বাপ-দাদার চলাচলের রাস্তা বন্ধ : গৃহবন্দী পাঁচ পরিবার

নওগাঁর মহাদেবপুরে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চলাচলের একটি রাস্তা কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন গ্রামবাসী।

উপজেলার চেরাগপুর ইউনিয়নের চেরাগপুর মাস্টারপাড়া গ্রামবাসী জানান, গ্রামের মধ্যে দিয়ে মাঠে যাবার ওই রাস্তা দিয়ে ৫টি পরিবারের ৫০ জন মানুষ স্মরণাতীত কাল থেকে যাতায়াত ও তাদের প্রায় ১শ’ বিঘা জমির ধান ও খড় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করে আসছেন। এ রাস্তা দিয়েই তারা ধান মাড়াইয়ের মেশিন, ভটভটি ও পাওয়ার টিলারে করে ধান ও খড় বাড়িতে নিয়ে যেতেন। রাস্তাটি বন্ধ করে দেয়ায় চলতি আমন মৌসুমের কাটা ধান বাড়িতে নিয়ে আসতে পারছেন না।

ওই গ্রামের প্রবীণ ব্যক্তি সাবেক প্রধান শিক্ষক মোজাফফর রহমান জানান, তারা বাপ-দাদার আমল থেকে ওই রাস্তা দিয়ে গরু ও মহিষের গাড়িতে করে ধান নিয়ে আসতেন। কিন্তু গত শুক্রবার ওই গ্রামের প্রয়াত সাধু ম-লের ছেলে মোসলেম উদ্দীন রাস্তার জায়গাটি তাদের দাবি করে তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে ফেলে। রাস্তাটি খুলে দেয়া না হলে তাদের ধান ও খড় নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

জানতে চাইলে মোসলেম উদ্দীন বলেন, ‘জমিটি আমার নিজের। আগে সেখানে চলাচলের প্রশস্ত রাস্তা দিয়েছিলাম। এখন আর ওভাবে রাস্তা দিতে পারবো না। পায়ে চলার রাস্তা রেখে আমার জায়গা ঘিরে নিয়েছি। চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র শিবু বলেন, ‘চলাচলের রাস্তা কোনভাবেই কেউ বন্ধ করতে পারবে না। আমি ঢাকা থাকার কারণে ঘটনাস্থলে যেতে পরিনি। স্থানীয় মেম্বারকে বিষয়টি মীমাংসা করার জন্য দায়িত্ব দিয়েছি। তারপরও যদি প্রতিবন্ধকতা থাকে তাহলে আমি ফিরে গিয়ে মীমাংসা করে দেয়ার চেষ্টা করব।

image

কাঁটাতারের বেড়া দিয়ে এভাবেই বন্ধ করে দেয়া হয়েছে রাস্তা -সংবাদ

আরও খবর
অসুস্থ কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ওরা ৫০
অসুস্থ বীরঙ্গনা মুক্তিযোদ্ধা লক্ষ্মী­র পাশে কেউ নেই
পাটকল বন্ধ হয়নি বন্ধ রয়েছে উৎপাদন -শ্রম প্রতিমন্ত্রী
‘বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করতে চায় বিএনপি-জামায়াত’
নবাবগঞ্জে জেলা পরিষদের ছয় প্রকল্প উদ্বোধন
শেরপুরে মেম্বার হলেন ৮৩ বছরের বৃদ্ধ মোকছেদ
অযত্ন-অবহেলায় নিশ্চিহ্নের পথে নিহতদের গণকবর
মঠবাড়িয়ায় বিবাদের জেরে কলেজ ছাত্র নিহত
কৃষকের আয় বাড়াবে ক্রপ ক্যাফেটোরিয়া
শীতের আগাম সবজি লাভবান কৃষক
ভোট না দেয়ায় বাঁশের সাঁকো উচ্ছেদ : যোগাযোগ বিচ্ছিন্ন ৫ গ্রাম

সোমবার, ১৫ নভেম্বর ২০২১ , ৩০ কার্তিক ১৪২৮ ৯ রবিউস সানি ১৪৪৩

বাপ-দাদার চলাচলের রাস্তা বন্ধ : গৃহবন্দী পাঁচ পরিবার

প্রতিনিধি, মহাদেবপুর (নওগাঁ)

image

কাঁটাতারের বেড়া দিয়ে এভাবেই বন্ধ করে দেয়া হয়েছে রাস্তা -সংবাদ

নওগাঁর মহাদেবপুরে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চলাচলের একটি রাস্তা কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন গ্রামবাসী।

উপজেলার চেরাগপুর ইউনিয়নের চেরাগপুর মাস্টারপাড়া গ্রামবাসী জানান, গ্রামের মধ্যে দিয়ে মাঠে যাবার ওই রাস্তা দিয়ে ৫টি পরিবারের ৫০ জন মানুষ স্মরণাতীত কাল থেকে যাতায়াত ও তাদের প্রায় ১শ’ বিঘা জমির ধান ও খড় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করে আসছেন। এ রাস্তা দিয়েই তারা ধান মাড়াইয়ের মেশিন, ভটভটি ও পাওয়ার টিলারে করে ধান ও খড় বাড়িতে নিয়ে যেতেন। রাস্তাটি বন্ধ করে দেয়ায় চলতি আমন মৌসুমের কাটা ধান বাড়িতে নিয়ে আসতে পারছেন না।

ওই গ্রামের প্রবীণ ব্যক্তি সাবেক প্রধান শিক্ষক মোজাফফর রহমান জানান, তারা বাপ-দাদার আমল থেকে ওই রাস্তা দিয়ে গরু ও মহিষের গাড়িতে করে ধান নিয়ে আসতেন। কিন্তু গত শুক্রবার ওই গ্রামের প্রয়াত সাধু ম-লের ছেলে মোসলেম উদ্দীন রাস্তার জায়গাটি তাদের দাবি করে তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে ফেলে। রাস্তাটি খুলে দেয়া না হলে তাদের ধান ও খড় নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

জানতে চাইলে মোসলেম উদ্দীন বলেন, ‘জমিটি আমার নিজের। আগে সেখানে চলাচলের প্রশস্ত রাস্তা দিয়েছিলাম। এখন আর ওভাবে রাস্তা দিতে পারবো না। পায়ে চলার রাস্তা রেখে আমার জায়গা ঘিরে নিয়েছি। চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র শিবু বলেন, ‘চলাচলের রাস্তা কোনভাবেই কেউ বন্ধ করতে পারবে না। আমি ঢাকা থাকার কারণে ঘটনাস্থলে যেতে পরিনি। স্থানীয় মেম্বারকে বিষয়টি মীমাংসা করার জন্য দায়িত্ব দিয়েছি। তারপরও যদি প্রতিবন্ধকতা থাকে তাহলে আমি ফিরে গিয়ে মীমাংসা করে দেয়ার চেষ্টা করব।