টসের ফল ম্যাচের ফলে প্রভাব রাখা অন্যায় : আকরাম

টস ভাগ্যেই একটি ক্রিকেট ম্যাচের ভাগ্য অনেকটা গড়ে দেয়া মেনে নিতে পারছেন না পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। পরে ব্যাট করা দলের অতিরিক্ত সুবিধা পাওয়া তার কাছে মনে হচ্ছে খুবই অন্যায়। এবারের টি-২০ বিশ্বকাপের নিয়মিত চিত্র এটি। রাতের ম্যাচে পরে ব্যাট করা দল পায় বাড়তি সুবিধা। প্রচুর শিশির পড়ায় দ্বিতীয় ইনিংসে বোলারদের কাজ হয়ে ওঠে কঠিন। উইকেটই অনেকটা সহজ হয়ে ওঠে ব্যাটিংয়ের জন্য। পরের ইনিংসে বল সুন্দরভাবে আসে ব্যাটে। বিশেষ করে দুবাই স্টেডিয়ামে এটি দেখা যাচ্ছে বেশি। ভারতীয় একটি টিভি চ্যানেলকে আকরাম বললেন, ‘টসের ফল ম্যাচের ফলেও প্রভাব রাখা আসলে অন্যায়। কোন একটা পরিকল্পনা থাকা উচিত (শিশিরের প্রভাব কমানোর)। স্টেডিয়াম ঢেকে দেয়া তো সম্ভব নয়, তবে দুই দলকেই যতটা সম্ভব সমান সুযোগ দেয়া উচিত।’ সর্বকালের সেরা বোলারদের একজন আকরাম ফাইনালের ট্রান্স-তাসমান লড়াইয়ে এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়াকে।

সোমবার, ১৫ নভেম্বর ২০২১ , ৩০ কার্তিক ১৪২৮ ৯ রবিউস সানি ১৪৪৩

টসের ফল ম্যাচের ফলে প্রভাব রাখা অন্যায় : আকরাম

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

টস ভাগ্যেই একটি ক্রিকেট ম্যাচের ভাগ্য অনেকটা গড়ে দেয়া মেনে নিতে পারছেন না পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। পরে ব্যাট করা দলের অতিরিক্ত সুবিধা পাওয়া তার কাছে মনে হচ্ছে খুবই অন্যায়। এবারের টি-২০ বিশ্বকাপের নিয়মিত চিত্র এটি। রাতের ম্যাচে পরে ব্যাট করা দল পায় বাড়তি সুবিধা। প্রচুর শিশির পড়ায় দ্বিতীয় ইনিংসে বোলারদের কাজ হয়ে ওঠে কঠিন। উইকেটই অনেকটা সহজ হয়ে ওঠে ব্যাটিংয়ের জন্য। পরের ইনিংসে বল সুন্দরভাবে আসে ব্যাটে। বিশেষ করে দুবাই স্টেডিয়ামে এটি দেখা যাচ্ছে বেশি। ভারতীয় একটি টিভি চ্যানেলকে আকরাম বললেন, ‘টসের ফল ম্যাচের ফলেও প্রভাব রাখা আসলে অন্যায়। কোন একটা পরিকল্পনা থাকা উচিত (শিশিরের প্রভাব কমানোর)। স্টেডিয়াম ঢেকে দেয়া তো সম্ভব নয়, তবে দুই দলকেই যতটা সম্ভব সমান সুযোগ দেয়া উচিত।’ সর্বকালের সেরা বোলারদের একজন আকরাম ফাইনালের ট্রান্স-তাসমান লড়াইয়ে এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়াকে।