প্রকাশিত হলো ‘বাদলের গান’

‘বাদলের গান’ প্রকাশ করলেন এই সময়ের নন্দিত গায়িকা জিনিয়া জাফরিন লুইপা। গত ১২ নভেম্বর নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে গানটি উন্মুক্ত করেন তিনি। গানটির কথা ও সুর করেছেন নোমান সজীব। সংগীতায়োজনে জাহিদ নীরব। ভিডিওতে রাজকীয় অবয়বে হাজির হয়েছেন গায়িকা লুইপা। তার সঙ্গে রয়েছেন অর্ণব অন্তু। গান, নৃত্য, গল্প আর ড্রামটিক আয়োজনের ভিডিওটি নির্মাণ করেছেন দেশের জনপ্রিয় ড্রামবাদক আলমগীর হোসেন। যিনি কিনা আবার লুইপার সংসার সঙ্গী। গানটি নিয়ে লুইপা বলেন, ‘এক দশকের ক্যারিয়ারে অনেক গানই করেছি। তবে এটি আমার কাছে অনেক বেশি স্পেশাল। কারণ এটির ভিডিও নির্মাণ করেছেন আমার জীবনের স্পেশাল মানুষটি। অডিও থেকে ভিডিও হওয়া পর্যন্ত গানটির জন্য তিনি যে চিন্তা করেছেন, শ্রম দিয়েছেন তা মুখে বলে শেষ করা যাবে না। ’ আমার অনেক যতেœ করা কাজ এটি। ভুল-ত্রুটি হয়ত অনেক-ই আছে! কিন্তু ভালোবাসাও আছে। সবার ভালো লাগলেই পরিশ্রম স্বার্থক হবে।’

সোমবার, ১৫ নভেম্বর ২০২১ , ৩০ কার্তিক ১৪২৮ ৯ রবিউস সানি ১৪৪৩

প্রকাশিত হলো ‘বাদলের গান’

বিনোদন প্রতিবেদক

image

‘বাদলের গান’ প্রকাশ করলেন এই সময়ের নন্দিত গায়িকা জিনিয়া জাফরিন লুইপা। গত ১২ নভেম্বর নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে গানটি উন্মুক্ত করেন তিনি। গানটির কথা ও সুর করেছেন নোমান সজীব। সংগীতায়োজনে জাহিদ নীরব। ভিডিওতে রাজকীয় অবয়বে হাজির হয়েছেন গায়িকা লুইপা। তার সঙ্গে রয়েছেন অর্ণব অন্তু। গান, নৃত্য, গল্প আর ড্রামটিক আয়োজনের ভিডিওটি নির্মাণ করেছেন দেশের জনপ্রিয় ড্রামবাদক আলমগীর হোসেন। যিনি কিনা আবার লুইপার সংসার সঙ্গী। গানটি নিয়ে লুইপা বলেন, ‘এক দশকের ক্যারিয়ারে অনেক গানই করেছি। তবে এটি আমার কাছে অনেক বেশি স্পেশাল। কারণ এটির ভিডিও নির্মাণ করেছেন আমার জীবনের স্পেশাল মানুষটি। অডিও থেকে ভিডিও হওয়া পর্যন্ত গানটির জন্য তিনি যে চিন্তা করেছেন, শ্রম দিয়েছেন তা মুখে বলে শেষ করা যাবে না। ’ আমার অনেক যতেœ করা কাজ এটি। ভুল-ত্রুটি হয়ত অনেক-ই আছে! কিন্তু ভালোবাসাও আছে। সবার ভালো লাগলেই পরিশ্রম স্বার্থক হবে।’