শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে একইদিন মারা গেল দগ্ধ ৫জন

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে আগুন লাগার ঘটনায় দগ্ধ ৫জন মারা গেছেন। গতকাল দিনের বিভিন্ন সময়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তারা মারা যান। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে ওই ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার জাহাজে আগুন লাগার পর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জাহাজের শ্রমিক কামরুল ইসলাম মারা যান। মঙ্গলবার মারা গেছেন রিপন শিকদার (৪০), মেহেদী হাসান (২৬), মোশারফ হোসেন রনি (২৭), শহীদ তালুকদার (৩৫) ও আশিক ইসলাম (৪০)।

ডা. এস এম আইউব হোসেন বলেন, ‘ঝালকাঠিতে জাহাজে অগ্নিকান্ডের ঘটনায় ৭জন দগ্ধ রোগী হাসপাতালে এসেছিল। মঙ্গলবার তাদের ৫জন মারা গেছেন।’ এছাড়া ইমাম উদ্দিন (২১) ও রুবেল হোসেন (৩০) প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানান তিনি।

বুধবার, ১৭ নভেম্বর ২০২১ , ২ অগ্রহায়ণ ১৪২৮ ১১ রবিউস সানি ১৪৪৩

ঝালকাঠির নদীতে তেলবাহি জাহাজে আগুন

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে একইদিন মারা গেল দগ্ধ ৫জন

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে আগুন লাগার ঘটনায় দগ্ধ ৫জন মারা গেছেন। গতকাল দিনের বিভিন্ন সময়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তারা মারা যান। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে ওই ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার জাহাজে আগুন লাগার পর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জাহাজের শ্রমিক কামরুল ইসলাম মারা যান। মঙ্গলবার মারা গেছেন রিপন শিকদার (৪০), মেহেদী হাসান (২৬), মোশারফ হোসেন রনি (২৭), শহীদ তালুকদার (৩৫) ও আশিক ইসলাম (৪০)।

ডা. এস এম আইউব হোসেন বলেন, ‘ঝালকাঠিতে জাহাজে অগ্নিকান্ডের ঘটনায় ৭জন দগ্ধ রোগী হাসপাতালে এসেছিল। মঙ্গলবার তাদের ৫জন মারা গেছেন।’ এছাড়া ইমাম উদ্দিন (২১) ও রুবেল হোসেন (৩০) প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানান তিনি।