দেড় বছর পর দেড় ঘণ্টার এসএসসি পরীক্ষা শুরু

প্রায় দেড় বছর পর দেড় ঘণ্টার পাবলিক পরীক্ষায় অংশ নিল এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা। করোনা সংক্রমণের কারণে সংক্ষিপ্ত সিলেবাস, স্বাস্থবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব মেনে এই পরীক্ষা নেয়া হচ্ছে। প্রায় নয় মাস বিলম্বে এই পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডে মোট ১৮ হাজার ৮০০ জন পরীক্ষার্থী কেন্দ্রে অনুপস্থিত ছিল। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে ১৪ জন পরীক্ষার্থী।

সাধারণত ফেব্রুয়ারির প্রথমদিকে এসএসসি পরীক্ষা শুরু হয়। করোনা পরিস্থিতির কারণে এই পরীক্ষা যথাসময়ে নেয়া সম্ভব হয়নি। আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে। ২০২২ সালের এই পরীক্ষা মে-জুন নাগাদ অনুষ্ঠিত হতে পারে বলে গতকাল সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রতিটি পরীক্ষার সময় এক ঘণ্টা ৩০ মিনিট। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিন সকালে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ ১৫ নভেম্বর সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং বিকেলে হিসাববিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষামন্ত্রী গতকাল সকালে পরীক্ষার প্রথমদিন রাজধানীর মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই। গুজব ছড়ানোর অপচেষ্টা রয়েছে, থাকবে, কেউ যেন কান না দেন।’

যারা গুজব ছড়াবে কিংবা ফাঁসের চেষ্টা চালাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে- জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করে আমাদের সন্তানের যারা ক্ষতি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া হচ্ছে- উল্লেখ করে ডা. দীপু মনি বলেন, ‘সমস্যা হচ্ছে বাইরে অভিভাবকরা যেখানে দাঁড়াচ্ছেন, সেখানে অনেক ভিড়। সেখানে হয়তো তারা স্বাস্থ্যবিধি মানছেন না। আমরা আগেও অনুরোধ জানিয়েছিলাম, আবার অনুরোধ জানাবো বাইরে যেখানেই থাকবেন, ভিড় বা জটলা করবেন না।’

শিক্ষামন্ত্রী জানান, এবার সবগুলো শিক্ষা বোর্ড মিলে (১১টি বোর্ড) পরীক্ষার্থী মোট ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র দশ লাখ ৩৬ হাজার ১৮৮ জন এবং ছাত্রী ১২ লাখ সাত হাজার ৬৬ জন। মোট তিন হাজার ৬৭৯টি কেন্দ্রে ৩৯ হাজার ৩৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নিচ্ছে।

অনুপস্থিত ও বহিষ্কার

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, এসএসসি পরীক্ষার প্রথম দিনে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ৪২৩টি কেন্দ্রে এক লাখ ২৮ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও এদিন এক লাখ ২৭ হাজার ৯২৩ জন অংশগ্রহণ করে। প্রথম দিন ৮৮৪ জন পরীক্ষার্থী কেন্দ্রেই আসেনি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২৮ হাজার ৩৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ হাজার ১৪৩ জন উপস্থিত ছিল। আর ১৯৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট দুই লাখ ৬৯ হাজার ৩৭১ জন শিক্ষার্থীর মধ্যে কেন্দ্রে উপস্থিত ছিল দুই লাখ ৫৯ হাজার ৪৭৭ জন। ফরম পূরণ করেও কেন্দ্রে অনুপস্থিত ছিল নয় হাজার ৮৯৪ জন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে মাদ্রাসা বোর্ডের ১০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কারিগরি এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫ হাজার ৩৭৮ জন। কারিগরিতে বহিষ্কার করা হয়েছে ২ জনকে।

এছাড়াও রাজশাহী শিক্ষা বোর্ডে ৪৬৩ জন, বরিশালে ১৭২ জন, সিলেটে ১৪৮ জন, দিনাজপুরে ৫৯৭ জন, কুমিল্লায় ৬০৭ জন, ময়মনসিংহে ৩১২ জন ও যশোর বোর্ডে ১৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বরিশাল ও রাজশাহী বোর্ডে দু’জন পরীক্ষার্থীকে বহিষ্কারের কথা জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার, ১৫ নভেম্বর ২০২১ , ৩০ কার্তিক ১৪২৮ ৯ রবিউস সানি ১৪৪৩

দেড় বছর পর দেড় ঘণ্টার এসএসসি পরীক্ষা শুরু

নিজস্ব বার্তা পরিবেশক

image

এসএসসি পরীক্ষা শুরু, গতকাল একটি কেন্দ্রের চিত্র -সংবাদ

প্রায় দেড় বছর পর দেড় ঘণ্টার পাবলিক পরীক্ষায় অংশ নিল এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা। করোনা সংক্রমণের কারণে সংক্ষিপ্ত সিলেবাস, স্বাস্থবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব মেনে এই পরীক্ষা নেয়া হচ্ছে। প্রায় নয় মাস বিলম্বে এই পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডে মোট ১৮ হাজার ৮০০ জন পরীক্ষার্থী কেন্দ্রে অনুপস্থিত ছিল। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে ১৪ জন পরীক্ষার্থী।

সাধারণত ফেব্রুয়ারির প্রথমদিকে এসএসসি পরীক্ষা শুরু হয়। করোনা পরিস্থিতির কারণে এই পরীক্ষা যথাসময়ে নেয়া সম্ভব হয়নি। আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে। ২০২২ সালের এই পরীক্ষা মে-জুন নাগাদ অনুষ্ঠিত হতে পারে বলে গতকাল সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রতিটি পরীক্ষার সময় এক ঘণ্টা ৩০ মিনিট। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিন সকালে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ ১৫ নভেম্বর সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং বিকেলে হিসাববিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষামন্ত্রী গতকাল সকালে পরীক্ষার প্রথমদিন রাজধানীর মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই। গুজব ছড়ানোর অপচেষ্টা রয়েছে, থাকবে, কেউ যেন কান না দেন।’

যারা গুজব ছড়াবে কিংবা ফাঁসের চেষ্টা চালাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে- জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করে আমাদের সন্তানের যারা ক্ষতি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া হচ্ছে- উল্লেখ করে ডা. দীপু মনি বলেন, ‘সমস্যা হচ্ছে বাইরে অভিভাবকরা যেখানে দাঁড়াচ্ছেন, সেখানে অনেক ভিড়। সেখানে হয়তো তারা স্বাস্থ্যবিধি মানছেন না। আমরা আগেও অনুরোধ জানিয়েছিলাম, আবার অনুরোধ জানাবো বাইরে যেখানেই থাকবেন, ভিড় বা জটলা করবেন না।’

শিক্ষামন্ত্রী জানান, এবার সবগুলো শিক্ষা বোর্ড মিলে (১১টি বোর্ড) পরীক্ষার্থী মোট ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র দশ লাখ ৩৬ হাজার ১৮৮ জন এবং ছাত্রী ১২ লাখ সাত হাজার ৬৬ জন। মোট তিন হাজার ৬৭৯টি কেন্দ্রে ৩৯ হাজার ৩৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নিচ্ছে।

অনুপস্থিত ও বহিষ্কার

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, এসএসসি পরীক্ষার প্রথম দিনে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ৪২৩টি কেন্দ্রে এক লাখ ২৮ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও এদিন এক লাখ ২৭ হাজার ৯২৩ জন অংশগ্রহণ করে। প্রথম দিন ৮৮৪ জন পরীক্ষার্থী কেন্দ্রেই আসেনি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২৮ হাজার ৩৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ হাজার ১৪৩ জন উপস্থিত ছিল। আর ১৯৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট দুই লাখ ৬৯ হাজার ৩৭১ জন শিক্ষার্থীর মধ্যে কেন্দ্রে উপস্থিত ছিল দুই লাখ ৫৯ হাজার ৪৭৭ জন। ফরম পূরণ করেও কেন্দ্রে অনুপস্থিত ছিল নয় হাজার ৮৯৪ জন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে মাদ্রাসা বোর্ডের ১০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কারিগরি এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫ হাজার ৩৭৮ জন। কারিগরিতে বহিষ্কার করা হয়েছে ২ জনকে।

এছাড়াও রাজশাহী শিক্ষা বোর্ডে ৪৬৩ জন, বরিশালে ১৭২ জন, সিলেটে ১৪৮ জন, দিনাজপুরে ৫৯৭ জন, কুমিল্লায় ৬০৭ জন, ময়মনসিংহে ৩১২ জন ও যশোর বোর্ডে ১৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বরিশাল ও রাজশাহী বোর্ডে দু’জন পরীক্ষার্থীকে বহিষ্কারের কথা জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।