শেয়ারবাজারে বড় উত্থান, শতাধিক পয়েন্ট বাড়লো ডিএসইতে, সিএসইতে তিন শতাধিক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক শতাধিক আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক তিন শতাধিক পয়েন্ট বেড়েছে। সূচকের সঙ্গে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৫.২১ পয়েন্ট বা ১.৬৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৫৬.৫৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৯.৭৭ পয়েন্ট বা ১.৩৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩১.৭১ বা ১.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৮৪.৮১ পয়েন্টে এবং দুই হাজার ৬৯১.২৬ পয়েন্টে।

ডিএসইতে গতকাল এক হাজার ৪৯১ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের কার্যদিবস থেকে ৭০ কোটি ৫১ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৪২১ কোটি ৩৪ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৯টির বা ৫৮.২৫ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩০টির বা ৩৪.৫৭ শতাংশের এবং ২৭টির বা ৭.১৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩৪.৭০ পয়েন্ট বা ১.৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৫৭.৮৩ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮টির দর বেড়েছে, কমেছে ১১০টির আর ৩২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৩০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৮ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৫৯ লাখ ৫ হাজার ১০৩টি শেয়ার ৬০ বার হাত বদলের মাধ্যমে ৩৮ কোটি ৫ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১১ কোটি ৪৯ লাখ ৯ হাজার টাকার লেনদেন হয়েছে বিডি ফাইন্যান্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ৬১ লাখ ২৬ হাজার টাকার সালভো কেমিক্যালের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৭২ লাখ ৫৪ হাজার টাকার লেনদেন হয়েছে কাট্টালি টেক্সটাইলের।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩০টির বা ৩৪.৫৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে রেনেটার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে রেনেটার শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪৪২.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৩১৫ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১২৭ টাকা বা ৮.৮১ শতাংশ কমেছে। এর মাধ্যমে রেনেটা ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মনোস্পুল পেপারের ৭.৬৬ শতাংশ, ন্যাশনাল ফিডের ৬.২২ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৫.৮৮ শতাংশ, প্যাসিফিক ডাইনামসের ৫.৭৩ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৫.১০ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৫.০৯ শতাংশ, ফাইন ফুডসের ৪.২৬ শতাংশ, জিকিউ বলপেনের ৪.১৬ শতাংশ এবং দেশ বন্ধুর ৪.১১ শতাংশ দড় কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৯টির বা ৫৮.২৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে এবি ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস এবি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৫.৫০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১.৪০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এবি ব্যাংক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডসের ৯.৯১ শতাংশ, ওরিয়ন ফার্মার ৯.৮৪ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৯.৮৪ শতাংশ, ইসলামী ব্যাংকের ৮.৯১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৮৭ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৭.৭৩ শতাংশ, আইএফআইসির ৭.৬৯ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৭.৪৫ শতাংশ এবং বে লিজিংয়ের শেয়ার দর ৬.৯৪ শতাংশ বেড়েছে।

বুধবার, ১৭ নভেম্বর ২০২১ , ২ অগ্রহায়ণ ১৪২৮ ১১ রবিউস সানি ১৪৪৩

শেয়ারবাজারে বড় উত্থান, শতাধিক পয়েন্ট বাড়লো ডিএসইতে, সিএসইতে তিন শতাধিক

অর্থনৈতিক বার্তা পরিবেশক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক শতাধিক আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক তিন শতাধিক পয়েন্ট বেড়েছে। সূচকের সঙ্গে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৫.২১ পয়েন্ট বা ১.৬৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৫৬.৫৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৯.৭৭ পয়েন্ট বা ১.৩৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩১.৭১ বা ১.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৮৪.৮১ পয়েন্টে এবং দুই হাজার ৬৯১.২৬ পয়েন্টে।

ডিএসইতে গতকাল এক হাজার ৪৯১ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের কার্যদিবস থেকে ৭০ কোটি ৫১ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৪২১ কোটি ৩৪ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৯টির বা ৫৮.২৫ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩০টির বা ৩৪.৫৭ শতাংশের এবং ২৭টির বা ৭.১৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩৪.৭০ পয়েন্ট বা ১.৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৫৭.৮৩ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮টির দর বেড়েছে, কমেছে ১১০টির আর ৩২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৩০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৮ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৫৯ লাখ ৫ হাজার ১০৩টি শেয়ার ৬০ বার হাত বদলের মাধ্যমে ৩৮ কোটি ৫ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১১ কোটি ৪৯ লাখ ৯ হাজার টাকার লেনদেন হয়েছে বিডি ফাইন্যান্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ৬১ লাখ ২৬ হাজার টাকার সালভো কেমিক্যালের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৭২ লাখ ৫৪ হাজার টাকার লেনদেন হয়েছে কাট্টালি টেক্সটাইলের।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩০টির বা ৩৪.৫৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে রেনেটার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে রেনেটার শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪৪২.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৩১৫ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১২৭ টাকা বা ৮.৮১ শতাংশ কমেছে। এর মাধ্যমে রেনেটা ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মনোস্পুল পেপারের ৭.৬৬ শতাংশ, ন্যাশনাল ফিডের ৬.২২ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৫.৮৮ শতাংশ, প্যাসিফিক ডাইনামসের ৫.৭৩ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৫.১০ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৫.০৯ শতাংশ, ফাইন ফুডসের ৪.২৬ শতাংশ, জিকিউ বলপেনের ৪.১৬ শতাংশ এবং দেশ বন্ধুর ৪.১১ শতাংশ দড় কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৯টির বা ৫৮.২৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে এবি ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস এবি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৫.৫০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১.৪০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এবি ব্যাংক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডসের ৯.৯১ শতাংশ, ওরিয়ন ফার্মার ৯.৮৪ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৯.৮৪ শতাংশ, ইসলামী ব্যাংকের ৮.৯১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৮৭ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৭.৭৩ শতাংশ, আইএফআইসির ৭.৬৯ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৭.৪৫ শতাংশ এবং বে লিজিংয়ের শেয়ার দর ৬.৯৪ শতাংশ বেড়েছে।