সীমান্ত হত্যা শূন্যে আনা যায় কি করে সেজন্য কাজ করছে দু’দেশ : দোরাইস্বামী

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী বলেছেন, ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের বিজিবি সীমান্ত রক্ষায় সচেষ্ট রয়েছে। সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ বন্ধে সীমান্ত সেনারা কাজ করে যাচ্ছে। ভারতীয় সেনাদের বিনা কারণে হত্যা না করতে নির্দেশনা দেয়া রয়েছে। কি করে সীমান্ত হত্যা শূন্যে আনা যায় সেজন্য দু’দেশ কাজ করছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সীমান্তে শুধু বাংলাদেশি নাগরিক নয় আমাদের দেশের নাগরিকরাও নিহত হচ্ছে। চোরাচালান বন্ধে দুই দেশকেই কঠোর ভূমিকা নেয়া প্রয়োজন বলে জানান তিনি। তিনি গতকাল সকাল সাড়ে ১১টায় রংপুর সিটি করপোরেশনে লাইফ সাপোর্ট সম্বলিত অত্যাধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, মাদক চোরাচালান দু’দেশের সমস্যা বিশেষ করে ইয়াবা, আইসের মতো ভয়ানক মাদক চোরাচালান বন্ধে দু’দেশের মধ্যে আলোচনা চলছে। এটা যেকোন মূল্যে বন্ধ করতে হবে। আমরা দু’দেশের সীমান্তরক্ষীবাহিনীকে যৌথভাবে মাদক চোরাচালান বন্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণের ব্যাপারে একমত হয়েছি। আশা করা হচ্ছে আমরা ভালো ফল পাবো।

তিস্তা নদীর ন্যায্য হিস্যা প্রদান বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে ভারত সরকার খুবই আন্তরিক। এ সমস্যা সমাধানে আমরা কাজ করছি। রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি। পরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী রংপুর সিটি করপোরেশনের মেয়রের কাছে আনুষ্ঠানিকভাবে লাইফ সাপোর্ট সম্বলিত অ্যা¤ু^লেন্সের চাবি হস্তান্তর করেন। এর আগে ভারতীয় হাইকমিশনার রসিক কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও রংপুর চেম্বার আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

বুধবার, ১৭ নভেম্বর ২০২১ , ২ অগ্রহায়ণ ১৪২৮ ১১ রবিউস সানি ১৪৪৩

সীমান্ত হত্যা শূন্যে আনা যায় কি করে সেজন্য কাজ করছে দু’দেশ : দোরাইস্বামী

লিয়াকত আলী বাদল, রংপুর

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী বলেছেন, ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের বিজিবি সীমান্ত রক্ষায় সচেষ্ট রয়েছে। সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ বন্ধে সীমান্ত সেনারা কাজ করে যাচ্ছে। ভারতীয় সেনাদের বিনা কারণে হত্যা না করতে নির্দেশনা দেয়া রয়েছে। কি করে সীমান্ত হত্যা শূন্যে আনা যায় সেজন্য দু’দেশ কাজ করছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সীমান্তে শুধু বাংলাদেশি নাগরিক নয় আমাদের দেশের নাগরিকরাও নিহত হচ্ছে। চোরাচালান বন্ধে দুই দেশকেই কঠোর ভূমিকা নেয়া প্রয়োজন বলে জানান তিনি। তিনি গতকাল সকাল সাড়ে ১১টায় রংপুর সিটি করপোরেশনে লাইফ সাপোর্ট সম্বলিত অত্যাধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, মাদক চোরাচালান দু’দেশের সমস্যা বিশেষ করে ইয়াবা, আইসের মতো ভয়ানক মাদক চোরাচালান বন্ধে দু’দেশের মধ্যে আলোচনা চলছে। এটা যেকোন মূল্যে বন্ধ করতে হবে। আমরা দু’দেশের সীমান্তরক্ষীবাহিনীকে যৌথভাবে মাদক চোরাচালান বন্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণের ব্যাপারে একমত হয়েছি। আশা করা হচ্ছে আমরা ভালো ফল পাবো।

তিস্তা নদীর ন্যায্য হিস্যা প্রদান বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে ভারত সরকার খুবই আন্তরিক। এ সমস্যা সমাধানে আমরা কাজ করছি। রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি। পরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী রংপুর সিটি করপোরেশনের মেয়রের কাছে আনুষ্ঠানিকভাবে লাইফ সাপোর্ট সম্বলিত অ্যা¤ু^লেন্সের চাবি হস্তান্তর করেন। এর আগে ভারতীয় হাইকমিশনার রসিক কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও রংপুর চেম্বার আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।