ঢাকায় আইএলও’র পরামর্শ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সহযোগিতায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের কান্ট্রি অফিস গত ১৫ নভেম্বর বিইএফ গুলশান অফিসে “বাংলাদেশ ডিসেন্ট ওয়ার্ক কান্ট্রি প্রোগ্রাম (ডিডব্লিউসিপি) ২০২২-২০২৬ (খসড়া)” বিষয়ে একটি পরামর্শ সভার আয়োজন করে। বাংলাদেশের জন্য আইএলও কান্ট্রি অফিসের এসএমই ডেভেলপমেন্ট স্পেশালিস্ট গুঞ্জন ডাল্লাকোটি খসড়া ডিডব্লিউসিপি (খসড়া) নথি উপস্থাপন করেন। বিইএফ সভাপতি আরদাশির কবির অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, করোনা মহামারী পরবর্তী বিশ্বে শালীন কাজ এবং ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করতে পারে। এই ‘ডিডব্লিউসিপি’ বাংলাদেশকে উন্নয়নের নতুন যুগে নিয়ে যেতে পারে বলেও তিনি বিশ্বাস করেন।

পরামর্শ সভায় বিইএফ সদস্য সংগঠন, লাইন অ্যাসোসিয়েশন এবং শিল্প দক্ষতা কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রেস রিলিজ

বুধবার, ১৭ নভেম্বর ২০২১ , ২ অগ্রহায়ণ ১৪২৮ ১১ রবিউস সানি ১৪৪৩

ঢাকায় আইএলও’র পরামর্শ সভা অনুষ্ঠিত

image

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সহযোগিতায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের কান্ট্রি অফিস গত ১৫ নভেম্বর বিইএফ গুলশান অফিসে “বাংলাদেশ ডিসেন্ট ওয়ার্ক কান্ট্রি প্রোগ্রাম (ডিডব্লিউসিপি) ২০২২-২০২৬ (খসড়া)” বিষয়ে একটি পরামর্শ সভার আয়োজন করে। বাংলাদেশের জন্য আইএলও কান্ট্রি অফিসের এসএমই ডেভেলপমেন্ট স্পেশালিস্ট গুঞ্জন ডাল্লাকোটি খসড়া ডিডব্লিউসিপি (খসড়া) নথি উপস্থাপন করেন। বিইএফ সভাপতি আরদাশির কবির অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, করোনা মহামারী পরবর্তী বিশ্বে শালীন কাজ এবং ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করতে পারে। এই ‘ডিডব্লিউসিপি’ বাংলাদেশকে উন্নয়নের নতুন যুগে নিয়ে যেতে পারে বলেও তিনি বিশ্বাস করেন।

পরামর্শ সভায় বিইএফ সদস্য সংগঠন, লাইন অ্যাসোসিয়েশন এবং শিল্প দক্ষতা কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রেস রিলিজ