ফেস মাস্কের পুনর্ব্যবহারে কার্যকরি গবেষণা

উন্নয়নশীল অর্থনীতিতে SARS Cov-2 ভ্যাকসিনের সীমিত রোলআউটের সঙ্গে এই রোগের বিস্তার সীমিত করতে ফেস মাস্কের কার্যকারিতা দেখিয়েছেন।

একটি অনুভূত সীমাবদ্ধতা হলো সার্জিক্যাল মাস্ক এবং KN95 বা N95 মাস্কগুলির পুনর্ব্যবহার, সহজভাবে বললে এগুলো সাবান দিয়ে ধোয়া যাবে না। কারণ এতে মাস্ক এর কার্যকারিতা আপোস করা হবে।

এই অনুভূত সীমাবদ্ধতাকে মোকাবিলা করার জন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রমেন্টাল বিভাগের তরুণ গবেষকরা স্থানীয়ভাবে প্রাপ্ত উপকরণের উপর ভিত্তি করে একটি বহনযোগ্য জীবাণুমুক্তকরণ বাক্স (Portable disinfection box নড়ী) তৈরি করেছেন। মাস্কের অখ-তাকে প্রভাবিত না করে তাপমাত্রা এবং আদ্রতা নিয়ন্ত্রণের মাধ্যমে কাজ করে মাস্কটিকে জীবাণুমুক্ত করে পুনরায় ব্যবহার করা যেতে পারে।

তরুণ গবেষকরা হলেন, মায়িশা মালিহা দিয়া ও আজাহার হোসেন মার্শাল আন্ডারগ্র্যাড শিক্ষার্থী। তারা তাদের কাজের নির্দেশনা পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর নাদিম রেজা খন্দকারের কাছ থেকে।

গবেষণাটি কার্যকর এবং নিরাপদ পদ্ধতিতে মাস্কের পুনর্ব্যবহার বৃদ্ধি করে ঝঅজঝ ঈড়া-২ এর সম্প্রদায়ের বিস্তার রোধে কার্যকর অবদান রাখবে বলে আশা করা যায়।

মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ , ৩১ কার্তিক ১৪২৮ ১০ রবিউস সানি ১৪৪৩

ফেস মাস্কের পুনর্ব্যবহারে কার্যকরি গবেষণা

নিজস্ব বার্তা পরিবেশক

image

উন্নয়নশীল অর্থনীতিতে SARS Cov-2 ভ্যাকসিনের সীমিত রোলআউটের সঙ্গে এই রোগের বিস্তার সীমিত করতে ফেস মাস্কের কার্যকারিতা দেখিয়েছেন।

একটি অনুভূত সীমাবদ্ধতা হলো সার্জিক্যাল মাস্ক এবং KN95 বা N95 মাস্কগুলির পুনর্ব্যবহার, সহজভাবে বললে এগুলো সাবান দিয়ে ধোয়া যাবে না। কারণ এতে মাস্ক এর কার্যকারিতা আপোস করা হবে।

এই অনুভূত সীমাবদ্ধতাকে মোকাবিলা করার জন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রমেন্টাল বিভাগের তরুণ গবেষকরা স্থানীয়ভাবে প্রাপ্ত উপকরণের উপর ভিত্তি করে একটি বহনযোগ্য জীবাণুমুক্তকরণ বাক্স (Portable disinfection box নড়ী) তৈরি করেছেন। মাস্কের অখ-তাকে প্রভাবিত না করে তাপমাত্রা এবং আদ্রতা নিয়ন্ত্রণের মাধ্যমে কাজ করে মাস্কটিকে জীবাণুমুক্ত করে পুনরায় ব্যবহার করা যেতে পারে।

তরুণ গবেষকরা হলেন, মায়িশা মালিহা দিয়া ও আজাহার হোসেন মার্শাল আন্ডারগ্র্যাড শিক্ষার্থী। তারা তাদের কাজের নির্দেশনা পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর নাদিম রেজা খন্দকারের কাছ থেকে।

গবেষণাটি কার্যকর এবং নিরাপদ পদ্ধতিতে মাস্কের পুনর্ব্যবহার বৃদ্ধি করে ঝঅজঝ ঈড়া-২ এর সম্প্রদায়ের বিস্তার রোধে কার্যকর অবদান রাখবে বলে আশা করা যায়।