অতিরিক্ত ভাড়া আদায়ে ২৪৭টি বাস-মিনিবাসে জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে গতকাল ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ২৪৭টি বাস-মিনিবাসে অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র ভ্রাম্যমাণ আদালত। তবুও ঢাকা মহানগীরতে বাস-মিনিবাসে সিটিং ও গেইটলক সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় এখনও বন্ধ হয়নি। সরকারি নির্দেশনা এখনও পুরোপুরি কার্যকর করেনি বাস মালিকরা। সব বাস-মিনিবাসে ডিজেল ও সিএনজি চালিত স্টিকার লাগানোর নির্দেশ থাকলেও অনেকেই তা মানতে দেখা যায়নি। তাই রাজধানীর গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে বাসের স্টাফদের সঙ্গে যাত্রীদের কর্ত-বিতর্ক চলতে দেখা গেছে।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ঘুরে দেখা গেছে, কিছু বাস-মিনিবাসের সামনে ডিজেল ও সিএনজি চালিত দুই ধরনের স্টিকার লাগানো হয়েছে। তবে স্টিকারগুলো এমন স্থানে লাগানো হয়েছে তা যাত্রীদের তেমন চোখে পড়ে না। বাসের ভিতরে এ ধরনের কোন স্টিকার দেখা যায়নি। অনেক বাসে এ ধরনের কোন স্টিকার দেখা যায়নি। তাই ভাড়া পরিশোধের সময় অনেক যাত্রী বাসটি কিসে চলে তা নিয়ে কর্ত-বিতর্ক করতে দেখা গেছে।

রাজধানীর পুরানা পল্টন এলাকায় রেজাউল নামের এক যাত্রী বলেন, যাত্রাবাড়ী থেকে গাবতলী রুটে চলাচল করে বিরতিহীন পরিবহন সাবেক ৮ নম্বর বাসের বেশিরভাগই গ্যাসে চালিত। কিন্তু ভাড়া নিচ্ছে বর্ধিত হারে। এই বাসে কোন স্টিকার লাগানো নেই। জানতে চাই বাসের স্টাফরা খারাপ ব্যবহার করে। বলে, ‘জানেন না ঢাকায় এখন সব বাস ডিজেলে চলে’।

‘ঢাকায় সবচেয়ে খারাপ স্টাফের বাস রজনীগন্ধা পরিবহন। এই বাসের সর্বনি¤œ ভাড়া নেয়া হয় ২৫ টাকা। বাসের চালক ও হেলপারের ব্যবহার অনেক খারাপ। ওয়েবিলের কথা বলে ওরা ইচ্ছেমতো ভাড়া আদায় করে। নতুন ভাড়া কার্যকরের আগে থেকেই ওরা বেশি ভাড়া নিতো। এখন আরও বাড়িয়ে দিয়েছে।’ তিন কিলোমিটারের কম দূরত্বেও এই বাসে ২৫ টাকা ভাড়া নেয়া হয় বলে জানান জাফর নামের এক যাত্রী।

গতকালও ঢাকা মহানগরীর বিভিন্ন সিটিং বাসে দাঁড়িয়ে যাত্রী নেয়া হলেও ভাড়া কম নেয়া হয়নি। মিনিবাসে সর্বনি¤œ ভাড়া নেয়া হচ্ছে ১৫-২৫ টাকা। জ্বালানি তেলে মূলবৃদ্ধির কারণে গত ৮ নভেম্বর দূরপাল্লার বাসে ২৭ শতাংশ ও মহানগরী পর্যায়ে বাসে ২৬ দশমিক ৫০ শতাংশ ভাড়া বাড়ানো হয়। সর্বনি¤œ ভাড়া বাসে ১০ টাকা ও মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়। যা আগে ছিল বাসে ৭ টাকা ও মিনিবাসে ৫ টাকা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে সিটিং সার্ভিসের নামে আগে থেকে বাসে সর্বনি¤œ ভাড়া ১০-১৫ টাকা আদায় করা হতো। নতুন ভাড়া ঘোষণা হওয়ার পর তা আরও বাড়িয়ে দেয় বাস মালিকরা।

এ বিষয়ে বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার সংবাদকে বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বাস-মিনিবাসে কোনক্রমে বেশি ভাড়া নেয়া যাবে না। দাঁড়িয়ে যাত্রী পরিবহন নিষিদ্ধ। সিটিংয়ের কথা বলে অতিরিক্ত ভাড়া আদায় করা অন্যায়।’ তাই রাজধানীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযানের মাধ্যমে এ সব বাস মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

বিআরটিএ’র সূত্র জানায়, গতকাল ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় ও সিটিং সার্ভিসের নামে স্টিকার লাগানোর অপরাধে ২৪৭টি বাস-মিনিবাসে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা আদায়কৃত ২৪৭টি বাস-মিনিবাসে মধ্যে ১৯৮টি ডিজেল চালিত ও ৪৯টি গ্যাস চালিত বাস-মিনিবাস রয়েছে। এছাড়া ২ বাসকে সিটিং সার্ভিসের স্টিকার লাগানোর অপরাধে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে বিআরটিএ’র কর্মকর্তারা জানান।

সোমবার, ১৫ নভেম্বর ২০২১ , ৩০ কার্তিক ১৪২৮ ৯ রবিউস সানি ১৪৪৩

ঢাকা-চট্টগ্রাম মহানগরীতে

অতিরিক্ত ভাড়া আদায়ে ২৪৭টি বাস-মিনিবাসে জরিমানা

নিজস্ব বার্তা পরিবেশক

অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে গতকাল ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ২৪৭টি বাস-মিনিবাসে অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র ভ্রাম্যমাণ আদালত। তবুও ঢাকা মহানগীরতে বাস-মিনিবাসে সিটিং ও গেইটলক সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় এখনও বন্ধ হয়নি। সরকারি নির্দেশনা এখনও পুরোপুরি কার্যকর করেনি বাস মালিকরা। সব বাস-মিনিবাসে ডিজেল ও সিএনজি চালিত স্টিকার লাগানোর নির্দেশ থাকলেও অনেকেই তা মানতে দেখা যায়নি। তাই রাজধানীর গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে বাসের স্টাফদের সঙ্গে যাত্রীদের কর্ত-বিতর্ক চলতে দেখা গেছে।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ঘুরে দেখা গেছে, কিছু বাস-মিনিবাসের সামনে ডিজেল ও সিএনজি চালিত দুই ধরনের স্টিকার লাগানো হয়েছে। তবে স্টিকারগুলো এমন স্থানে লাগানো হয়েছে তা যাত্রীদের তেমন চোখে পড়ে না। বাসের ভিতরে এ ধরনের কোন স্টিকার দেখা যায়নি। অনেক বাসে এ ধরনের কোন স্টিকার দেখা যায়নি। তাই ভাড়া পরিশোধের সময় অনেক যাত্রী বাসটি কিসে চলে তা নিয়ে কর্ত-বিতর্ক করতে দেখা গেছে।

রাজধানীর পুরানা পল্টন এলাকায় রেজাউল নামের এক যাত্রী বলেন, যাত্রাবাড়ী থেকে গাবতলী রুটে চলাচল করে বিরতিহীন পরিবহন সাবেক ৮ নম্বর বাসের বেশিরভাগই গ্যাসে চালিত। কিন্তু ভাড়া নিচ্ছে বর্ধিত হারে। এই বাসে কোন স্টিকার লাগানো নেই। জানতে চাই বাসের স্টাফরা খারাপ ব্যবহার করে। বলে, ‘জানেন না ঢাকায় এখন সব বাস ডিজেলে চলে’।

‘ঢাকায় সবচেয়ে খারাপ স্টাফের বাস রজনীগন্ধা পরিবহন। এই বাসের সর্বনি¤œ ভাড়া নেয়া হয় ২৫ টাকা। বাসের চালক ও হেলপারের ব্যবহার অনেক খারাপ। ওয়েবিলের কথা বলে ওরা ইচ্ছেমতো ভাড়া আদায় করে। নতুন ভাড়া কার্যকরের আগে থেকেই ওরা বেশি ভাড়া নিতো। এখন আরও বাড়িয়ে দিয়েছে।’ তিন কিলোমিটারের কম দূরত্বেও এই বাসে ২৫ টাকা ভাড়া নেয়া হয় বলে জানান জাফর নামের এক যাত্রী।

গতকালও ঢাকা মহানগরীর বিভিন্ন সিটিং বাসে দাঁড়িয়ে যাত্রী নেয়া হলেও ভাড়া কম নেয়া হয়নি। মিনিবাসে সর্বনি¤œ ভাড়া নেয়া হচ্ছে ১৫-২৫ টাকা। জ্বালানি তেলে মূলবৃদ্ধির কারণে গত ৮ নভেম্বর দূরপাল্লার বাসে ২৭ শতাংশ ও মহানগরী পর্যায়ে বাসে ২৬ দশমিক ৫০ শতাংশ ভাড়া বাড়ানো হয়। সর্বনি¤œ ভাড়া বাসে ১০ টাকা ও মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়। যা আগে ছিল বাসে ৭ টাকা ও মিনিবাসে ৫ টাকা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে সিটিং সার্ভিসের নামে আগে থেকে বাসে সর্বনি¤œ ভাড়া ১০-১৫ টাকা আদায় করা হতো। নতুন ভাড়া ঘোষণা হওয়ার পর তা আরও বাড়িয়ে দেয় বাস মালিকরা।

এ বিষয়ে বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার সংবাদকে বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বাস-মিনিবাসে কোনক্রমে বেশি ভাড়া নেয়া যাবে না। দাঁড়িয়ে যাত্রী পরিবহন নিষিদ্ধ। সিটিংয়ের কথা বলে অতিরিক্ত ভাড়া আদায় করা অন্যায়।’ তাই রাজধানীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযানের মাধ্যমে এ সব বাস মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

বিআরটিএ’র সূত্র জানায়, গতকাল ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় ও সিটিং সার্ভিসের নামে স্টিকার লাগানোর অপরাধে ২৪৭টি বাস-মিনিবাসে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা আদায়কৃত ২৪৭টি বাস-মিনিবাসে মধ্যে ১৯৮টি ডিজেল চালিত ও ৪৯টি গ্যাস চালিত বাস-মিনিবাস রয়েছে। এছাড়া ২ বাসকে সিটিং সার্ভিসের স্টিকার লাগানোর অপরাধে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে বিআরটিএ’র কর্মকর্তারা জানান।