কৃষকের আয় বাড়াবে ক্রপ ক্যাফেটোরিয়া

গোপালগঞ্জে কৃষকের আয় বাড়াতে ক্রপ ক্যাফেটোরিয়া স্থাপন করে গবেষনাণার কাজ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।

কৃষক বছরে একই জমিতে ৩টি ফসল ফলিয়ে যাতে আয় বৃদ্ধি করতে পারে সেজন্যই ক্রপ ক্যাফেটোরিয়া করা হয়েছে বলে গবেষকরা জানিয়েছেন। এরমধ্য দিয়ে গোপালগঞ্জের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। ফসলের নীবিড়তা বাড়বে। সেই সাথে কৃষক আয় বাড়িয়ে সমৃদ্ধ জীবনযাপন করবেন।

চলতি আমন মৌসুমে ইন্টারন্যাশনাল রাইস রিসার্স ইনস্টিটিউটের (ইরি) এজিজিআরআই প্রজেক্টের বিএমজিএফ এর আওতায় গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা মাঠে আমন মৌসুমের ২১ প্রজাতির ধান নিয়ে প্রথম ক্রপ ক্যাফেটোরিয়া করে বশেমুরবিপ্রবি’র কৃষি বিভাগ। এ ক্যাফেটোরিয়ায় স্বল্প জীবনকাল সম্পন্ন ব্রিধান-৫১,৫২, ৭০, ৭১,৭২, ৭৩, ৭৫,৭৮,৭৯,৮০,৮৭,৯৩,৯৪,৯৫ স্বর্ণা, ইরি ৩এফ৪৪১, বিআর-১১, বিনাধান-১১,১৭.২২,২৩ রোপন করা হয়। বীজতলা থেকে শুরু করে ধান রোপন, পরিচর্যা ও পাকা পর্যন্ত বশেমুরবিপ্রবি কৃষি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কৃষকরা গবেষণার কাজে অংশ নেন। ধানের ক্যাফেটোরিয়ায় নামে মাত্র সার, সেচ ও কীট নাশক ব্যবহার করা হয়েছে। এখানে কম খরচে মাত্র ১ শ’ ১০ থেকে ১৫ দিনের মধ্যে প্রতিটি জাতের ধানের বাম্পর ফলন হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের অদূরে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা মাঠে অনুষ্ঠিত মাঠ দিবস থেকে এসব তথ্য জানানো হয়।

সোমবার, ১৫ নভেম্বর ২০২১ , ৩০ কার্তিক ১৪২৮ ৯ রবিউস সানি ১৪৪৩

কৃষকের আয় বাড়াবে ক্রপ ক্যাফেটোরিয়া

নিজস্ব বার্তা পরিবেশক,গোপালগঞ্জ

গোপালগঞ্জে কৃষকের আয় বাড়াতে ক্রপ ক্যাফেটোরিয়া স্থাপন করে গবেষনাণার কাজ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।

কৃষক বছরে একই জমিতে ৩টি ফসল ফলিয়ে যাতে আয় বৃদ্ধি করতে পারে সেজন্যই ক্রপ ক্যাফেটোরিয়া করা হয়েছে বলে গবেষকরা জানিয়েছেন। এরমধ্য দিয়ে গোপালগঞ্জের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। ফসলের নীবিড়তা বাড়বে। সেই সাথে কৃষক আয় বাড়িয়ে সমৃদ্ধ জীবনযাপন করবেন।

চলতি আমন মৌসুমে ইন্টারন্যাশনাল রাইস রিসার্স ইনস্টিটিউটের (ইরি) এজিজিআরআই প্রজেক্টের বিএমজিএফ এর আওতায় গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা মাঠে আমন মৌসুমের ২১ প্রজাতির ধান নিয়ে প্রথম ক্রপ ক্যাফেটোরিয়া করে বশেমুরবিপ্রবি’র কৃষি বিভাগ। এ ক্যাফেটোরিয়ায় স্বল্প জীবনকাল সম্পন্ন ব্রিধান-৫১,৫২, ৭০, ৭১,৭২, ৭৩, ৭৫,৭৮,৭৯,৮০,৮৭,৯৩,৯৪,৯৫ স্বর্ণা, ইরি ৩এফ৪৪১, বিআর-১১, বিনাধান-১১,১৭.২২,২৩ রোপন করা হয়। বীজতলা থেকে শুরু করে ধান রোপন, পরিচর্যা ও পাকা পর্যন্ত বশেমুরবিপ্রবি কৃষি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কৃষকরা গবেষণার কাজে অংশ নেন। ধানের ক্যাফেটোরিয়ায় নামে মাত্র সার, সেচ ও কীট নাশক ব্যবহার করা হয়েছে। এখানে কম খরচে মাত্র ১ শ’ ১০ থেকে ১৫ দিনের মধ্যে প্রতিটি জাতের ধানের বাম্পর ফলন হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের অদূরে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা মাঠে অনুষ্ঠিত মাঠ দিবস থেকে এসব তথ্য জানানো হয়।