গৌরনদীতে দুর্ধর্ষ ডাকাতি : আটক ৩

জেলা মহিলা পরিষদের আইন বিষয়ক সম্পাদক প্রতিমা সরকারের গ্রামের বাড়িতে ডাকাতি করে ফেরার পথে থানা পুলিশ লুণ্ঠিত মালামালসহ তিনজনকে গ্রেফতার করেছে। ডাকাতির ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার নলচিড়া খানাবাড়ি এলাকায়। নারী নেত্রীর ভাই শিশির সরকার জানান, সংঘবদ্ধ ডাকাত সদস্যরা তাদের গৃহে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নেয়। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, ডাকাতির খবর পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশ ওই এলাকার তিনটি স্থানে চেকপোস্ট বসিয়ে লুণ্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রাংশসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ , ৩১ কার্তিক ১৪২৮ ১০ রবিউস সানি ১৪৪৩

গৌরনদীতে দুর্ধর্ষ ডাকাতি : আটক ৩

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)

জেলা মহিলা পরিষদের আইন বিষয়ক সম্পাদক প্রতিমা সরকারের গ্রামের বাড়িতে ডাকাতি করে ফেরার পথে থানা পুলিশ লুণ্ঠিত মালামালসহ তিনজনকে গ্রেফতার করেছে। ডাকাতির ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার নলচিড়া খানাবাড়ি এলাকায়। নারী নেত্রীর ভাই শিশির সরকার জানান, সংঘবদ্ধ ডাকাত সদস্যরা তাদের গৃহে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নেয়। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, ডাকাতির খবর পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশ ওই এলাকার তিনটি স্থানে চেকপোস্ট বসিয়ে লুণ্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রাংশসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে।