নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবলীগ নেতা শুভর মৃত্যু

নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহাবুব শুভ। ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। ফয়সাল মাহাবুব শুভ পিরোজপুর শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা আমেরিকা প্রবাসী মাহাবুব ই খোদা’র একমাত্র ছেলে।

গত ৭ নভেম্বর পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনের পক্ষে নির্বাচনী সভায় অংশগ্রহণ শেষে রাত সাড়ে ৭টার দিকে দলীয় নেতা-কর্মীদের সাথে শহরে ফেরার পথে ওই ইউনিয়নের মল্লিকবাড়ি এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক (অব্যাহতিপ্রাপ্ত) মাওলানা নাসির উদ্দিন মাতুব্বরের কর্মী-সমর্থদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ। ঐ সংঘর্ষে প্রতিদ্বন্দ্বি দুই চেয়ারম্যান প্রার্থীর আরও ৭/৮ জন কর্মী সমর্থক আহত হয়।

বুকে গুলিবিদ্ধ ফয়সাল মাহবুব শুভকে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে খুলনায় প্রেরণ করা হয়। পরদিন সোমবার দুপুরে তাকে এয়ার এ্যাম্বুলেন্স করে খুলনা থেকে ঢাকায় নেয়া হয়।

যুবলীগ নেতাকে গুলি করার অভিযোগে শংকরপাশা ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মাওলানা নাসির উদ্দিন মাতুব্বরসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, যুবলীগ নেতা শুভ’র মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পিরোজপুরে শোকের ছায়া নেমে আসে। স্থবির হয়ে গেছে পিরোজপুর শহর। মঙ্গলবার সকাল থেকে শহরের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। শহরে লোকজন ও যানবাহন চলাচলও কম ছিল। শহরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। শুভ’র মৃত্যুর প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবীতে শহরে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ ও ছাত্রলীগ। জেলা আওয়ামী লীগ মঙ্গলবার বিকেলে এক জরুরী সভার আহবান করে।

পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব জানান, যুবলীগ নেতা শুভ’র অকাল মৃত্যু মেনে নেয়া যায় না। তরতাজা একটা যুবক আমাদের মাঝ থেকে চলে গেল। তার মৃত্যুতে পিরোজপুরের সকল শ্রেণিপেশার মানুষ শোকাহত। তাই শহরের ব্যবসায়ীরা শুভ’র মৃত্যুতে দোকানপাট বন্ধ রেখেছে। আমরা তার মৃত্যুর ঘটনার জন্য দায়ীদের বিচার দাবী করছি।

পিরোজপুর সদর থানার ওসি আ.জ.ম মাসুদুজ্জামান জানান, শহরের আইন শৃংখলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার, ১৭ নভেম্বর ২০২১ , ২ অগ্রহায়ণ ১৪২৮ ১১ রবিউস সানি ১৪৪৩

নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবলীগ নেতা শুভর মৃত্যু

প্রতিনিধি, পিরোজপুর

নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহাবুব শুভ। ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। ফয়সাল মাহাবুব শুভ পিরোজপুর শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা আমেরিকা প্রবাসী মাহাবুব ই খোদা’র একমাত্র ছেলে।

গত ৭ নভেম্বর পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনের পক্ষে নির্বাচনী সভায় অংশগ্রহণ শেষে রাত সাড়ে ৭টার দিকে দলীয় নেতা-কর্মীদের সাথে শহরে ফেরার পথে ওই ইউনিয়নের মল্লিকবাড়ি এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক (অব্যাহতিপ্রাপ্ত) মাওলানা নাসির উদ্দিন মাতুব্বরের কর্মী-সমর্থদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ। ঐ সংঘর্ষে প্রতিদ্বন্দ্বি দুই চেয়ারম্যান প্রার্থীর আরও ৭/৮ জন কর্মী সমর্থক আহত হয়।

বুকে গুলিবিদ্ধ ফয়সাল মাহবুব শুভকে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে খুলনায় প্রেরণ করা হয়। পরদিন সোমবার দুপুরে তাকে এয়ার এ্যাম্বুলেন্স করে খুলনা থেকে ঢাকায় নেয়া হয়।

যুবলীগ নেতাকে গুলি করার অভিযোগে শংকরপাশা ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মাওলানা নাসির উদ্দিন মাতুব্বরসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, যুবলীগ নেতা শুভ’র মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পিরোজপুরে শোকের ছায়া নেমে আসে। স্থবির হয়ে গেছে পিরোজপুর শহর। মঙ্গলবার সকাল থেকে শহরের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। শহরে লোকজন ও যানবাহন চলাচলও কম ছিল। শহরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। শুভ’র মৃত্যুর প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবীতে শহরে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ ও ছাত্রলীগ। জেলা আওয়ামী লীগ মঙ্গলবার বিকেলে এক জরুরী সভার আহবান করে।

পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব জানান, যুবলীগ নেতা শুভ’র অকাল মৃত্যু মেনে নেয়া যায় না। তরতাজা একটা যুবক আমাদের মাঝ থেকে চলে গেল। তার মৃত্যুতে পিরোজপুরের সকল শ্রেণিপেশার মানুষ শোকাহত। তাই শহরের ব্যবসায়ীরা শুভ’র মৃত্যুতে দোকানপাট বন্ধ রেখেছে। আমরা তার মৃত্যুর ঘটনার জন্য দায়ীদের বিচার দাবী করছি।

পিরোজপুর সদর থানার ওসি আ.জ.ম মাসুদুজ্জামান জানান, শহরের আইন শৃংখলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।