নগরজীবনে ভিন্ন আমেজ জাগালো নবান্ন উৎসব

নগরজীবনে ভিন্ন আমেজ জাগিয়ে রাজধানীতে উদযাপিত হলো নবান্ন উৎসব ১৪২৮। মৌলবাদ ও সাম্প্রদায়িকতা রুখে দেয়ার প্রত্যয় নিয়ে এবারের উৎসব সাজানো ছিল আলোচনা, নাচ, গান, আবৃত্তিসহ নানা বর্ণাঢ্য আয়োজনে। জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের আয়োজনে শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে গতকাল দিনব্যাপী অনুষ্ঠিত হয় এবারের উৎসব।

গাজী আবদুল হাকিমের বাঁশির সুরে সকাল সাড়ে সাতটায় উৎসবের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের সহ-সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তৃতা করেন পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা। জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের সভাপতি লায়লা হাসানের লিখিত বক্তব্য পাঠ করেন সহ-সভাপতি মানজার চৌধুরী সুইট। এসময় আরও উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবীশ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে করোনাকালে প্রয়াত সংস্কৃতিজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দলীয়সংগীত, দলীয়নৃত্য ও কবিতায় অংশ নেয় স্বরবৃত্ত, কিশলয় কচিকাঁচার মেলা, দনিয়া সবুজ কুড়ি কচিকাঁচার মেলা, স্বপ্নবীণা শিল্পকলা বিদ্যালয়, মন্দিরা সাংস্কৃতিক পাঠশালা, সুর বিহার, স্বপ্নবিকাশ কলা কেন্দ্র, মৈত্রী শিশু দল, রঙ্গপীঠ শিশু দল, বহ্নিশিখা, ক্রান্তি শিল্পীগোষ্ঠী, উদীচী শিল্পীগোষ্ঠী, বাফা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র, সমস্বর, উজান, সুর সাগর ললিতকলা একাডেমি, পঞ্চায়েত। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র ও স্রোত আবৃত্তি সংসদের শিল্পীরা। দলীয়নৃত্য পরিবেশন করে বাফা, দিব্য সাংস্কৃতিক সংগঠন, কত্থক নৃত্য সম্প্রদায়, নান্দনিক নৃত্য সংগঠন, নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র, স্পন্দন, নৃত্যজন, পুষ্পাঞ্জলী, নূপুরের ছন্দ। এককসংগীত পরিবেশন করেনÑ ফাতেমা তুজ জোহরা, শাহীন সামাদ, মহিউজ্জামান চৌধুরী ময়না, মহাদেব ঘোষ, মোস্তফা কামাল, মাহজাবিন শাওলী, আবু বকর সিদ্দিক, অনিমা রায়, এস এম মেজবা উদ্দিন, সুরাইয়া পারভীন, বিজন চন্দ্র মিস্ত্রী, ফেরদৌসী কাকলি, তামান্না নিগার তুলি, সঞ্জয় কবিরাজ, মনিরা ইসলাম পাপপু, ত্রিবেনী পান্না, মৌমিতা বড়ুয়া, শ্রাবণী গুহ রায়, নবনীতা জায়ীদ চৌধুরী, সোহাগ চন্দ্র শিমুল, মায়শা সুলতানা উর্বী, নাহিয়ান দুরদানা সূচি, রকিবা খান লুবা, তাহমিনা আক্তার মুক্তি, আসিফ ইকবাল সৌরভ, সোনিয়া আক্তার, শান্তা সরকার, রাবেয়া আক্তার, মোহাম্মদ মারুফ হোসেন, মানসী অনন্যা, দেবু প্রসাদ, অনিমেষ বাউল, মেহেদী ফরিদ।

একক আবৃৃত্তি পরিবেশন করেনÑ আহকাম উল্লাহ, বুলবুল মহলানবীশ, রূপা চক্রবর্তী, শাহাদাৎ হোসেন নিপু, রফিকুল ইসলাম, মাসকুর এ সাত্তার কল্লোল, বেলায়েত হোসেন, নায়লা তারান্নুম কাকলি, ফয়জুল আলম পাপ্পু, মাসুদুজ্জামান, আহসান উল্লাহ তমাল, আজিজুল বাশার মাসুম।

বুধবার, ১৭ নভেম্বর ২০২১ , ২ অগ্রহায়ণ ১৪২৮ ১১ রবিউস সানি ১৪৪৩

নগরজীবনে ভিন্ন আমেজ জাগালো নবান্ন উৎসব

সাংস্কৃতিক বার্তা পরিবেশক

image

গতকাল শিল্পকলা একাডেমিতে নবান্ন উৎসবে নৃত্য -সংবাদ

নগরজীবনে ভিন্ন আমেজ জাগিয়ে রাজধানীতে উদযাপিত হলো নবান্ন উৎসব ১৪২৮। মৌলবাদ ও সাম্প্রদায়িকতা রুখে দেয়ার প্রত্যয় নিয়ে এবারের উৎসব সাজানো ছিল আলোচনা, নাচ, গান, আবৃত্তিসহ নানা বর্ণাঢ্য আয়োজনে। জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের আয়োজনে শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে গতকাল দিনব্যাপী অনুষ্ঠিত হয় এবারের উৎসব।

গাজী আবদুল হাকিমের বাঁশির সুরে সকাল সাড়ে সাতটায় উৎসবের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের সহ-সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তৃতা করেন পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা। জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের সভাপতি লায়লা হাসানের লিখিত বক্তব্য পাঠ করেন সহ-সভাপতি মানজার চৌধুরী সুইট। এসময় আরও উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবীশ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে করোনাকালে প্রয়াত সংস্কৃতিজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দলীয়সংগীত, দলীয়নৃত্য ও কবিতায় অংশ নেয় স্বরবৃত্ত, কিশলয় কচিকাঁচার মেলা, দনিয়া সবুজ কুড়ি কচিকাঁচার মেলা, স্বপ্নবীণা শিল্পকলা বিদ্যালয়, মন্দিরা সাংস্কৃতিক পাঠশালা, সুর বিহার, স্বপ্নবিকাশ কলা কেন্দ্র, মৈত্রী শিশু দল, রঙ্গপীঠ শিশু দল, বহ্নিশিখা, ক্রান্তি শিল্পীগোষ্ঠী, উদীচী শিল্পীগোষ্ঠী, বাফা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র, সমস্বর, উজান, সুর সাগর ললিতকলা একাডেমি, পঞ্চায়েত। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র ও স্রোত আবৃত্তি সংসদের শিল্পীরা। দলীয়নৃত্য পরিবেশন করে বাফা, দিব্য সাংস্কৃতিক সংগঠন, কত্থক নৃত্য সম্প্রদায়, নান্দনিক নৃত্য সংগঠন, নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র, স্পন্দন, নৃত্যজন, পুষ্পাঞ্জলী, নূপুরের ছন্দ। এককসংগীত পরিবেশন করেনÑ ফাতেমা তুজ জোহরা, শাহীন সামাদ, মহিউজ্জামান চৌধুরী ময়না, মহাদেব ঘোষ, মোস্তফা কামাল, মাহজাবিন শাওলী, আবু বকর সিদ্দিক, অনিমা রায়, এস এম মেজবা উদ্দিন, সুরাইয়া পারভীন, বিজন চন্দ্র মিস্ত্রী, ফেরদৌসী কাকলি, তামান্না নিগার তুলি, সঞ্জয় কবিরাজ, মনিরা ইসলাম পাপপু, ত্রিবেনী পান্না, মৌমিতা বড়ুয়া, শ্রাবণী গুহ রায়, নবনীতা জায়ীদ চৌধুরী, সোহাগ চন্দ্র শিমুল, মায়শা সুলতানা উর্বী, নাহিয়ান দুরদানা সূচি, রকিবা খান লুবা, তাহমিনা আক্তার মুক্তি, আসিফ ইকবাল সৌরভ, সোনিয়া আক্তার, শান্তা সরকার, রাবেয়া আক্তার, মোহাম্মদ মারুফ হোসেন, মানসী অনন্যা, দেবু প্রসাদ, অনিমেষ বাউল, মেহেদী ফরিদ।

একক আবৃৃত্তি পরিবেশন করেনÑ আহকাম উল্লাহ, বুলবুল মহলানবীশ, রূপা চক্রবর্তী, শাহাদাৎ হোসেন নিপু, রফিকুল ইসলাম, মাসকুর এ সাত্তার কল্লোল, বেলায়েত হোসেন, নায়লা তারান্নুম কাকলি, ফয়জুল আলম পাপ্পু, মাসুদুজ্জামান, আহসান উল্লাহ তমাল, আজিজুল বাশার মাসুম।