৫ বছরে ৮৭৪০ নারী উদ্যোক্তার সাড়ে ৮ কোটির পণ্য বিক্রি

‘যশোরসহ ৬ জেলার ৮ হাজার ৭৪০ জন নারী উদ্যোক্তা ও কর্মী গত ৫ বছরে তাদের উৎপাদিত ৮ কোটি ৪০ লাখ টাকার পণ্য বিক্রি করেছেন। এই উদ্যোক্তাদের হোম টেক্সটাইল, পাটজাতপণ্য ও প্যাকেটজাত খাবার উৎপাদনে কাঁচামাল সংগ্রহ, মানোন্নয়ন ও বিপণনে সমন্বয় করে দিয়েছে ‘উইএসএমএস প্রকল্প’। গত সোমবার যশোরে ‘উইএসএমএস প্রকল্প’র কর্মসূচি সমাপনী কর্মশালায় এ তথ্য জানানো হয়।

যশোরের একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে ‘উইএসএমএস প্রকল্প’র টিম লিডার এম নাভিদ আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি’র বক্তব্য দেন, যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন, বিসিক যশোরের উপ-মহাব্যবস্থাপক গোলাম হাফিজ, জেলা সহকারী তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, জেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিচালক জাকির হোসেন ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার জাকির হোসেন। কর্মশালায় আয়োজকরা জানান, এশিয়া ফাউন্ডেশন ও আইডিই গত ৫ বছর ধরে সুইডেন দূতাবাসের অর্থায়নে খুলনা ও রংপুর বিভাগের ৬টি জেলায় এই ‘উইএসএমএস প্রকল্প’ বাস্তবায়ন করেছে।

গত ৫ বছরে এই প্রকল্পের আওতায় যশোরসহ এই ৬ জেলায় ১০ সহস্রাধিক নারী উদ্যোক্তা ও কর্মীকে দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়েছে। তাদের পণ্য উৎপাদনের জন্য মানসম্মত কাঁচামাল প্রাপ্তি সহজীকরণ, পণ্যের মানোন্নয়ন, গুণমত মান নিশ্চিতকরণ এবং বাজারজাতকরণ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি তাদের মূলধন সৃষ্টি, ঋণপ্রাপ্তি সহজিকরণসহ অনলাইন প্লাটফর্মে সংযুক্ত থাকতেও সহযোগিতা করছে।

বুধবার, ১৭ নভেম্বর ২০২১ , ২ অগ্রহায়ণ ১৪২৮ ১১ রবিউস সানি ১৪৪৩

‘উইএসএমএস প্রকল্প’র কর্মশালা

৫ বছরে ৮৭৪০ নারী উদ্যোক্তার সাড়ে ৮ কোটির পণ্য বিক্রি

যশোর অফিস

‘যশোরসহ ৬ জেলার ৮ হাজার ৭৪০ জন নারী উদ্যোক্তা ও কর্মী গত ৫ বছরে তাদের উৎপাদিত ৮ কোটি ৪০ লাখ টাকার পণ্য বিক্রি করেছেন। এই উদ্যোক্তাদের হোম টেক্সটাইল, পাটজাতপণ্য ও প্যাকেটজাত খাবার উৎপাদনে কাঁচামাল সংগ্রহ, মানোন্নয়ন ও বিপণনে সমন্বয় করে দিয়েছে ‘উইএসএমএস প্রকল্প’। গত সোমবার যশোরে ‘উইএসএমএস প্রকল্প’র কর্মসূচি সমাপনী কর্মশালায় এ তথ্য জানানো হয়।

যশোরের একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে ‘উইএসএমএস প্রকল্প’র টিম লিডার এম নাভিদ আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি’র বক্তব্য দেন, যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন, বিসিক যশোরের উপ-মহাব্যবস্থাপক গোলাম হাফিজ, জেলা সহকারী তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, জেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিচালক জাকির হোসেন ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার জাকির হোসেন। কর্মশালায় আয়োজকরা জানান, এশিয়া ফাউন্ডেশন ও আইডিই গত ৫ বছর ধরে সুইডেন দূতাবাসের অর্থায়নে খুলনা ও রংপুর বিভাগের ৬টি জেলায় এই ‘উইএসএমএস প্রকল্প’ বাস্তবায়ন করেছে।

গত ৫ বছরে এই প্রকল্পের আওতায় যশোরসহ এই ৬ জেলায় ১০ সহস্রাধিক নারী উদ্যোক্তা ও কর্মীকে দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়েছে। তাদের পণ্য উৎপাদনের জন্য মানসম্মত কাঁচামাল প্রাপ্তি সহজীকরণ, পণ্যের মানোন্নয়ন, গুণমত মান নিশ্চিতকরণ এবং বাজারজাতকরণ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি তাদের মূলধন সৃষ্টি, ঋণপ্রাপ্তি সহজিকরণসহ অনলাইন প্লাটফর্মে সংযুক্ত থাকতেও সহযোগিতা করছে।