চট্টগ্রামের কারাগারে মীরসরাইয়ের বিএনপি নেতার মৃত্যু

চট্টগ্রাম কারাগারে মারা গেছেন মীরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ফকির আহম্মদ (৬৫)।

গতকাল সকাল ৯টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে কারা কর্তৃপক্ষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফকির আহম্মদ মীরসরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের নাজিরপাড়া গ্রামের সন্তান। গত ১৮ অক্টোবর রাতে নিজ বাড়ি থেকে ফকির আহম্মদকে গ্রেপ্তার করে মীরসরাই থানা পুলিশ। পরে চট্টগ্রামের হাটহাজারী থানার মন্দির ভাংচুর ও সহিংসতার মামলায় আদালতে পাঠানো হয়। আদালতে তার আইনজীবী জামিন চাইলে বিচারক নামঞ্জুর করে কারাগারে পাঠান। গতকাল বাদ মাগরিব নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

প্রতিনিধি, মীরসরাই (চট্টগ্রাম)

বুধবার, ১৭ নভেম্বর ২০২১ , ২ অগ্রহায়ণ ১৪২৮ ১১ রবিউস সানি ১৪৪৩

চট্টগ্রামের কারাগারে মীরসরাইয়ের বিএনপি নেতার মৃত্যু

চট্টগ্রামের কারাগারে মীরসরাইয়ের বিএনপি নেতার মৃত্যু

চট্টগ্রাম কারাগারে মারা গেছেন মীরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ফকির আহম্মদ (৬৫)।

গতকাল সকাল ৯টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে কারা কর্তৃপক্ষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফকির আহম্মদ মীরসরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের নাজিরপাড়া গ্রামের সন্তান। গত ১৮ অক্টোবর রাতে নিজ বাড়ি থেকে ফকির আহম্মদকে গ্রেপ্তার করে মীরসরাই থানা পুলিশ। পরে চট্টগ্রামের হাটহাজারী থানার মন্দির ভাংচুর ও সহিংসতার মামলায় আদালতে পাঠানো হয়। আদালতে তার আইনজীবী জামিন চাইলে বিচারক নামঞ্জুর করে কারাগারে পাঠান। গতকাল বাদ মাগরিব নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

প্রতিনিধি, মীরসরাই (চট্টগ্রাম)