটে দিচ্ছেন ছাতিয়ান যুব উন্নয়ন সমবায় সমিতির সদস্যরা -সংবাদ

আরও খবর
অসুস্থ বীরঙ্গনা মুক্তিযোদ্ধা লক্ষ্মী­র পাশে কেউ নেই
পাটকল বন্ধ হয়নি বন্ধ রয়েছে উৎপাদন -শ্রম প্রতিমন্ত্রী
‘বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করতে চায় বিএনপি-জামায়াত’
নবাবগঞ্জে জেলা পরিষদের ছয় প্রকল্প উদ্বোধন
শেরপুরে মেম্বার হলেন ৮৩ বছরের বৃদ্ধ মোকছেদ
অযত্ন-অবহেলায় নিশ্চিহ্নের পথে নিহতদের গণকবর
মঠবাড়িয়ায় বিবাদের জেরে কলেজ ছাত্র নিহত
কৃষকের আয় বাড়াবে ক্রপ ক্যাফেটোরিয়া
শীতের আগাম সবজি লাভবান কৃষক
বাপ-দাদার চলাচলের রাস্তা বন্ধ : গৃহবন্দী পাঁচ পরিবার
ভোট না দেয়ায় বাঁশের সাঁকো উচ্ছেদ : যোগাযোগ বিচ্ছিন্ন ৫ গ্রাম

সোমবার, ১৫ নভেম্বর ২০২১ , ৩০ কার্তিক ১৪২৮ ৯ রবিউস সানি ১৪৪৩

অসহায়ের পাশে সহায় যুব উন্নয়ন সমিতি

অসুস্থ কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ওরা ৫০

প্রতিনিধি, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

image

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : অসচ্ছল কৃষকের এক বিঘা জমির ধান কেটে দিচ্ছেন ছাতিয়ান যুব উন্নয়ন সমবায় সমিতির সদস্যরা -সংবাদ

গোবিন্দগঞ্জে অর্থ সঙ্কট থাকায় অস্বচ্ছল ও অভাবী পরিবারের এক বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিলেন গ্রামের যুবকরা। তাদের মহতি এই উদ্যোগকে স্বাগত জনিয়েছেন এলাকাবাসী।

উপজেলা সদর থেকে প্রায় ২৫ কি.মি. দূরে ছাতিয়ান ছড়া গ্রাম। এই গ্রামের ৫০ জন যুবক মিলে দেড় বছর আগে গড়ে তোলেন ছাতিয়ান যুব উন্নয়ন সমবায় সমিতি। এই সমিতির মূল আদর্শ স্বেচ্ছাসেবী কার্যক্রম। গ্রামের দুস্থ মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থা করা, কন্যাদায়গ্রস্ত পিতা-মাতাকে আর্থিক সহায়তা দিয়ে মেয়ের বিয়ের ব্যবস্থাসহ নানা ধরনের জনকল্যাণমূলক কাজ করা।

কামদিয়া ইউনিয়নের ছাতিয়ান চুড়া গ্রামের অসুস্থ অস্বচ্ছল আব্দুল হাকিম মিয়ার প্রায় ১ বিঘা জমির ধান পরিপক্ক হলেও অর্থ অভাবে কাটতে পারছিল না। বিষয়টি সংগঠনের সদস্যরা জানতে পেরে শুক্রবার জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয়। কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী এই ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন।

অসুস্থ হাকিম বলেন, অর্থাভাবে নিজের চিকিৎসা করতে পারছি না। একমাত্র জমির ধান টুকু পেলে তবু খেয়ে বেঁচে থাকতে পারব। কিন্তু অর্থ সঙ্কটের কারণে সে ধান কাটতে পারছিলাম আজ তারা ধান কেটে দিয়ে বাড়িতে তুলে দিয়ে আমার মুখে অন্ন তুলে দেয়ার মতো একটি কাজ করেছে। আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, তারা যেন বিপদগ্রস্ত আরও মানুষের উপকার করতে পারে।

ছাতিয়ান চুড়া যুব উন্নয়ন সমবায় সমিতির সভাপতি নিজাম উদ্দীন বলেন নিজেদের দায়িত্ববোধ থেকে সংগঠনের সদস্যরা এ ধরনের জনহিতকর কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত আমরা গ্রামের ৫-৬ মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা দিয়েছি। আগামীতে আরও সেবামূলক কাজ করতে নানা ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।