রাষ্ট্রপতি পরিদর্শন করলেন মিঠামইন সেনানিবাসের নির্মাণ কাজের অগ্রগতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জে তার এক সপ্তাহের সফরের তৃতীয় দিন গতকাল নিজ এলাকা মিঠামইনে অবস্থান করেন। আগের দু’দিন মিঠামইন এবং অষ্টগ্রামের বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন ও বিভিন্ন পেশার লোকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গতকাল দুপুরে তিনি মিঠামইনে নির্মাণাধীন নতুন সেনানিবাসের কাজ পরিদর্শন করেছেন। তিনি সেনানিবাসের নির্মাণ কাজের অগ্রগতির খোঁজখবর নেন।

এ সময় তার সঙ্গে সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এবং স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকসহ অন্য সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর বাদ আসর রাষ্ট্রপতি তার বাবা হাজী মো. তায়েব উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন।

সোমবার, ১৫ নভেম্বর ২০২১ , ৩০ কার্তিক ১৪২৮ ৯ রবিউস সানি ১৪৪৩

রাষ্ট্রপতি পরিদর্শন করলেন মিঠামইন সেনানিবাসের নির্মাণ কাজের অগ্রগতি

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জে তার এক সপ্তাহের সফরের তৃতীয় দিন গতকাল নিজ এলাকা মিঠামইনে অবস্থান করেন। আগের দু’দিন মিঠামইন এবং অষ্টগ্রামের বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন ও বিভিন্ন পেশার লোকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গতকাল দুপুরে তিনি মিঠামইনে নির্মাণাধীন নতুন সেনানিবাসের কাজ পরিদর্শন করেছেন। তিনি সেনানিবাসের নির্মাণ কাজের অগ্রগতির খোঁজখবর নেন।

এ সময় তার সঙ্গে সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এবং স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকসহ অন্য সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর বাদ আসর রাষ্ট্রপতি তার বাবা হাজী মো. তায়েব উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন।