সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত উভয় দেশের জন্য দুুুঃখজনক         দোরাইস্বামী

সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত উভয় দেশের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বলেন, ভারতীয় সীমান্তরক্ষীকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যদি তাদের উপর হামলার কোন শঙ্কা না থাকে তবে তারা যেন সীমান্তে কোন অবস্থাতেই গুলি না চালায়। আমরা কোন দেশেই সীমান্ত হত্যা চাইনা।

গতকাল সকালে দিনাজপুর সদর উপজেলার রায়সাহেব বাড়ি প্রাঙ্গণে ভারত সরকারের অর্থায়নে ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে শ্রী শ্রী বাবা লোকনাথ কেন্দ্রীয় মন্দিরের নব-নির্মিত মাল্টিপারপাস কমিউনিটি হলের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপরোক্ত কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা যদি পরিসংখ্যান বিবেচনায় নেই তাহলে যেকোন সময়ের তুলনায় বর্তমানে সীমান্ত হত্যা অনেক কমেছে। সীমান্তে যেকোন হত্যাকা- অথবা আহতের ঘটনায় উভয় দেশের জন্য দুঃখজনক। দুই দেশের সম্মিলিত পদক্ষেপে এ ধরনের দুঃখজনক ঘটনা নিরসন করতে হবে।

এর আগে ফিতা কেটে শ্রী শ্রী বাবা লোকনাথ কেন্দ্রীয় মন্দিরের নব নির্মিত মাল্টিপারপাস কমিউনিটি হলের উদ্বোধন করেন এবং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

শ্রী শ্রী বাবা লোকনাথ কেন্দ্রীয় মন্দিরের সভাপতি সমর দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল, বাংলাদেশের রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি, রায়সাহেব বাড়ী এস্টেটের এজেন্ট ও দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হলের সদস্য বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন।

অনুষ্ঠানে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। মহান মুক্তিযুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশের পাশে ছিল তা কখনোই ভুলে যাবার নয়। যতই ষড়যন্ত্র করা হোক, ভারত-বাংলাদেশের যে রক্তের বন্ধন তা কখনোই বিচ্ছিন্ন হবে না।

দুপুরে ভারতীয় হাই কমিশনার দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দির, সাঁওতাল বিদ্রোহের তেভাগা চত্বরে সিধু-কানু ভাস্কর্য, দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতাল ও ডায়াবেটিস অ্যান্ড ফুট কেয়ার সেন্টার পরিদর্শন করেন। এ সময় দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে রিকশা বিতরণ করেন দোরাইস্বামী।

এরপর খানসামা উপজেলার রামকলা এলাকায় ৭ কোটি টাকা ব্যায়ে বিবেকানন্দ বিদ্যানিকেতনের একটি ছাত্রাবাস ও কমিউনিটি ডাইনিং হল ও প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার।

আরও খবর
দুর্নীতি প্রতিহত করতে পারলে অন্যের অধিকার সুরক্ষিত হবে
আজ থেকে বস্তিতে টিকাদান শুরু
জাতীয় নির্বাচনের দিকে দৃষ্টি রাখছে ইইউ রাষ্ট্রদূত
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের জীবনাবসান
১৩ মিনিটেই শেষ বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি
মডেল তিন্নি হত্যা : বাবা-মায়ের সাক্ষ্য নেয়া হবে রায় ফের পেছালো
দুদক কর্মকর্তার ‘ঘুষ’ দাবি, তদন্তের নির্দেশ হাইকোর্টের
গ্রেপ্তারি পরোয়ানা ১০ বছরেও তামিল করেনি, ওসিকে আদালতে তলব
পাওনা টাকা ফেরত চাওয়ায় হত্যা করা হয় বৈজ্ঞানিক কর্মকর্তাকে
পরীমনির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ আদালতের
এফআর টাওয়ারের নকশা জালিয়াতি, ১৬ জনের বিচার শুরু
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বাংলাদেশ-ভারত যৌথ সাইক্লিং শুরু

মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ , ৩১ কার্তিক ১৪২৮ ১০ রবিউস সানি ১৪৪৩

সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত উভয় দেশের জন্য দুুুঃখজনক         দোরাইস্বামী

জেলা বার্তা পরিবেশক, দিনাজপুর

সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত উভয় দেশের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বলেন, ভারতীয় সীমান্তরক্ষীকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যদি তাদের উপর হামলার কোন শঙ্কা না থাকে তবে তারা যেন সীমান্তে কোন অবস্থাতেই গুলি না চালায়। আমরা কোন দেশেই সীমান্ত হত্যা চাইনা।

গতকাল সকালে দিনাজপুর সদর উপজেলার রায়সাহেব বাড়ি প্রাঙ্গণে ভারত সরকারের অর্থায়নে ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে শ্রী শ্রী বাবা লোকনাথ কেন্দ্রীয় মন্দিরের নব-নির্মিত মাল্টিপারপাস কমিউনিটি হলের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপরোক্ত কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা যদি পরিসংখ্যান বিবেচনায় নেই তাহলে যেকোন সময়ের তুলনায় বর্তমানে সীমান্ত হত্যা অনেক কমেছে। সীমান্তে যেকোন হত্যাকা- অথবা আহতের ঘটনায় উভয় দেশের জন্য দুঃখজনক। দুই দেশের সম্মিলিত পদক্ষেপে এ ধরনের দুঃখজনক ঘটনা নিরসন করতে হবে।

এর আগে ফিতা কেটে শ্রী শ্রী বাবা লোকনাথ কেন্দ্রীয় মন্দিরের নব নির্মিত মাল্টিপারপাস কমিউনিটি হলের উদ্বোধন করেন এবং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

শ্রী শ্রী বাবা লোকনাথ কেন্দ্রীয় মন্দিরের সভাপতি সমর দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল, বাংলাদেশের রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি, রায়সাহেব বাড়ী এস্টেটের এজেন্ট ও দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হলের সদস্য বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন।

অনুষ্ঠানে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। মহান মুক্তিযুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশের পাশে ছিল তা কখনোই ভুলে যাবার নয়। যতই ষড়যন্ত্র করা হোক, ভারত-বাংলাদেশের যে রক্তের বন্ধন তা কখনোই বিচ্ছিন্ন হবে না।

দুপুরে ভারতীয় হাই কমিশনার দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দির, সাঁওতাল বিদ্রোহের তেভাগা চত্বরে সিধু-কানু ভাস্কর্য, দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতাল ও ডায়াবেটিস অ্যান্ড ফুট কেয়ার সেন্টার পরিদর্শন করেন। এ সময় দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে রিকশা বিতরণ করেন দোরাইস্বামী।

এরপর খানসামা উপজেলার রামকলা এলাকায় ৭ কোটি টাকা ব্যায়ে বিবেকানন্দ বিদ্যানিকেতনের একটি ছাত্রাবাস ও কমিউনিটি ডাইনিং হল ও প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার।